ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় চেক ডিজঅনার মামলায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় চেক ডিজঅনার মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলু উপজেলার খাদিমপুর গ্রামের মৃত আনিসুজ্জামান জোয়ার্দ্দারের ছেলে। তিনি খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক।

জানা গেছে, বাবলু বেশ কয়েক বছর আগে গ্রামের এক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে চেক প্রদান করেন। ওই ব্যক্তি ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তার চেক ডিজঅনার করেন। এ ঘটনায় তিনি মামলা করেন। চেক ডিজঅনার মামলায় আদালত হাফিজুর রহমান বাবলুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই হাফিজুর রহমান পলাতক ছিলেন।

হাফিজুর রহমান বাবলুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার (ওসি) শেখ গণি মিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় চেক ডিজঅনার মামলায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় চেক ডিজঅনার মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলু উপজেলার খাদিমপুর গ্রামের মৃত আনিসুজ্জামান জোয়ার্দ্দারের ছেলে। তিনি খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক।

জানা গেছে, বাবলু বেশ কয়েক বছর আগে গ্রামের এক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে চেক প্রদান করেন। ওই ব্যক্তি ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তার চেক ডিজঅনার করেন। এ ঘটনায় তিনি মামলা করেন। চেক ডিজঅনার মামলায় আদালত হাফিজুর রহমান বাবলুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই হাফিজুর রহমান পলাতক ছিলেন।

হাফিজুর রহমান বাবলুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার (ওসি) শেখ গণি মিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।