ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্কুল-মাদ্রাসায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীনদের বরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দামুড়হুদার কুড়ুলগাছি ও মেহেরপুরের গাংনীসহ তিন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীনদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গার মাধবপুর মডেল স্কুল, কুড়ুলগাছি দাখিল মাদ্রাসা ও গাংনী উপজেলার হোগলবাড়ীয়া-মোহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গার মাধবপুর মডেল স্কুলের নবীন শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ। প্রধান অতিথি ছিলেন ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম।
তিনি বলেন, আলমডাঙ্গা মাধবপুর মডেল স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে তাদের সুনাম অক্ষুণ্ন রেখেছে। প্রতিবছর আলমডাঙ্গা উপজেলায় ফলাফলের দিক থেকে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য সকলেই প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। ফেব্রুয়ারি ভাষার মাস, এই মাসে আমাদের শপথ নিতে হবে দেশকে এগিয়ে নিতে সকলে একত্রে কাজ করব। মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ন রাখব।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কবি আসিফ জাহান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, গল্পকার পিণ্টু রহমান, কবি গোলাম রহমান চৌধুরী ও প্রতিষ্ঠাতা সদস্য সরোয়ার হোসেন। সহকারী প্রধান শিক্ষক অমল কুমার শর্মার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হাসিবুল ইসলাম, বিলকিস আরা, নুরুল ইসলাম, সহকারী শিক্ষক ইমরান আলী, নার্গিস খাতুন, মাহবুবা খাতুন, হেলাল উদ্দিন, আক্তারুজ্জামন, আব্দুর রশিদ, টিক্কা খান, নজরুর ইসলাম, আব্দুস সালাম, বিউটি খাতুন, সাদ আহমেদ প্রমুখ। পরে মেহেরপুর জেলা দায়রা জর্জের মা রত্ন গর্ভা মা নুরজাহান বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরপর পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

কুড়ুলগাছি:
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার আয়োজনে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপারিন্টেনডেন্ট মাওলানা আব্দুস সামাদ আজাদ, সহকারী সুপারিন্টেনডেন্ট আ. রহিম। এছাড়া অনুষ্ঠানে সহকারী শিক্ষক মাওলানা আবুবকর সিদ্দিক, শফিকুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুস সালাম, মাওলানা শাহাজাহান সিরাজী ও সহকারী শিক্ষিকা আফরোজা খাতুনসহ মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক নওশাদ আলী।

গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া-মোহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নবীন-বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এসময় বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী ও মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিরা আসন গ্রহণ করেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের বিদায় বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নবীন বরণ, বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্কুল-মাদ্রাসায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীনদের বরণ

আপলোড টাইম : ১০:১৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দামুড়হুদার কুড়ুলগাছি ও মেহেরপুরের গাংনীসহ তিন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীনদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গার মাধবপুর মডেল স্কুল, কুড়ুলগাছি দাখিল মাদ্রাসা ও গাংনী উপজেলার হোগলবাড়ীয়া-মোহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গার মাধবপুর মডেল স্কুলের নবীন শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ। প্রধান অতিথি ছিলেন ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম।
তিনি বলেন, আলমডাঙ্গা মাধবপুর মডেল স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে তাদের সুনাম অক্ষুণ্ন রেখেছে। প্রতিবছর আলমডাঙ্গা উপজেলায় ফলাফলের দিক থেকে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য সকলেই প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। ফেব্রুয়ারি ভাষার মাস, এই মাসে আমাদের শপথ নিতে হবে দেশকে এগিয়ে নিতে সকলে একত্রে কাজ করব। মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ন রাখব।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কবি আসিফ জাহান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, গল্পকার পিণ্টু রহমান, কবি গোলাম রহমান চৌধুরী ও প্রতিষ্ঠাতা সদস্য সরোয়ার হোসেন। সহকারী প্রধান শিক্ষক অমল কুমার শর্মার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হাসিবুল ইসলাম, বিলকিস আরা, নুরুল ইসলাম, সহকারী শিক্ষক ইমরান আলী, নার্গিস খাতুন, মাহবুবা খাতুন, হেলাল উদ্দিন, আক্তারুজ্জামন, আব্দুর রশিদ, টিক্কা খান, নজরুর ইসলাম, আব্দুস সালাম, বিউটি খাতুন, সাদ আহমেদ প্রমুখ। পরে মেহেরপুর জেলা দায়রা জর্জের মা রত্ন গর্ভা মা নুরজাহান বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরপর পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

কুড়ুলগাছি:
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার আয়োজনে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপারিন্টেনডেন্ট মাওলানা আব্দুস সামাদ আজাদ, সহকারী সুপারিন্টেনডেন্ট আ. রহিম। এছাড়া অনুষ্ঠানে সহকারী শিক্ষক মাওলানা আবুবকর সিদ্দিক, শফিকুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুস সালাম, মাওলানা শাহাজাহান সিরাজী ও সহকারী শিক্ষিকা আফরোজা খাতুনসহ মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক নওশাদ আলী।

গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া-মোহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নবীন-বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এসময় বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী ও মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিরা আসন গ্রহণ করেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের বিদায় বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নবীন বরণ, বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয়।