ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে মাদকের গডফাদার ইউপি সদস্য দুধবারী!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাদকের গডফাদার দুধবারীর প্রকাশ্য মাদক বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনায় এলাকায় আলোচনাসমালোচনা শুরু হয়েছে। দুধবারী মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের নুর বকসোর ছেলে নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, দুধবারী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার ভাই সাবেক ইউপি সদস্য ইদবারী মাদক মামলায় আটক হলেও হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, দুধবারীকে চেনে না এলাকায় এমন কেউ নেই। সে এলাকায় মোটরসাইকেলে করে ফেনসিডিল বিক্রি করেন। তার নিকট থেকে জীবননগর শহরসহ আশপাশের অনেক উপজেলার মাদক সেবীরা কালা গ্রামের বিভিন্ন বাঁশ বাগান, আম বাগান, মাদ্রাসার মাঠসহ বিভিন্ন স্থানে মাদকের কেনার জন্য ভিড় জমায়। তারা আরাও অভিযোগ করে, দুধবারী ইউপি সদস্য হওয়ার আগে মাদক বিক্রি করতো। কিন্তু প্রকাশ্য করতো না। তবে ইউপি সদস্য হওয়ার পর থেকে তিনি প্রকাশ্য মাদক বিক্রি করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অজানা কারণে তাকে গ্রেপ্তার করে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য প্রায় তার কাছে আসাযাওয়া করে। কারণে এলাকার মানুষ দুধবারীর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে সাহস পায় না। তবে সম্প্রতি তার মাদক বিক্রির ভিডিও ভাইরাল হওয়ায় এলাকায় আলোচনাসমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।মাদক বিক্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ভিডিওটির বিষয়ে ইউপি সদস্য দুধবারী বলেন, আমি এখন আর মাদকের ব্যবসা করি না। যে ভিডিওর কথা মানুষ বলেছে, এটা অনেক আগের ভিডিও। আমি এখন ভালো হয়ে গেছি। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন খান বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে যদি কেউ জড়িত থাকে, প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিবে। মাদক ব্যবসায়ী বা সেবনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সকলে একত্রিত হতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে মাদকের গডফাদার ইউপি সদস্য দুধবারী!

আপলোড টাইম : ০৯:২৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাদকের গডফাদার দুধবারীর প্রকাশ্য মাদক বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনায় এলাকায় আলোচনাসমালোচনা শুরু হয়েছে। দুধবারী মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের নুর বকসোর ছেলে নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, দুধবারী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার ভাই সাবেক ইউপি সদস্য ইদবারী মাদক মামলায় আটক হলেও হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, দুধবারীকে চেনে না এলাকায় এমন কেউ নেই। সে এলাকায় মোটরসাইকেলে করে ফেনসিডিল বিক্রি করেন। তার নিকট থেকে জীবননগর শহরসহ আশপাশের অনেক উপজেলার মাদক সেবীরা কালা গ্রামের বিভিন্ন বাঁশ বাগান, আম বাগান, মাদ্রাসার মাঠসহ বিভিন্ন স্থানে মাদকের কেনার জন্য ভিড় জমায়। তারা আরাও অভিযোগ করে, দুধবারী ইউপি সদস্য হওয়ার আগে মাদক বিক্রি করতো। কিন্তু প্রকাশ্য করতো না। তবে ইউপি সদস্য হওয়ার পর থেকে তিনি প্রকাশ্য মাদক বিক্রি করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অজানা কারণে তাকে গ্রেপ্তার করে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য প্রায় তার কাছে আসাযাওয়া করে। কারণে এলাকার মানুষ দুধবারীর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে সাহস পায় না। তবে সম্প্রতি তার মাদক বিক্রির ভিডিও ভাইরাল হওয়ায় এলাকায় আলোচনাসমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।মাদক বিক্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ভিডিওটির বিষয়ে ইউপি সদস্য দুধবারী বলেন, আমি এখন আর মাদকের ব্যবসা করি না। যে ভিডিওর কথা মানুষ বলেছে, এটা অনেক আগের ভিডিও। আমি এখন ভালো হয়ে গেছি। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন খান বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে যদি কেউ জড়িত থাকে, প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিবে। মাদক ব্যবসায়ী বা সেবনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সকলে একত্রিত হতে হবে।