ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে ইটের স্তূপ দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৮১ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে বাড়ির প্রধান গেটের সামনে ইটের স্তূপ দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গত রোববার ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে চিৎলা গোরস্তান পাড়ার আমিনুল ইসলামের ছেলে মাহাদী হাসান (১৭) বাজার থেকে কাঠ ফাড়াই করে গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে গেলে পাশের বাড়ির মৃত কুদরত আলীর ছেলে মহাসিন (৪০), মহাসিনের ছেলে শামীম (২৫) ও মহাসিনের স্ত্রী ছানোয়ারা (৩৭) বাঁধা দেন। এসময় অকথ্য ভাষায় গালি-গালাজ করে। একপর্যায়ে মাহাদীর নানা সাবেক ইউপি সদস্য শফিউর রহমান সেখানে উপস্থিত হলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। একই সাথে ইটের স্তূপ দিয়ে তাদের বাড়ির প্রধান গেট বন্ধ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ইটের স্তূপ সরাতে বললে আমিনুল ইসলামের স্ত্রী ও ছেলে মাহাদীকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় রোববার রাত ৯টার দিকে চিৎলা গ্রামের মহাসিন, শামীম ও ছানোয়ারার বিরুদ্ধে গাংনী থানায় লিখিত অভিযোগ করেন সাবেক ইউপি সদস্য শফিউর রহমান।

সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারের বাড়ির পাশে কিছু সরকারি খাশ জমি রয়েছে। ওই জমি দিয়ে ৫/৬টি পরিবারের লোকজন চলাচল করে। কিন্তু বিবাদীরা বিভিন্ন সময়ে তাদের চলাচলে বাঁধা প্রদানসহ গালি-গালাজ এবং হুমকি-ধমকি প্রদান করে। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, আইন অমান্যকারীরদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। চলাফেরার স্বাধীনতা হরণকারী এবং হুমকিদাতাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ইতিপূর্বে ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত কার্যালয়ে বিষয়টি নিয়ে মীমাংসা জন্য বসা হলেও সমাধান হয়নি। পরে সাবেক ইউপি সদস্য শফিউর রহমান বাদী হয়ে এই অভিযোগ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে ইটের স্তূপ দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

আপলোড টাইম : ০৪:০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে বাড়ির প্রধান গেটের সামনে ইটের স্তূপ দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গত রোববার ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে চিৎলা গোরস্তান পাড়ার আমিনুল ইসলামের ছেলে মাহাদী হাসান (১৭) বাজার থেকে কাঠ ফাড়াই করে গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে গেলে পাশের বাড়ির মৃত কুদরত আলীর ছেলে মহাসিন (৪০), মহাসিনের ছেলে শামীম (২৫) ও মহাসিনের স্ত্রী ছানোয়ারা (৩৭) বাঁধা দেন। এসময় অকথ্য ভাষায় গালি-গালাজ করে। একপর্যায়ে মাহাদীর নানা সাবেক ইউপি সদস্য শফিউর রহমান সেখানে উপস্থিত হলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। একই সাথে ইটের স্তূপ দিয়ে তাদের বাড়ির প্রধান গেট বন্ধ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ইটের স্তূপ সরাতে বললে আমিনুল ইসলামের স্ত্রী ও ছেলে মাহাদীকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় রোববার রাত ৯টার দিকে চিৎলা গ্রামের মহাসিন, শামীম ও ছানোয়ারার বিরুদ্ধে গাংনী থানায় লিখিত অভিযোগ করেন সাবেক ইউপি সদস্য শফিউর রহমান।

সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারের বাড়ির পাশে কিছু সরকারি খাশ জমি রয়েছে। ওই জমি দিয়ে ৫/৬টি পরিবারের লোকজন চলাচল করে। কিন্তু বিবাদীরা বিভিন্ন সময়ে তাদের চলাচলে বাঁধা প্রদানসহ গালি-গালাজ এবং হুমকি-ধমকি প্রদান করে। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, আইন অমান্যকারীরদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। চলাফেরার স্বাধীনতা হরণকারী এবং হুমকিদাতাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ইতিপূর্বে ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত কার্যালয়ে বিষয়টি নিয়ে মীমাংসা জন্য বসা হলেও সমাধান হয়নি। পরে সাবেক ইউপি সদস্য শফিউর রহমান বাদী হয়ে এই অভিযোগ করেন।