ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কেরু চিনিকলের আখ মাড়াই বন্ধ উপলক্ষে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া ও কর্মী সমাবেশ

চিনি শিল্পের একমাত্র কাঁচামাল আখ চাষ বৃদ্ধি করার আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
কেরু চিনিকলের আখ মাড়াই বন্ধ উপলক্ষে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কেরুজ চিনিকল চত্বরে ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ ও সাবেক সভাপতি তৈয়ব সংগঠনের পৃথক উদ্যোগে দোয়া ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় মাসুদ সংগঠনের উদ্যোগে দোয়া ও কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাহেব আলী শিকদার। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মাসুদ সংগঠনের কর্ণধর মাসুদুর রহমান মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খবির উদ্দিন বিশ্বাস, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, পরিবহন বিভাগের সদস্য শরিফুল ইসলাম, গিয়াস উদ্দিন, সিডিএ এএসএম কবির, সিডিএ মওলা বক্স ও সিডিএ মাহবুল ইসলাম।

বক্তারা বলেন, এ অঞ্চলের একমাত্র ভারী চিনিশিল্প প্রতিষ্ঠান কেরুজ চিনিকল। এখানে যারা উপস্থিত রয়েছেন, তারা সকলেই মাসুদ সংগঠনের কর্ণধর কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ সংগঠনের সাথে জড়িত। আমাদের নেতা মাসুদুর রহমান মাসুদ ভাইয়ের চাকরি জীবনে রাজনীতির দীর্ঘ ৯ বারের কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কেরুজ শ্রমিক-কর্মচারীদের সেবা প্রাদান করেছেন। যেহেতু চলতি বছরের নভেমস্বর মাসে তার চাকরির মেয়াদ শেষ হবে, কেরুজ শ্রমিক রাজনীতিতে তিনি অংশ নেবেন না। তাই আমাদের সকলের দাবি, তার সন্তান সৌমিক হাসান রূপমকে আগামী নির্বাচনে সাধারণ সম্পপাদক পদে প্রার্থী করা হোক।

কেরুজ শ্রমিক-কর্মচারীদের এমন বক্তব্যে মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘এমন আশা আমারও রয়েছে। আমি আগামী নির্বাচনে আমার ছেলেকে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী করব।’ এছাড়াও শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সুগার মিলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুুর রহমান, কামরুজ্জামান মিথুন, শ্যামপুর মিলের সাবেক সাধারণ সম্পাদক বুলু আমিন, পাবনা সুগার মিলের মনজুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইক্ষু বিভাগের এলসিসি শাহ আলম।

অপরদিকে, গতকাল বিকেল সাড়ে চারটায় কেরুজ সূর্যসেনা শ্রমজীবী সংগঠন প্রাঙ্গণে তৈয়ব সংগঠন কার্যালয়ে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। কেরুজ পরিবহন বিভাগের সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে আলোচনা করেন সংগঠনের কর্ণধর কেরুজ শ্রমিক-কর্মমচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী।

তিনি বলেন, ‘এশিয়া মহাদেশের দ্বিতীয় ও দেশের প্রথম ঐতিহ্যবাহী এই দর্শনা কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লি.। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এ প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে সঠিক ও যোগ্য নেতৃত্বের ব্যাপক ভূমিকা রয়েছে। আমি পরপর তিনবার নির্বাচিত হয়ে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দায়িত্ব পালন করেছি। আগামী ২০২৫ সালের নির্বাচনে আমি সভাপতি পদে অংশগ্রহণ করব। আশা রাখি, আগামী শ্রমিক-কর্মচারী নির্বাচনে তাদের মূল্যবান ভোট দিয়ে সেই সঠিক নেতৃত্বকে খুঁজে নেবে। তাছাড়া আমি পরপর তিনবার নির্বাচিত হওয়ায় সুবিধা বঞ্চিত শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সুবিধাগুলো ফিরিয়ে দেয়ায় আমার প্রতি অনুপ্রাণিত হয়ে আবারো আমাকে ক্ষমতার আসনে বসাবে। পরিশেষে সকলের উদ্দেশ্যে আমার অনুরোধ, এ শিল্পের চিনি উৎপাদনের একমাত্র কাঁচামাল হচ্ছে আখ। আমরা যারা এ মিলের সাথে জড়িত সকলে আখ চাষ করি এবং এ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখি।’

সংগঠনের কর্মী মনিরুল ইসলাম ঝণ্টুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেরুজ সূর্যসেনা শ্রমজীবী সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত হাফিজুল ইসলাম, নুরুল ইসলাম সুরুজ, ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, আব্বাস আলী, সাইফুদ্দিন সুমন প্রমুখ। আলোচনা শেষে কেরুজ চিনিশিল্প প্রতিষ্ঠানকে লাভজনকে পরিণত হওয়া সহ সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া করেন মাওলানা মুফতি রফিকুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কেরু চিনিকলের আখ মাড়াই বন্ধ উপলক্ষে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া ও কর্মী সমাবেশ

