ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে শিয়ালের ফাঁদে ধরা পড়ল বাঘ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / ৫০ বার পড়া হয়েছে


গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে শিয়াল ধরার ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়েছে। ওই বাঘের থাবায় কসবা গ্রামের শিমুল নামের একজন আহত হয়েছেন। গত সোমবার রাতে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের খড়ের মাঠে সাবেক ইউপি সদস্য লিলু মিয়ার হাঁসের খামারে ধরা পড়ে বাঘটি। খামারের মালিক ও সাবেক মেম্বার লিলু বলেন, বেশ কিছুদিন যাবত খামার থেকে হাঁস কমে যাচ্ছিল। ভেবেছিলাম শিয়ালে ধরে নিয়ে যাচ্ছে। এ জন্য লোহার ফাঁদ তৈরি করেছিলাম। মঙ্গলবার ভোরে খামার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম বাঘের গর্জনে খামারে গিয়ে দেখেন একটি মেছো বাঘ খাঁচায় আটকা পড়েছে। পরে তার চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়। এরপর বন বিভাগে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গাংনী বন বিভাগের সহকারী কর্মকর্তা শাকিল পারভেজসহ আরও একজন কর্মকর্তা দুপুরের দিকে আসেন কসবা গ্রামে। এসময় তিনি বাঘটিকে মেছো বাঘ বলে শনাক্ত করেন এবং নির্দিষ্ট একটি স্থানে সেটিকে অবমুক্ত করেন। বন বিভাগ কর্মকর্তা জানান, মেছো বাঘ দেশের সম্পদ। কখনও মেছো বাঘ দেখলে তাকে মেরে না ফেলে বরং তাড়িয়ে দেওয়ার জন্য এলাকাবাসীদের প্রতি আহ্বান জানান।

এলাকাবাসী জানায়, সকাল থেকে দুপুর অবধি বাঘটিকে একনজর দেখার জন্য দলে দলে শতশত মানুষের ঢল নামে এলাকায়। শিয়াল ধরার লোহার খাঁচায় আটকানো থাকলেও লোকজনের আনাগোনা দেখে বাঘটি গর্জন করছিল। এসময় খাঁচার সন্নিকটে যাওয়ায় খাঁচার ভেতর থেকে বাঘের থাবাতে শিমুল নামের একজন আহত হয়েছেন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে শিয়ালের ফাঁদে ধরা পড়ল বাঘ!

আপলোড টাইম : ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪


গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে শিয়াল ধরার ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়েছে। ওই বাঘের থাবায় কসবা গ্রামের শিমুল নামের একজন আহত হয়েছেন। গত সোমবার রাতে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের খড়ের মাঠে সাবেক ইউপি সদস্য লিলু মিয়ার হাঁসের খামারে ধরা পড়ে বাঘটি। খামারের মালিক ও সাবেক মেম্বার লিলু বলেন, বেশ কিছুদিন যাবত খামার থেকে হাঁস কমে যাচ্ছিল। ভেবেছিলাম শিয়ালে ধরে নিয়ে যাচ্ছে। এ জন্য লোহার ফাঁদ তৈরি করেছিলাম। মঙ্গলবার ভোরে খামার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম বাঘের গর্জনে খামারে গিয়ে দেখেন একটি মেছো বাঘ খাঁচায় আটকা পড়েছে। পরে তার চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়। এরপর বন বিভাগে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গাংনী বন বিভাগের সহকারী কর্মকর্তা শাকিল পারভেজসহ আরও একজন কর্মকর্তা দুপুরের দিকে আসেন কসবা গ্রামে। এসময় তিনি বাঘটিকে মেছো বাঘ বলে শনাক্ত করেন এবং নির্দিষ্ট একটি স্থানে সেটিকে অবমুক্ত করেন। বন বিভাগ কর্মকর্তা জানান, মেছো বাঘ দেশের সম্পদ। কখনও মেছো বাঘ দেখলে তাকে মেরে না ফেলে বরং তাড়িয়ে দেওয়ার জন্য এলাকাবাসীদের প্রতি আহ্বান জানান।

এলাকাবাসী জানায়, সকাল থেকে দুপুর অবধি বাঘটিকে একনজর দেখার জন্য দলে দলে শতশত মানুষের ঢল নামে এলাকায়। শিয়াল ধরার লোহার খাঁচায় আটকানো থাকলেও লোকজনের আনাগোনা দেখে বাঘটি গর্জন করছিল। এসময় খাঁচার সন্নিকটে যাওয়ায় খাঁচার ভেতর থেকে বাঘের থাবাতে শিমুল নামের একজন আহত হয়েছেন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।