ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কিশোর আহত

প্রতিবেদক, মুজিবনগর:
  • আপলোড টাইম : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ৬৮ বার পড়া হয়েছে

মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামে নিজেদের মেহগনি বাগান পরিষ্কার করতে গিয়ে মাটিতে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে আলিফ নামের এক কিশোর আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যতারপুর জাদুখালী পাড়ার মেহগনি বাগানে এই ঘটনা ঘটে। আলিফ মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের আল আমিন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আলিফ গতকাল নিজেদের বাগান পরিষ্কার করার সময় কোদাল দিয়ে মাটিতে কোপ দিলে পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখে আলিফ মাটিতে লুটিয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আলিফ এখনো মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, স্থানীয়রা নিকটবর্তী ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল দত্ত জানান, পুরাতন একটি ককটেল ওই খেতের মাটির নিচে ছিল। কোদালের কোপে সেটি বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা ককটেলটি লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কিশোর আহত

আপলোড টাইম : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামে নিজেদের মেহগনি বাগান পরিষ্কার করতে গিয়ে মাটিতে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে আলিফ নামের এক কিশোর আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যতারপুর জাদুখালী পাড়ার মেহগনি বাগানে এই ঘটনা ঘটে। আলিফ মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের আল আমিন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আলিফ গতকাল নিজেদের বাগান পরিষ্কার করার সময় কোদাল দিয়ে মাটিতে কোপ দিলে পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখে আলিফ মাটিতে লুটিয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আলিফ এখনো মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, স্থানীয়রা নিকটবর্তী ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল দত্ত জানান, পুরাতন একটি ককটেল ওই খেতের মাটির নিচে ছিল। কোদালের কোপে সেটি বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা ককটেলটি লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।