ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে ২ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা, কমতে পারে শীত

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুলের পাঠদান কার্যক্রম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। এতে শীতের তীব্রতা কিছুটা কমেছে। গতকাল সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশসিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, তাপমাত্রা বাড়ায় চুয়াডাঙ্গার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আজ মঙ্গলবার থেকে স্বাভাবিক রাখার নির্দেশনা দিয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। গতকাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৬ জানুয়ারি সারা দেশে শৈত্যপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সে সময় চিঠিতে বলা হয়, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখবেন।

এদিকে, গতকাল চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের চিঠিতে বলা হয়েছে, ‘আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ (গতকাল) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৯৩% এবং সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৯০% রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। এমতাবস্থায় জেলার মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার থেকে শ্রেণিকার্যক্রম স্বাভাবিক ও চলমান থাকবে।’
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও এক দিনের ব্যবধানে গতকাল তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। আজ মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১৮ জানুয়ারি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর থেকে বাড়তে থাকে শীতের তীব্রতা। কমতে থাকে তাপমাত্রা। এরপর ২৩ জানুয়ারি তাপমাত্রার পারদ নেমে আসে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গত বুধবার বিকেলে জেলার বিভিন্ন স্থানে আবারও ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একদিন বিরতি দিয়ে শুক্রবার আবারও শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। পরদিন শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কমছে। সোমবার সকাল ছয়টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আজ মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। এতে শীতের তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে ২ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা, কমতে পারে শীত

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুলের পাঠদান কার্যক্রম

আপলোড টাইম : ০৪:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। এতে শীতের তীব্রতা কিছুটা কমেছে। গতকাল সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশসিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, তাপমাত্রা বাড়ায় চুয়াডাঙ্গার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আজ মঙ্গলবার থেকে স্বাভাবিক রাখার নির্দেশনা দিয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। গতকাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৬ জানুয়ারি সারা দেশে শৈত্যপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সে সময় চিঠিতে বলা হয়, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখবেন।

এদিকে, গতকাল চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের চিঠিতে বলা হয়েছে, ‘আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ (গতকাল) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৯৩% এবং সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৯০% রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। এমতাবস্থায় জেলার মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার থেকে শ্রেণিকার্যক্রম স্বাভাবিক ও চলমান থাকবে।’
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও এক দিনের ব্যবধানে গতকাল তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। আজ মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১৮ জানুয়ারি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর থেকে বাড়তে থাকে শীতের তীব্রতা। কমতে থাকে তাপমাত্রা। এরপর ২৩ জানুয়ারি তাপমাত্রার পারদ নেমে আসে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গত বুধবার বিকেলে জেলার বিভিন্ন স্থানে আবারও ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একদিন বিরতি দিয়ে শুক্রবার আবারও শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। পরদিন শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কমছে। সোমবার সকাল ছয়টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আজ মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। এতে শীতের তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে।