ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত; স্বামী-ছেলে আহত

আলমসাধু ও মোটরসাইকেল সংঘর্ষে আরও এক যুবকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনজিরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার স্বামী ভ্যান চালক হামিদুল ইসলাম (৪১) ও ছেলে আশরাফুল ইসলাম (৮) গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের কালিদাসপুর ব্রিজ মোড় এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। তারা মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাক চালক আক্তারুজ্জামান দর্শনার পুরাতন বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যানে স্ত্রী ও ছেলেকে নিয়ে এক বাড়িতে দুধ বিক্রি করতে যান হামিদুল ইসলাম। সেখান থেকে ফেরার পথে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে উঠতেই বালু বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় সড়কের ওপর ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন গৃহবধূ আনজিরা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় তার স্বামী হামিদুল ও ছেলে আশরাফুল। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে গৃহবধূর লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ কুমার জানান, ট্রাকের চাকায় এক গৃহবধূ নিহত হয়েছে। তার স্বামী ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
এদিকে, আলমডাঙ্গার ডম্বলপুরে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিটন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে ডম্বলপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা ফারুক হোসেন (৩২) নামের আরেকজন আহত হয়েছেন। লিটন উপজেলার রেল জগন্নাথপুরে গ্রামের ইসমাইল হেসেনের ছেলে আর ফারুক হোসেন শ্রীরামপুর গ্রামের কপাট ব্রিজ এলাকার আলী হোসেনের ছেলে।
ডম্বলপুর গ্রামের পল্লি চিকিৎসক মামুন অর রশীদ জানান, পাটিকা বাড়ি থেকে লিটন মোটরসাইকেলের ফারুককে নিয়ে যাচ্ছিল। তারা ডম্বলপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন জখম হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তার সাথে থাকা ফারুককে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত; স্বামী-ছেলে আহত

আলমসাধু ও মোটরসাইকেল সংঘর্ষে আরও এক যুবকের মৃত্যু

আপলোড টাইম : ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনজিরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার স্বামী ভ্যান চালক হামিদুল ইসলাম (৪১) ও ছেলে আশরাফুল ইসলাম (৮) গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের কালিদাসপুর ব্রিজ মোড় এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। তারা মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাক চালক আক্তারুজ্জামান দর্শনার পুরাতন বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যানে স্ত্রী ও ছেলেকে নিয়ে এক বাড়িতে দুধ বিক্রি করতে যান হামিদুল ইসলাম। সেখান থেকে ফেরার পথে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে উঠতেই বালু বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় সড়কের ওপর ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন গৃহবধূ আনজিরা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় তার স্বামী হামিদুল ও ছেলে আশরাফুল। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে গৃহবধূর লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ কুমার জানান, ট্রাকের চাকায় এক গৃহবধূ নিহত হয়েছে। তার স্বামী ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
এদিকে, আলমডাঙ্গার ডম্বলপুরে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিটন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে ডম্বলপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা ফারুক হোসেন (৩২) নামের আরেকজন আহত হয়েছেন। লিটন উপজেলার রেল জগন্নাথপুরে গ্রামের ইসমাইল হেসেনের ছেলে আর ফারুক হোসেন শ্রীরামপুর গ্রামের কপাট ব্রিজ এলাকার আলী হোসেনের ছেলে।
ডম্বলপুর গ্রামের পল্লি চিকিৎসক মামুন অর রশীদ জানান, পাটিকা বাড়ি থেকে লিটন মোটরসাইকেলের ফারুককে নিয়ে যাচ্ছিল। তারা ডম্বলপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন জখম হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তার সাথে থাকা ফারুককে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।