ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে গতকাল সোমবার বেলা ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটি ভাষার মাস। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা কলছি, গভীর শ্রদ্ধায় সেই ভাষা শহীদদের স্মরণ করছি। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, আপনাদের নিরলস প্রচেষ্টায় প্রাণবন্ত একটি অনুষ্ঠান উপহার দিতে পেরেছেন। আপনাদের পরিবেশনা আমার খুব ভালো লেগেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সকল শিশুর জন্য প্রাণভরে দোয়া করছি। তোমাদের নৈতিক গুণাবলি ধারণ করতে হবে। তোমরা আলোকিত মানুষ হয়ে এই পৃথিবীতে দৃপ্তময়ী আলো ছড়াও। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, মা-বাবারা সন্তানকে সময় দেবেন। সন্তানরা তাহলে গুরুজনদের, নারীদের সম্মান করতে শিখবে। উপযুক্ত পরিবেশে শিক্ষক যখন পাঠদান করাবে, শিক্ষার্থী যখন গ্রহণ করবে সেটি দারুণ হবে। মন যদি ভালো থাকে, শরীরও ভালো। শরীর ভালো থাকলে সব ভালো।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক খন্দকার নুসরাত জাহান করবী এবং নবম শ্রেণির দুই শিক্ষার্থী সাকিব হাসান তুষার ও সাবিবা বিনতে করিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া, অভিভাবক প্রতিনিধি আব্দুস সালাম, ইকতার হোসেন, মুসলিমা আক্তার হীরা।
এদিকে, আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৯:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে গতকাল সোমবার বেলা ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটি ভাষার মাস। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা কলছি, গভীর শ্রদ্ধায় সেই ভাষা শহীদদের স্মরণ করছি। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, আপনাদের নিরলস প্রচেষ্টায় প্রাণবন্ত একটি অনুষ্ঠান উপহার দিতে পেরেছেন। আপনাদের পরিবেশনা আমার খুব ভালো লেগেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সকল শিশুর জন্য প্রাণভরে দোয়া করছি। তোমাদের নৈতিক গুণাবলি ধারণ করতে হবে। তোমরা আলোকিত মানুষ হয়ে এই পৃথিবীতে দৃপ্তময়ী আলো ছড়াও। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, মা-বাবারা সন্তানকে সময় দেবেন। সন্তানরা তাহলে গুরুজনদের, নারীদের সম্মান করতে শিখবে। উপযুক্ত পরিবেশে শিক্ষক যখন পাঠদান করাবে, শিক্ষার্থী যখন গ্রহণ করবে সেটি দারুণ হবে। মন যদি ভালো থাকে, শরীরও ভালো। শরীর ভালো থাকলে সব ভালো।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক খন্দকার নুসরাত জাহান করবী এবং নবম শ্রেণির দুই শিক্ষার্থী সাকিব হাসান তুষার ও সাবিবা বিনতে করিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া, অভিভাবক প্রতিনিধি আব্দুস সালাম, ইকতার হোসেন, মুসলিমা আক্তার হীরা।
এদিকে, আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।