ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে আগাছানাশক ছিটিয়ে লাউখেত তছরুপ

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ৮৩ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে আগাছানাশক প্রয়োগ করে দুই বিঘা জমির লাউখেত তছরুপ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চৌগাছা গ্রামের গুচ্ছগ্রামের দুবড়ির মাঠে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে খেত পরিচর্যার সময় ভুক্তভোগী কৃষক আলাল উদ্দীন খেতে আগাছা ছিটানোর বিষয়টি বুঝতে পারেন।

আলাল উদ্দীন জানান, দুবড়ির মাঠে দুই বিঘা ৫ কাঠা জমি লিজ নিয়ে নিয়ে তিনি লাউ খেত করেছিলেন। কিন্তু গত কয়েকদিনে খেতের বেশিরভাগ লাউগাছ মরে যাচ্ছিল। তিনি বিভিন্নভাবে কারণ জানার চেষ্টা করলে আবিষ্কার করেন সম্পূর্ণ খেতে কেউ আগাছানাশক প্রয়োগ করেছে। যার ফলে ধীরে ধীরে লাউ গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, অন্যের জমি লিজ নিয়ে ধারদেনা করে আমি লাউ খেত আবাদ করেছিলাম। ক্ষেতে প্রয়োজনীয় সার কীটনাশক প্রয়োগের মাধ্যমে গাছগুলো ফল দেওয়ার উপযুুক্ত হয়েছিল। আর কিছুদিন পরেই ক্ষেত থেকে লাউ পাওয়া যেত। এমন একটি সময়ে কেউ পূর্ব বিরোধের জেরে আমার খেতে তছরুপ করে দিয়েছে। লাউ বিক্রি করে ধারদেনা শোধ করবো ভেবেছিলাম, কিন্তু এখন নিঃস্ব হলাম। এদিকে, এ ঘটনায় স্থানীয়রা পুলিশ ও প্রশাসনের কাছে অপরধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে আগাছানাশক ছিটিয়ে লাউখেত তছরুপ

আপলোড টাইম : ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

মেহেরপুরের গাংনীতে আগাছানাশক প্রয়োগ করে দুই বিঘা জমির লাউখেত তছরুপ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চৌগাছা গ্রামের গুচ্ছগ্রামের দুবড়ির মাঠে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে খেত পরিচর্যার সময় ভুক্তভোগী কৃষক আলাল উদ্দীন খেতে আগাছা ছিটানোর বিষয়টি বুঝতে পারেন।

আলাল উদ্দীন জানান, দুবড়ির মাঠে দুই বিঘা ৫ কাঠা জমি লিজ নিয়ে নিয়ে তিনি লাউ খেত করেছিলেন। কিন্তু গত কয়েকদিনে খেতের বেশিরভাগ লাউগাছ মরে যাচ্ছিল। তিনি বিভিন্নভাবে কারণ জানার চেষ্টা করলে আবিষ্কার করেন সম্পূর্ণ খেতে কেউ আগাছানাশক প্রয়োগ করেছে। যার ফলে ধীরে ধীরে লাউ গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, অন্যের জমি লিজ নিয়ে ধারদেনা করে আমি লাউ খেত আবাদ করেছিলাম। ক্ষেতে প্রয়োজনীয় সার কীটনাশক প্রয়োগের মাধ্যমে গাছগুলো ফল দেওয়ার উপযুুক্ত হয়েছিল। আর কিছুদিন পরেই ক্ষেত থেকে লাউ পাওয়া যেত। এমন একটি সময়ে কেউ পূর্ব বিরোধের জেরে আমার খেতে তছরুপ করে দিয়েছে। লাউ বিক্রি করে ধারদেনা শোধ করবো ভেবেছিলাম, কিন্তু এখন নিঃস্ব হলাম। এদিকে, এ ঘটনায় স্থানীয়রা পুলিশ ও প্রশাসনের কাছে অপরধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।