ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাতৃভাষা দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের সাথে আলোচনা সভায় দিলীপ কুমার আগরওয়ালা

জননেত্রী শেখ হাসিনার কারণে আজ বাংলা ভাষাভাষীরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারী উদ্যোক্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃতি ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সিনেমা হল চত্বরে রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন দিলীপ কুমার আগরওয়ালা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। তাই আমরা বাবাকে বাবা ডাকতে চাই, মাকে মা ডাকতে চাই। মম-ড্যাড ডাকতে চাই। যেমন বলি, আমার পণ্য আমার অহংকার। তেমনি আমার ভাষা আমার অহংকার। এই ভাষা আন্দোলনের মাধ্যমে মূলত আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। ভাষা আন্দোলন আমাদের বাঙালিদের শিখিয়েছিল আমরা সবকিছু পারি।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে এই ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সেটা ব্যক্তি উদ্যোগে হোক, কিংবা রাষ্ট্রীয়ভাবে হোক। আমি নিজেও আমার মায়ের প্রতিষ্ঠিত তারা দেবী ফাউন্ডেশনের মাধ্যমে বাংলা ভাষার সঠিক চর্চায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজ করছি। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত পনেরো বছর মাতৃভাষার উন্নয়নে ও এর সঠিক চর্চা সব ক্ষেত্রেই বাড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ বাংলা ভাষাভাষীরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে।

সবশেষে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমি চুয়াডাঙ্গার সন্তান। তাই এ জেলার উন্নয়নে ও জেলাকে প্রযুক্তিগতসহ সব ক্ষেত্রে এগিয়ে নিতে কাজ করছি এবং যতদিন বাঁচবো করে যাবো। এছাড়া নারীদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে নারী উদ্দোক্তাদের সাথে কাজ করছি। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছি এবং অনেক কর্মসূচি চলমান।

অনুষ্ঠানে জাহানারা খাতুন টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে ৬ শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর কবির শিপলু। উল্লেখ্য, দিলীপ কুমার আগরওয়ালা ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন। এরমধ্যে একুশের প্রথম প্রহরেই চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারে নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এই কর্মসূচির অংশ হিসেবে এতিম বাচ্চাদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

অন্যদিকে, চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ও পথশিশুদের বিদ্যালয়ের নতুন কার্যালয় উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ড পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যালয় উদ্বোধন করেন তিনি। এসময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদ, কৃষকলীগ নেতা আরিফুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মাতৃভাষা দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের সাথে আলোচনা সভায় দিলীপ কুমার আগরওয়ালা

জননেত্রী শেখ হাসিনার কারণে আজ বাংলা ভাষাভাষীরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে

আপলোড টাইম : ০৫:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারী উদ্যোক্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃতি ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সিনেমা হল চত্বরে রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন দিলীপ কুমার আগরওয়ালা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। তাই আমরা বাবাকে বাবা ডাকতে চাই, মাকে মা ডাকতে চাই। মম-ড্যাড ডাকতে চাই। যেমন বলি, আমার পণ্য আমার অহংকার। তেমনি আমার ভাষা আমার অহংকার। এই ভাষা আন্দোলনের মাধ্যমে মূলত আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। ভাষা আন্দোলন আমাদের বাঙালিদের শিখিয়েছিল আমরা সবকিছু পারি।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে এই ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সেটা ব্যক্তি উদ্যোগে হোক, কিংবা রাষ্ট্রীয়ভাবে হোক। আমি নিজেও আমার মায়ের প্রতিষ্ঠিত তারা দেবী ফাউন্ডেশনের মাধ্যমে বাংলা ভাষার সঠিক চর্চায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজ করছি। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত পনেরো বছর মাতৃভাষার উন্নয়নে ও এর সঠিক চর্চা সব ক্ষেত্রেই বাড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ বাংলা ভাষাভাষীরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে।

সবশেষে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমি চুয়াডাঙ্গার সন্তান। তাই এ জেলার উন্নয়নে ও জেলাকে প্রযুক্তিগতসহ সব ক্ষেত্রে এগিয়ে নিতে কাজ করছি এবং যতদিন বাঁচবো করে যাবো। এছাড়া নারীদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে নারী উদ্দোক্তাদের সাথে কাজ করছি। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছি এবং অনেক কর্মসূচি চলমান।

অনুষ্ঠানে জাহানারা খাতুন টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে ৬ শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর কবির শিপলু। উল্লেখ্য, দিলীপ কুমার আগরওয়ালা ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন। এরমধ্যে একুশের প্রথম প্রহরেই চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারে নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এই কর্মসূচির অংশ হিসেবে এতিম বাচ্চাদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

অন্যদিকে, চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ও পথশিশুদের বিদ্যালয়ের নতুন কার্যালয় উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ড পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যালয় উদ্বোধন করেন তিনি। এসময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদ, কৃষকলীগ নেতা আরিফুল প্রমুখ উপস্থিত ছিলেন।