ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কনস্টেবল নিয়োগ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসপি ফয়জুর রহমান

নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২৬ বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ২৮ জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হবে। এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমার।

পুলিশ সুপার ফয়জুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় ২৪ জন পুরুষ এবং ৪ জন নারী কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার মধ্যদিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। সরকার নির্ধারিত ১২০ টাকা আবেদন পত্রের সাথে পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। এরপর ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে সকল আবেদনকারীর কাগজপত্র যাচাই-বাছাই এবং ২২ ফেব্রুয়ারি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে প্রার্থীর শারীরিক ফিটনেস প্রমাণ সাপেক্ষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

এসময় তিনি জেলাবাসীর সচেতন করতে জোর দিয়ে বলেন, যার চাকরি হবে তার মাত্র ১২০ টাকার বিনিময়েই চাকরি হবে। এখানে অন্যথা করার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে কোনো তদবির বা সুপারিশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ সুপার আরও বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন দালাল ও প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা পুলিশের নাম ভাঙিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। আমরা ইতিমধ্যে এমন কিছু বার্তা পেয়েছি। এসব ব্যাপারগুলো আমরা জোর দিয়ে দেখছি। এবার এমন কোন প্রতারনার সুযোগ নেই। খবর পাওয়া মাত্রই ওই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, ডিআই-১ আবু জিহাদ ফকরুল আলম খান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দি ইন্ডিপেন্ডেন্টের জেলা প্রতিনিধি এমএম আলাউদ্দীন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অ্যাড. মানিক আকবর, জিটিভির প্রতিনিধি রিফাত রহমান, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, এসএ টিভি প্রতিনিধি বিপুল আশরাফ, দৈনিক আজকালের খবরের চিত্ত রঞ্জন সাহা চিতু, ডিবিসি নিউজের কামরুজ্জামান সেলিম, যমুনা টিভির প্রতিনিধি জিসান আহমেদ, সাংবাদিক ও কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, দৈনিক সময়ের কাগজের শামিম রেজা, আর টিভির জহির রায়হান, নাগরিক টিভির হুসাইন মালিক, দেশ টিভির খাইরুজ্জামান সেতু, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, ঢাকা টাইমসের আহসান আলম, ঢাকা মেইলের মিজানুল হক প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কনস্টেবল নিয়োগ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসপি ফয়জুর রহমান

নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে

আপলোড টাইম : ০৯:২২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪


নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ২৮ জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হবে। এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমার।

পুলিশ সুপার ফয়জুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় ২৪ জন পুরুষ এবং ৪ জন নারী কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার মধ্যদিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। সরকার নির্ধারিত ১২০ টাকা আবেদন পত্রের সাথে পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। এরপর ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে সকল আবেদনকারীর কাগজপত্র যাচাই-বাছাই এবং ২২ ফেব্রুয়ারি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে প্রার্থীর শারীরিক ফিটনেস প্রমাণ সাপেক্ষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

এসময় তিনি জেলাবাসীর সচেতন করতে জোর দিয়ে বলেন, যার চাকরি হবে তার মাত্র ১২০ টাকার বিনিময়েই চাকরি হবে। এখানে অন্যথা করার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে কোনো তদবির বা সুপারিশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ সুপার আরও বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন দালাল ও প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা পুলিশের নাম ভাঙিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। আমরা ইতিমধ্যে এমন কিছু বার্তা পেয়েছি। এসব ব্যাপারগুলো আমরা জোর দিয়ে দেখছি। এবার এমন কোন প্রতারনার সুযোগ নেই। খবর পাওয়া মাত্রই ওই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, ডিআই-১ আবু জিহাদ ফকরুল আলম খান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দি ইন্ডিপেন্ডেন্টের জেলা প্রতিনিধি এমএম আলাউদ্দীন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অ্যাড. মানিক আকবর, জিটিভির প্রতিনিধি রিফাত রহমান, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, এসএ টিভি প্রতিনিধি বিপুল আশরাফ, দৈনিক আজকালের খবরের চিত্ত রঞ্জন সাহা চিতু, ডিবিসি নিউজের কামরুজ্জামান সেলিম, যমুনা টিভির প্রতিনিধি জিসান আহমেদ, সাংবাদিক ও কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, দৈনিক সময়ের কাগজের শামিম রেজা, আর টিভির জহির রায়হান, নাগরিক টিভির হুসাইন মালিক, দেশ টিভির খাইরুজ্জামান সেতু, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, ঢাকা টাইমসের আহসান আলম, ঢাকা মেইলের মিজানুল হক প্রমুখ।