চিনি শিল্পের একমাত্র কাঁচামাল আখ চাষ বৃদ্ধি করার আহ্বান

আপলোড টাইম : ১০:০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

দর্শনা অফিস:
কেরু চিনিকলের আখ মাড়াই বন্ধ উপলক্ষে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কেরুজ চিনিকল চত্বরে ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ ও সাবেক সভাপতি তৈয়ব সংগঠনের পৃথক উদ্যোগে দোয়া ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় মাসুদ সংগঠনের উদ্যোগে দোয়া ও কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাহেব আলী শিকদার। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মাসুদ সংগঠনের কর্ণধর মাসুদুর রহমান মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খবির উদ্দিন বিশ্বাস, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, পরিবহন বিভাগের সদস্য শরিফুল ইসলাম, গিয়াস উদ্দিন, সিডিএ এএসএম কবির, সিডিএ মওলা বক্স ও সিডিএ মাহবুল ইসলাম।

বক্তারা বলেন, এ অঞ্চলের একমাত্র ভারী চিনিশিল্প প্রতিষ্ঠান কেরুজ চিনিকল। এখানে যারা উপস্থিত রয়েছেন, তারা সকলেই মাসুদ সংগঠনের কর্ণধর কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ সংগঠনের সাথে জড়িত। আমাদের নেতা মাসুদুর রহমান মাসুদ ভাইয়ের চাকরি জীবনে রাজনীতির দীর্ঘ ৯ বারের কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কেরুজ শ্রমিক-কর্মচারীদের সেবা প্রাদান করেছেন। যেহেতু চলতি বছরের নভেমস্বর মাসে তার চাকরির মেয়াদ শেষ হবে, কেরুজ শ্রমিক রাজনীতিতে তিনি অংশ নেবেন না। তাই আমাদের সকলের দাবি, তার সন্তান সৌমিক হাসান রূপমকে আগামী নির্বাচনে সাধারণ সম্পপাদক পদে প্রার্থী করা হোক।

কেরুজ শ্রমিক-কর্মচারীদের এমন বক্তব্যে মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘এমন আশা আমারও রয়েছে। আমি আগামী নির্বাচনে আমার ছেলেকে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী করব।’ এছাড়াও শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সুগার মিলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুুর রহমান, কামরুজ্জামান মিথুন, শ্যামপুর মিলের সাবেক সাধারণ সম্পাদক বুলু আমিন, পাবনা সুগার মিলের মনজুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইক্ষু বিভাগের এলসিসি শাহ আলম।

অপরদিকে, গতকাল বিকেল সাড়ে চারটায় কেরুজ সূর্যসেনা শ্রমজীবী সংগঠন প্রাঙ্গণে তৈয়ব সংগঠন কার্যালয়ে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। কেরুজ পরিবহন বিভাগের সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে আলোচনা করেন সংগঠনের কর্ণধর কেরুজ শ্রমিক-কর্মমচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী।

তিনি বলেন, ‘এশিয়া মহাদেশের দ্বিতীয় ও দেশের প্রথম ঐতিহ্যবাহী এই দর্শনা কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লি.। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এ প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে সঠিক ও যোগ্য নেতৃত্বের ব্যাপক ভূমিকা রয়েছে। আমি পরপর তিনবার নির্বাচিত হয়ে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দায়িত্ব পালন করেছি। আগামী ২০২৫ সালের নির্বাচনে আমি সভাপতি পদে অংশগ্রহণ করব। আশা রাখি, আগামী শ্রমিক-কর্মচারী নির্বাচনে তাদের মূল্যবান ভোট দিয়ে সেই সঠিক নেতৃত্বকে খুঁজে নেবে। তাছাড়া আমি পরপর তিনবার নির্বাচিত হওয়ায় সুবিধা বঞ্চিত শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সুবিধাগুলো ফিরিয়ে দেয়ায় আমার প্রতি অনুপ্রাণিত হয়ে আবারো আমাকে ক্ষমতার আসনে বসাবে। পরিশেষে সকলের উদ্দেশ্যে আমার অনুরোধ, এ শিল্পের চিনি উৎপাদনের একমাত্র কাঁচামাল হচ্ছে আখ। আমরা যারা এ মিলের সাথে জড়িত সকলে আখ চাষ করি এবং এ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখি।’

সংগঠনের কর্মী মনিরুল ইসলাম ঝণ্টুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেরুজ সূর্যসেনা শ্রমজীবী সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত হাফিজুল ইসলাম, নুরুল ইসলাম সুরুজ, ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, আব্বাস আলী, সাইফুদ্দিন সুমন প্রমুখ। আলোচনা শেষে কেরুজ চিনিশিল্প প্রতিষ্ঠানকে লাভজনকে পরিণত হওয়া সহ সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া করেন মাওলানা মুফতি রফিকুল ইসলাম।