ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুুতে আলমসাধু উল্টে চালক নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ২৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আলমসাধু উল্টে চালক বাদশা আলী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে উপজেলার হলবাজার-ফলসী সড়কের কাচারিপাড়া নামক স্থান এ দুর্ঘটনা ঘটে। তিনি হরিণাকুণ্ডুু উপজেলার কেসমতপুর গ্রামের পিণ্টু রহমানের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরের কোনো এক সময় আলমসাধু উল্টে তার নিচে চাপা পড়েন বাদশা। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তিনি আর উঠতে পারেননি। ফজরের নামাজের পর স্থানীয়রা আলমসাধুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে তারা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

মিঠু নামের স্থানীয় এক ব্যবসায়ী জানান, রোববার ভোরে ফজরের নামাজের পর তিনি বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের পাশে একটি আলমসাধুর নিচে একজনকে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল করেন। নিহতের স্বজন আবুল বাশার জানান, শনিবার সকালে বাদশা নিজের গ্রাম থেকে আলমসাধুতে পাটকাঠি নিয়ে বিক্রির জন্য হরিণাকুণ্ডুর ভবানীপুর বাজারে যান। পাটকাঠি বিক্রি করে রাত দুইটা বা আড়াইটার দিকে শ্রীফলতলা গ্রামে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হয়ত নিজের আলমসাধু উল্টে মারা যান।

হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মাসুদ জানান, রোববার ভোর ছয়টার দিকে তাদের ৯৯৯ নম্বর থেকে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে আলমসাধুর নিচে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুুতে আলমসাধু উল্টে চালক নিহত

আপলোড টাইম : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আলমসাধু উল্টে চালক বাদশা আলী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে উপজেলার হলবাজার-ফলসী সড়কের কাচারিপাড়া নামক স্থান এ দুর্ঘটনা ঘটে। তিনি হরিণাকুণ্ডুু উপজেলার কেসমতপুর গ্রামের পিণ্টু রহমানের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরের কোনো এক সময় আলমসাধু উল্টে তার নিচে চাপা পড়েন বাদশা। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তিনি আর উঠতে পারেননি। ফজরের নামাজের পর স্থানীয়রা আলমসাধুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে তারা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

মিঠু নামের স্থানীয় এক ব্যবসায়ী জানান, রোববার ভোরে ফজরের নামাজের পর তিনি বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের পাশে একটি আলমসাধুর নিচে একজনকে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল করেন। নিহতের স্বজন আবুল বাশার জানান, শনিবার সকালে বাদশা নিজের গ্রাম থেকে আলমসাধুতে পাটকাঠি নিয়ে বিক্রির জন্য হরিণাকুণ্ডুর ভবানীপুর বাজারে যান। পাটকাঠি বিক্রি করে রাত দুইটা বা আড়াইটার দিকে শ্রীফলতলা গ্রামে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হয়ত নিজের আলমসাধু উল্টে মারা যান।

হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মাসুদ জানান, রোববার ভোর ছয়টার দিকে তাদের ৯৯৯ নম্বর থেকে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে আলমসাধুর নিচে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।