ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় পিকনিকের বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদায় পিকনিকের বাসের ধাক্কায় মফিজ মিয়া (৬২) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের তালসারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মফিজ মিয়া উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। এদিকে দুর্ঘটনার বাসটির চালক ও হেল্পার পালিয়ে যান।

     প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে মফিজ মিয়া নিজ মোটরসাইকেলযোগে চন্দ্রবাস থেকে আট কবরের দিকে যাচ্ছিলেন। তিনি তালসারি মোড়ে পৌঁছালে একটি দ্রুতগতির পিকনিকের বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে বাসটি দ্রুত মুজিবনগরের দিকে চলে যায়। পরে স্থানীয় লোকজন জখম অবস্থায় মফিজ মিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, বেলা ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় জখম এক বৃদ্ধকে জরুরি বিভাগে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা জামাল জয়া পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত হয়েছিল। অভিযোগ না থাকায় থানা-পুলিশ লাশ ময়নাতদন্ত ছাড়ায় হস্তান্তর করেছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, সিলেট-জ-১১-০৭২৯ রেজিস্ট্রেশনের সাতক্ষীরা ডিলাক্স বাসটি সাতক্ষীরা থেকে মুজিবনগরে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই বাসটির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। মেহেরপুরের মুজিবনগর থানা-পুলিশের সহযোগিতায় পিকনিকের বাসটি আটক করা হয়েছে। কাগজপত্র ঠিক থাকলে বাসটি হস্তান্তর হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় পিকনিকের বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

আপলোড টাইম : ০৪:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদায় পিকনিকের বাসের ধাক্কায় মফিজ মিয়া (৬২) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের তালসারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মফিজ মিয়া উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। এদিকে দুর্ঘটনার বাসটির চালক ও হেল্পার পালিয়ে যান।

     প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে মফিজ মিয়া নিজ মোটরসাইকেলযোগে চন্দ্রবাস থেকে আট কবরের দিকে যাচ্ছিলেন। তিনি তালসারি মোড়ে পৌঁছালে একটি দ্রুতগতির পিকনিকের বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে বাসটি দ্রুত মুজিবনগরের দিকে চলে যায়। পরে স্থানীয় লোকজন জখম অবস্থায় মফিজ মিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, বেলা ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় জখম এক বৃদ্ধকে জরুরি বিভাগে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা জামাল জয়া পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত হয়েছিল। অভিযোগ না থাকায় থানা-পুলিশ লাশ ময়নাতদন্ত ছাড়ায় হস্তান্তর করেছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, সিলেট-জ-১১-০৭২৯ রেজিস্ট্রেশনের সাতক্ষীরা ডিলাক্স বাসটি সাতক্ষীরা থেকে মুজিবনগরে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই বাসটির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। মেহেরপুরের মুজিবনগর থানা-পুলিশের সহযোগিতায় পিকনিকের বাসটি আটক করা হয়েছে। কাগজপত্র ঠিক থাকলে বাসটি হস্তান্তর হবে।