ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

আরবি পড়ে বাড়ি ফেরা হলো না তানিশার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রদিবেদক:
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় তানিশা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গায় পৌর শহরের সিঅ্যান্ডবি মাঠপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত তনিশা খাতুন সিঅ্যান্ড মাঠপাড়ার জীবন হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায়ও আরবি পড়া শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল তানিশা। বাড়ির সামনে এসে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দেয়। এসময় তনিশা রাস্তার ওপর পড়লে ইজিবাইকের একটি চাকা তার পেটের ওপর দিয়ে অতিক্রম হয়। এসময় চিৎকার শুনে স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, জরুরি বিভাগে শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘সিঅ্যান্ডবি মাঠপাড়ায় ইজিবাইকের ধাক্কায় এক তানিশা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

আরবি পড়ে বাড়ি ফেরা হলো না তানিশার

আপলোড টাইম : ০৮:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রদিবেদক:
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় তানিশা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গায় পৌর শহরের সিঅ্যান্ডবি মাঠপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত তনিশা খাতুন সিঅ্যান্ড মাঠপাড়ার জীবন হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায়ও আরবি পড়া শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল তানিশা। বাড়ির সামনে এসে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দেয়। এসময় তনিশা রাস্তার ওপর পড়লে ইজিবাইকের একটি চাকা তার পেটের ওপর দিয়ে অতিক্রম হয়। এসময় চিৎকার শুনে স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, জরুরি বিভাগে শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘সিঅ্যান্ডবি মাঠপাড়ায় ইজিবাইকের ধাক্কায় এক তানিশা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।