ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজে প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে অধ্যক্ষ আজিজুর রহমান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান বলেন, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বাড়ে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা একটি বৃহৎ উৎসবে রূপ নেয়। এর মধ্যদিয়ে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। নতুন নতুন প্রতিভা আমরা খুঁজে বের করতে পারি। তিনি আরও বলেন, ‘প্রতিবছর বহু প্রতিভাবান ছাত্রী চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করছে। আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাংস্কৃতিক অঙ্গনের কৃতী ছাত্রী বাছাই করতে পারি। বিশেষ করে প্রতিযোগিতার সময় আমরা নিজেরাই অবাক হই, কত প্রতিভা আমাদের কলেজে আছে। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হতে হবে, এমন নয়। তোমরা অংশগ্রহণ করেছো কি না, সেটাই বড় বিষয়। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এ আয়োজনকে আরও বেশি উৎসবমুখর এবং প্রাণবন্ত করেছে।’

দর্শন বিভাগের বিভাগীয় সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মামুন অর রশিদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশিদ প্রমুখ। এসময় সরকারি আদর্শ মজিলা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ কলেজের ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে কলেজের ছাত্রীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজে প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে অধ্যক্ষ আজিজুর রহমান

আপলোড টাইম : ১০:১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান বলেন, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বাড়ে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা একটি বৃহৎ উৎসবে রূপ নেয়। এর মধ্যদিয়ে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। নতুন নতুন প্রতিভা আমরা খুঁজে বের করতে পারি। তিনি আরও বলেন, ‘প্রতিবছর বহু প্রতিভাবান ছাত্রী চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করছে। আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাংস্কৃতিক অঙ্গনের কৃতী ছাত্রী বাছাই করতে পারি। বিশেষ করে প্রতিযোগিতার সময় আমরা নিজেরাই অবাক হই, কত প্রতিভা আমাদের কলেজে আছে। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হতে হবে, এমন নয়। তোমরা অংশগ্রহণ করেছো কি না, সেটাই বড় বিষয়। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এ আয়োজনকে আরও বেশি উৎসবমুখর এবং প্রাণবন্ত করেছে।’

দর্শন বিভাগের বিভাগীয় সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মামুন অর রশিদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশিদ প্রমুখ। এসময় সরকারি আদর্শ মজিলা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ কলেজের ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে কলেজের ছাত্রীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন