ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে বিশ্ব কুষ্ঠ দিবস পালন

কুষ্ঠ আক্রান্তদের প্রতি অপবাদ ও বৈষম্য দূর করার আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ৫৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। প্রথা অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস হিসাবে পালন করা হয়। এই দিবসের উদ্দেশ্য হলো কুষ্ঠমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এই রোগে আক্রান্ত ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সাহায্য করা।
চুয়াডাঙ্গা:
‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে সদর হাসপাতাল ফটকে গিয়ে শেষ হয়। পরে জেলা সিভিল সার্জনের সম্মেলনকক্ষে সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘জনবিচ্ছিন্ন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সমাজে পুনঃগ্রহণ, সর্বপ্রকার কুষ্ঠজনিত কুসংস্কার দূরীকরণ-এই সব লক্ষ্যকে সামনে নিয়ে জনসাধারণ এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সঠিক তথ্য ও শিক্ষা প্রদান করাই হচ্ছে এই দিবসের লক্ষ্য। আমাদের সমাজে এখনও কুষ্ঠ নিয়ে যে কুসংস্কার রয়েছে, তা সম্পূর্ণভাবে দূর করতে হবে। সঠিক সময়ে চিকিৎসা নিলে কুষ্ঠ রোগ ভালো হয়। এখনও প্রতিবছর দেশে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ নতুন করে কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে প্রায় শতকরা ৮ ভাগ নারী-পুরুষ প্রতিবন্ধিতার শিকার হচ্ছে এবং এখনও কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিগণ সামাজিক বৈষম্য, অপবাদ ও কুসংস্কারের শিকার হচ্ছে।’ তিনি বলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত হলে লজ্জার বা ভয়ের কিছু নেই। কুষ্ঠ রোগে আক্রান্ত হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র পরামর্শ নিতে হবে।

বক্তব্যের শেষে সিভিল সার্জন কুষ্ঠ রোগ সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া অবধি; অর্থাৎ কুষ্ঠরোগ, কুষ্ঠ সংক্রমণ, কুষ্ঠজনিত প্রতিবন্ধিত্ব এবং কুষ্ঠ আক্রান্তদের প্রতি অপবাদ ও বৈষম্য শূন্যের কোঠায় নামিয়ে না আনা পর্যন্ত সকলের একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় কুষ্ঠ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাদিয়া হক সূচনা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়ন কনসালটেন্ট ডা. ফাতেহ আকরাম দোলন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান প্রমুখ। এছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইম্প্যাক্ট ফাউন্ডেশন, চুয়াডাঙ্গার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ১০ জন কুষ্ঠ রোগী অংশ নেন। বিশ্ব কুষ্ঠ দিবস পালনে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে ইম্প্যাক্ট ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা।

জীবননগর:
জীবননগরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এরপর জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিমা আখতারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. আফরিন রহমান, নার্সিং সুপারভাইজার রানুু খাতুনসহ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মেহেরপুর:
‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ^ কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টার দিকে শহরের ঈদগাহ মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহম্মেদ। শোভাযাত্রায় অংশ নেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাা কর্মকতা ডা. অলোক কুমার দাস সহ চিকিৎসক, স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা। শোভাযাত্রাটি হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিস চত্ত্বরে গিয়ে শেষ হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে বিশ্ব কুষ্ঠ দিবস পালন

কুষ্ঠ আক্রান্তদের প্রতি অপবাদ ও বৈষম্য দূর করার আহ্বান

আপলোড টাইম : ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদন:
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। প্রথা অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস হিসাবে পালন করা হয়। এই দিবসের উদ্দেশ্য হলো কুষ্ঠমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এই রোগে আক্রান্ত ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সাহায্য করা।
চুয়াডাঙ্গা:
‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে সদর হাসপাতাল ফটকে গিয়ে শেষ হয়। পরে জেলা সিভিল সার্জনের সম্মেলনকক্ষে সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘জনবিচ্ছিন্ন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সমাজে পুনঃগ্রহণ, সর্বপ্রকার কুষ্ঠজনিত কুসংস্কার দূরীকরণ-এই সব লক্ষ্যকে সামনে নিয়ে জনসাধারণ এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সঠিক তথ্য ও শিক্ষা প্রদান করাই হচ্ছে এই দিবসের লক্ষ্য। আমাদের সমাজে এখনও কুষ্ঠ নিয়ে যে কুসংস্কার রয়েছে, তা সম্পূর্ণভাবে দূর করতে হবে। সঠিক সময়ে চিকিৎসা নিলে কুষ্ঠ রোগ ভালো হয়। এখনও প্রতিবছর দেশে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ নতুন করে কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে প্রায় শতকরা ৮ ভাগ নারী-পুরুষ প্রতিবন্ধিতার শিকার হচ্ছে এবং এখনও কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিগণ সামাজিক বৈষম্য, অপবাদ ও কুসংস্কারের শিকার হচ্ছে।’ তিনি বলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত হলে লজ্জার বা ভয়ের কিছু নেই। কুষ্ঠ রোগে আক্রান্ত হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র পরামর্শ নিতে হবে।

বক্তব্যের শেষে সিভিল সার্জন কুষ্ঠ রোগ সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া অবধি; অর্থাৎ কুষ্ঠরোগ, কুষ্ঠ সংক্রমণ, কুষ্ঠজনিত প্রতিবন্ধিত্ব এবং কুষ্ঠ আক্রান্তদের প্রতি অপবাদ ও বৈষম্য শূন্যের কোঠায় নামিয়ে না আনা পর্যন্ত সকলের একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় কুষ্ঠ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাদিয়া হক সূচনা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়ন কনসালটেন্ট ডা. ফাতেহ আকরাম দোলন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান প্রমুখ। এছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইম্প্যাক্ট ফাউন্ডেশন, চুয়াডাঙ্গার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ১০ জন কুষ্ঠ রোগী অংশ নেন। বিশ্ব কুষ্ঠ দিবস পালনে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে ইম্প্যাক্ট ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা।

জীবননগর:
জীবননগরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এরপর জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিমা আখতারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. আফরিন রহমান, নার্সিং সুপারভাইজার রানুু খাতুনসহ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মেহেরপুর:
‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ^ কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টার দিকে শহরের ঈদগাহ মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহম্মেদ। শোভাযাত্রায় অংশ নেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাা কর্মকতা ডা. অলোক কুমার দাস সহ চিকিৎসক, স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা। শোভাযাত্রাটি হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিস চত্ত্বরে গিয়ে শেষ হয়।