ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মহকুমা থেকে চুয়াডাঙ্গা জেলা’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
২৬ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা শহরের তিন তারকা মানের হোটেল শাহিদ প্যালেসের ‘টি কফি অ্যান্ড মি’তে দিনটি উদ্যাপনে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কেটে জেলার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক- প্রকাশক সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ৭১ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি এমএ মামুন, জি টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমান, শেয়ার বিজ পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার, সময় টিভির চুয়াডাঙ্গার রিপোর্টার মাহফুজ মামুন, নাগরিক টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিক প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিলেন সুন্দরম মিডিয়ার পরিচালক আসাদুজ্জামান শিমুল।
উল্লেখ্য, ১৮৫৯ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কোলকাতা-কুষ্টিয়া রেলপথ নির্মাণ শুরু করে। তৎকালীন নদীয়া জেলার মেহেরপুর মহকুমা এবং যশোর জেলার ঝিনাইদহ মহকুমার সাথে কোলকাতার যোগাযোগ স্থাপনের জন্য দুই মহকুমার মধ্যস্থানে তথা চুয়াডাঙ্গাতে ১৮৫৯ সালে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন স্থাপিত হয়। ১৮৬২ সালে ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চালু হয়। এসময় মহকুমা সদর দপ্তর দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গায় স্থান্তরীত হয়। যার ফলে চুয়াডাঙ্গা তখন নদীয়া জেলার একটি গুরুত্বপূর্ণ মহকুমা এবং বড় ব্যবসা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯৪৭ সালে দেশ বিভাগ হলে নদীয়া জেলাও ভাগ হয়। দেশ বিভাগের সময় কৃষ্ণনগর থানা (বর্তমানে নদিয়া জেলার অন্তর্গত) বাদে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর মহকুমার ২টি থানা পূর্ব পাকিস্তানের অংশে পড়ে। উক্ত তিনটি মহুকুমার সমন্বয়ে কুষ্টিয়াকে জেলা করা হয়। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার ১৩ বছর পর ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা মহকুমার বিলুপ্তি ঘোষণা করা হয়। এই সালের ২৬ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলার মর্যাদা লাভ করে। এরপর জেলা হিসেবে চুয়াডাঙ্গায় শুরু হয় প্রশাসনিকসহ সকল কার্যক্রম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহকুমা থেকে চুয়াডাঙ্গা জেলা’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ০৪:০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
২৬ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা শহরের তিন তারকা মানের হোটেল শাহিদ প্যালেসের ‘টি কফি অ্যান্ড মি’তে দিনটি উদ্যাপনে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কেটে জেলার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক- প্রকাশক সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ৭১ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি এমএ মামুন, জি টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমান, শেয়ার বিজ পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার, সময় টিভির চুয়াডাঙ্গার রিপোর্টার মাহফুজ মামুন, নাগরিক টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিক প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিলেন সুন্দরম মিডিয়ার পরিচালক আসাদুজ্জামান শিমুল।
উল্লেখ্য, ১৮৫৯ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কোলকাতা-কুষ্টিয়া রেলপথ নির্মাণ শুরু করে। তৎকালীন নদীয়া জেলার মেহেরপুর মহকুমা এবং যশোর জেলার ঝিনাইদহ মহকুমার সাথে কোলকাতার যোগাযোগ স্থাপনের জন্য দুই মহকুমার মধ্যস্থানে তথা চুয়াডাঙ্গাতে ১৮৫৯ সালে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন স্থাপিত হয়। ১৮৬২ সালে ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চালু হয়। এসময় মহকুমা সদর দপ্তর দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গায় স্থান্তরীত হয়। যার ফলে চুয়াডাঙ্গা তখন নদীয়া জেলার একটি গুরুত্বপূর্ণ মহকুমা এবং বড় ব্যবসা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯৪৭ সালে দেশ বিভাগ হলে নদীয়া জেলাও ভাগ হয়। দেশ বিভাগের সময় কৃষ্ণনগর থানা (বর্তমানে নদিয়া জেলার অন্তর্গত) বাদে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর মহকুমার ২টি থানা পূর্ব পাকিস্তানের অংশে পড়ে। উক্ত তিনটি মহুকুমার সমন্বয়ে কুষ্টিয়াকে জেলা করা হয়। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার ১৩ বছর পর ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা মহকুমার বিলুপ্তি ঘোষণা করা হয়। এই সালের ২৬ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলার মর্যাদা লাভ করে। এরপর জেলা হিসেবে চুয়াডাঙ্গায় শুরু হয় প্রশাসনিকসহ সকল কার্যক্রম।