ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধর মৃত্যু, আহত ৩

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১০:০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / ৬৫ বার পড়া হয়েছে

মেহেরপুরে গাংনীতে যাত্রীবাহী ইজিবাইক ও দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজিবুল হক (৬০) নামের একজন নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলের দিকে আহত মজিবুল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে গাংনী-হাবোয়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি তাজুল ইসলাম।

মজিবুল হক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের বাসিন্দা। আহতেরা হলেন মোটরসাইকেল আরোহী গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সোহেল রানা (১৫) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শান্ত (১৫) এবং ইজিবাইকের যাত্রী রাইপুর গ্রামের পটল আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী থেকে মোটরসাইকেল আরোহী রানা ও শান্ত দ্রুতগতিতে হাটবোয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পূর্বমালসাদহ মাদ্রাসার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত মজিবুল হক, রানা ও শান্তকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত মর্জিনাকে ভর্তি রাখা হয়েছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুলের মৃত্যু হয়। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধর মৃত্যু, আহত ৩

আপলোড টাইম : ১০:০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

মেহেরপুরে গাংনীতে যাত্রীবাহী ইজিবাইক ও দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজিবুল হক (৬০) নামের একজন নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলের দিকে আহত মজিবুল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে গাংনী-হাবোয়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি তাজুল ইসলাম।

মজিবুল হক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের বাসিন্দা। আহতেরা হলেন মোটরসাইকেল আরোহী গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সোহেল রানা (১৫) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শান্ত (১৫) এবং ইজিবাইকের যাত্রী রাইপুর গ্রামের পটল আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী থেকে মোটরসাইকেল আরোহী রানা ও শান্ত দ্রুতগতিতে হাটবোয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পূর্বমালসাদহ মাদ্রাসার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত মজিবুল হক, রানা ও শান্তকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত মর্জিনাকে ভর্তি রাখা হয়েছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুলের মৃত্যু হয়। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।