ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় পাট দিবস পালন

পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়িয়ে পলিথিন-প্লাস্টিক পরিবহারের আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • / ৬৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় পাট দিবস-২০২৪ পালিত হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস উদ্যাপন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ঢাকায় পাট দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চুয়াডাঙ্গা:

‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) শারমিন আক্তার। প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার পাটজাত দ্রব্যের বহুল ব্যবহারের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন-প্লাস্টিক পরিবহারের আহ্বান জানিয়ে বলেন, ‘পাট শিল্পের সোনালি অতীত ফিরিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্যদিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধতা অর্জনে আমাদের অবদান রাখতে হবে। নিজেরাও পাটজাত দ্রব্যের ব্যবহারে আন্তরিক হতে হবে। চাহিদা পুরণে পাটের আবাদেও কৃষকদের এগিয়ে আসতে হবে। পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য সকরার কিছু কৃষকদের মধ্যে বিনা মূল্যে যেমন বীজ সরবরাহ করছে, তেমনই মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণেরও নানামুখী উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ সফল করতে পারলে দেশের অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। ফলে সংশি¬ষ্ট সকলকে এ বিষয়ে আন্তরিক হতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. মোমরেজ আলী ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। স্বাগত বক্তব্য দেন পাট অধিদপ্তর চুয়াডাঙ্গার মুখ্য পরিদর্শক মো. হারুন উর রশীদ।
সভায় বক্তারা বলেন, ‘বিদেশেও পাটজাত দ্রব্যের কদর বেড়েছে। সরকার পাট চাষে যেমন প্রণোদনা দিচ্ছে, তেমনই দিচ্ছে পাট শিল্পে। এ শিল্পকে রক্ষা করার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে অবদান রাখতে হবে।’ বক্তারা জানান, চলতি মৌসুমে ৫৩ হাজার একর জমিতে পাট চাষ করে ২ লাখ ৬০ হাজার বেল পাট উৎপাদন হয়েছে। চাল, গম, আটাসহ ১৯ টি পণ্য ব্যবহারে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাটের ব্যবহার প্রতিদিন বাড়ছে। পাটের পাতা থেকে চা, পাটকাঠির ছায় দিয়ে প্রিন্টারের কালিও তৈরি করা হচ্ছে। এছাড়াও সভায় পাট চাষের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, পাট মিল মালিক মানিক কুমার আগরওয়াল, কৃষক ঈমাম হোসেন।

মেহেরপুর:

মেহেরপুরে জাতীয় পাট দিবস উললক্ষে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম. হারুন অর রশীদ। শোভাযাত্রায় অংশ নেন এনডিসি সাজেদুর ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হোসেন, সদর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ইমান আলী, মুজিবনগর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আলীসহ জেলা পাট চাষীরা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পাট কর্মকর্তা মহাসীন শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এসএম মুস্তাফিজুর রহমান। আরও বক্তব্য দেন জেলা পাট চাষি সমিতির সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক কাশেম বিশ্বাস, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোসররফ হোসেন, পাট চাষি মুন্সি আবু সালে প্রমুখ।

ঝিনাইদহ:

ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা পাট কর্মকর্তা এম আব্দুল বাকী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কালীগঞ্জের এমাস ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক রাসেল প্রমুখ। বক্তারা, পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে কৃষকসহ সকলের এগিয়ে আসার আহ্বান জানান। পরে শ্রেষ্ঠ পাটবীজ উৎপাদন, পাটের বস্তা ব্যবহারসহ পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় পাট দিবস পালন

পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়িয়ে পলিথিন-প্লাস্টিক পরিবহারের আহ্বান

আপলোড টাইম : ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় পাট দিবস-২০২৪ পালিত হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস উদ্যাপন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ঢাকায় পাট দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চুয়াডাঙ্গা:

‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) শারমিন আক্তার। প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার পাটজাত দ্রব্যের বহুল ব্যবহারের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন-প্লাস্টিক পরিবহারের আহ্বান জানিয়ে বলেন, ‘পাট শিল্পের সোনালি অতীত ফিরিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্যদিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধতা অর্জনে আমাদের অবদান রাখতে হবে। নিজেরাও পাটজাত দ্রব্যের ব্যবহারে আন্তরিক হতে হবে। চাহিদা পুরণে পাটের আবাদেও কৃষকদের এগিয়ে আসতে হবে। পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য সকরার কিছু কৃষকদের মধ্যে বিনা মূল্যে যেমন বীজ সরবরাহ করছে, তেমনই মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণেরও নানামুখী উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ সফল করতে পারলে দেশের অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। ফলে সংশি¬ষ্ট সকলকে এ বিষয়ে আন্তরিক হতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. মোমরেজ আলী ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। স্বাগত বক্তব্য দেন পাট অধিদপ্তর চুয়াডাঙ্গার মুখ্য পরিদর্শক মো. হারুন উর রশীদ।
সভায় বক্তারা বলেন, ‘বিদেশেও পাটজাত দ্রব্যের কদর বেড়েছে। সরকার পাট চাষে যেমন প্রণোদনা দিচ্ছে, তেমনই দিচ্ছে পাট শিল্পে। এ শিল্পকে রক্ষা করার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে অবদান রাখতে হবে।’ বক্তারা জানান, চলতি মৌসুমে ৫৩ হাজার একর জমিতে পাট চাষ করে ২ লাখ ৬০ হাজার বেল পাট উৎপাদন হয়েছে। চাল, গম, আটাসহ ১৯ টি পণ্য ব্যবহারে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাটের ব্যবহার প্রতিদিন বাড়ছে। পাটের পাতা থেকে চা, পাটকাঠির ছায় দিয়ে প্রিন্টারের কালিও তৈরি করা হচ্ছে। এছাড়াও সভায় পাট চাষের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, পাট মিল মালিক মানিক কুমার আগরওয়াল, কৃষক ঈমাম হোসেন।

মেহেরপুর:

মেহেরপুরে জাতীয় পাট দিবস উললক্ষে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম. হারুন অর রশীদ। শোভাযাত্রায় অংশ নেন এনডিসি সাজেদুর ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হোসেন, সদর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ইমান আলী, মুজিবনগর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আলীসহ জেলা পাট চাষীরা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পাট কর্মকর্তা মহাসীন শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এসএম মুস্তাফিজুর রহমান। আরও বক্তব্য দেন জেলা পাট চাষি সমিতির সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক কাশেম বিশ্বাস, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোসররফ হোসেন, পাট চাষি মুন্সি আবু সালে প্রমুখ।

ঝিনাইদহ:

ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা পাট কর্মকর্তা এম আব্দুল বাকী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কালীগঞ্জের এমাস ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক রাসেল প্রমুখ। বক্তারা, পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে কৃষকসহ সকলের এগিয়ে আসার আহ্বান জানান। পরে শ্রেষ্ঠ পাটবীজ উৎপাদন, পাটের বস্তা ব্যবহারসহ পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কৃত করা হয়।