ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় টোটন জোয়ার্দ্দার

আমরা এগিয়ে যেতে চাই, সম্মিলিতভাবে চললে পথ মসৃণ হয় 

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ডায়াবেটিক সমিতি চত্বরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চলনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহা। সভায় ২০২৪ সালের সম্ভাব্য আয় ৬৬ লাখ ৯৫ হাজার ৭৮৫ টাকা এবং সম্ভাব্য ব্যয় ৫৫ লাখ ৬০ হাজার ১৬০ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। ২০২৩ সালে ডায়াবেটিক সমিতি আয়-ব্যয় বাদে ৯ লাখ ৩৭ হাজার ৬৩২ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

সভায় ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মুন্সি আলমগীর হান্নান ও আজাদ মালিতা, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান, কোষাধ্যক্ষ আলাউদ্দীন হেলা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সেলিম উদ্ধীন খান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, ডা. ফকির মোহাম্মদ ও এএইচএমএম কামাল তুহিন, সমিতির মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতেমা রত্না, আজীবন সদস্যবৃন্দ এবং সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং শোক প্রস্তাবের দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।

সাধারণ সভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ডায়াবেটিক থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে হবে। এ রোগ প্রতিরোধে সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবার দায়িত্ব পালন করতে হবে। দেশে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, আমরা আশঙ্কা করছি। জনগণকে সচেতন করতে হবে। ডায়াবেটিস সম্পর্কে আমরা অনেকে জানি, অনেকে জানি না। বর্তমান ও আগামীর সমাজ ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। স্বাস্থ্য সম্মত ও সুস্থ জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা ক্রমেই অনিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থায় জীবন-যাপন করছি। রাতে খাওয়ার পর হাঁটাহাটি করতে পারি। এই প্র্যাকটিস করেন সফলতা পাবেন। চিকিৎসক যে প্রেসক্রিপশন দিয়েছেন তা পালন করেন। খাবারকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ভালো থাকবেন। আমরা এগিয়ে যেতে চাই। সম্মিলিতভাবে চললে পথটা মসৃণ হয়।

তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আমাদের ল্যাব অত্যন্ত সমৃদ্ধ। প্রশাসনের কর্মকর্তা বলে গেছেন। নিশ্চয় আমরা আমাদের লক্ষে পৌঁছাতে পারবো, আপনারা পাশে থাকেন। অসহায় মানুষের সেবা দিতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডায়াবেটিক সমিতিকে স্মার্ট ডায়াবেটিক সমিতি হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করবো।

উম্মুক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন আজীবন সদস্য বজলুর রহমান, হুমায়ুন কবীর মালিক, অ্যাড. বেলাল হোসেন, সালাউদ্দিন মো. মোর্তুজা, কাজী রফিকুল হক, মফিজুর রহমান মনা ও আসাদুজ্জামান  অংশগ্রহন করেন। 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় টোটন জোয়ার্দ্দার

আমরা এগিয়ে যেতে চাই, সম্মিলিতভাবে চললে পথ মসৃণ হয় 

আপলোড টাইম : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ডায়াবেটিক সমিতি চত্বরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চলনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহা। সভায় ২০২৪ সালের সম্ভাব্য আয় ৬৬ লাখ ৯৫ হাজার ৭৮৫ টাকা এবং সম্ভাব্য ব্যয় ৫৫ লাখ ৬০ হাজার ১৬০ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। ২০২৩ সালে ডায়াবেটিক সমিতি আয়-ব্যয় বাদে ৯ লাখ ৩৭ হাজার ৬৩২ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

সভায় ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মুন্সি আলমগীর হান্নান ও আজাদ মালিতা, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান, কোষাধ্যক্ষ আলাউদ্দীন হেলা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সেলিম উদ্ধীন খান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, ডা. ফকির মোহাম্মদ ও এএইচএমএম কামাল তুহিন, সমিতির মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতেমা রত্না, আজীবন সদস্যবৃন্দ এবং সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং শোক প্রস্তাবের দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।

সাধারণ সভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ডায়াবেটিক থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে হবে। এ রোগ প্রতিরোধে সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবার দায়িত্ব পালন করতে হবে। দেশে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, আমরা আশঙ্কা করছি। জনগণকে সচেতন করতে হবে। ডায়াবেটিস সম্পর্কে আমরা অনেকে জানি, অনেকে জানি না। বর্তমান ও আগামীর সমাজ ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। স্বাস্থ্য সম্মত ও সুস্থ জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা ক্রমেই অনিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থায় জীবন-যাপন করছি। রাতে খাওয়ার পর হাঁটাহাটি করতে পারি। এই প্র্যাকটিস করেন সফলতা পাবেন। চিকিৎসক যে প্রেসক্রিপশন দিয়েছেন তা পালন করেন। খাবারকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ভালো থাকবেন। আমরা এগিয়ে যেতে চাই। সম্মিলিতভাবে চললে পথটা মসৃণ হয়।

তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আমাদের ল্যাব অত্যন্ত সমৃদ্ধ। প্রশাসনের কর্মকর্তা বলে গেছেন। নিশ্চয় আমরা আমাদের লক্ষে পৌঁছাতে পারবো, আপনারা পাশে থাকেন। অসহায় মানুষের সেবা দিতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডায়াবেটিক সমিতিকে স্মার্ট ডায়াবেটিক সমিতি হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করবো।

উম্মুক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন আজীবন সদস্য বজলুর রহমান, হুমায়ুন কবীর মালিক, অ্যাড. বেলাল হোসেন, সালাউদ্দিন মো. মোর্তুজা, কাজী রফিকুল হক, মফিজুর রহমান মনা ও আসাদুজ্জামান  অংশগ্রহন করেন।