ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ সুপার কাপ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার  

পুলিশের প্রতিটি সদস্যের মনোবল অটুট রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে 

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের উদ্যোগে ও জেলা পুলিশের আয়োজনে গতকাল বুধবার বিকেল ৪টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পুলিশ লাইন্স ও আলমডাঙ্গা থানা টিম অংশ গ্রহণ করে। ভালো খেলে পুলিশ লাইন্স টিম চ্যাম্পিয়ন হয়। ভলিবল টুর্নামেন্টে পুলিশ লাইন্স টিমের কনস্টেবল আব্দুল আলীম ম্যান অব দ্যা ফাইনাল এবং কনস্টেবল আকতার ম্যান অব দ্য টুর্নামেন্টের কৃতিত্ব অর্জন করেন।

পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। তিনি বলেন, ভালো খেলার পূর্ব শর্ত হলো নিয়মিত অনুশীলন করা। অনুশীলন না করে স্টেজে মারার কথা চিন্তা করলে কোনোদিনও ভালো ফলাফল বয়ে আনবে না। নিয়মিত খেলাধুলা খেললে শরীর মন যেমন ভালো থাকে, তেমনি অন্যান্য যেকোনো কাজে মনোযোগ বাড়ে। তিনি আরও বলেন, সকলের দেশের প্রতি আন্তরিক হতে হবে, দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, দেশের প্রতি আনুগত্য থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের তাকে সার্বিক সহযোগিতা করতে হবে। পুলিশের প্রতিটি সদস্যের মনোবল অটুট রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে। শারীরিক সুস্থতা ধরে রাখতে নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার ভূমিকা অনুলনীয়। 

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার এপিবিএন-১ ঢাকা তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিনান্স) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ (হেডকোয়ার্টার্স ঢাকা) মাশকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।

এসময় আরও উপস্থিত ছিলেন, ডিআইও-১ ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান, সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া, মোটরযান শাখার ইনচার্জ জিয়াদ হাসান, পুলিশ লাইন্সের আরআই আমিনুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পুলিশ সুপার কাপ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার  

পুলিশের প্রতিটি সদস্যের মনোবল অটুট রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে 

আপলোড টাইম : ০৫:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের উদ্যোগে ও জেলা পুলিশের আয়োজনে গতকাল বুধবার বিকেল ৪টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পুলিশ লাইন্স ও আলমডাঙ্গা থানা টিম অংশ গ্রহণ করে। ভালো খেলে পুলিশ লাইন্স টিম চ্যাম্পিয়ন হয়। ভলিবল টুর্নামেন্টে পুলিশ লাইন্স টিমের কনস্টেবল আব্দুল আলীম ম্যান অব দ্যা ফাইনাল এবং কনস্টেবল আকতার ম্যান অব দ্য টুর্নামেন্টের কৃতিত্ব অর্জন করেন।

পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। তিনি বলেন, ভালো খেলার পূর্ব শর্ত হলো নিয়মিত অনুশীলন করা। অনুশীলন না করে স্টেজে মারার কথা চিন্তা করলে কোনোদিনও ভালো ফলাফল বয়ে আনবে না। নিয়মিত খেলাধুলা খেললে শরীর মন যেমন ভালো থাকে, তেমনি অন্যান্য যেকোনো কাজে মনোযোগ বাড়ে। তিনি আরও বলেন, সকলের দেশের প্রতি আন্তরিক হতে হবে, দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, দেশের প্রতি আনুগত্য থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের তাকে সার্বিক সহযোগিতা করতে হবে। পুলিশের প্রতিটি সদস্যের মনোবল অটুট রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে। শারীরিক সুস্থতা ধরে রাখতে নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার ভূমিকা অনুলনীয়। 

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার এপিবিএন-১ ঢাকা তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিনান্স) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ (হেডকোয়ার্টার্স ঢাকা) মাশকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।

এসময় আরও উপস্থিত ছিলেন, ডিআইও-১ ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান, সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া, মোটরযান শাখার ইনচার্জ জিয়াদ হাসান, পুলিশ লাইন্সের আরআই আমিনুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।