ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমত্তোর কর্মীসভায় নঈম জোয়ার্দ্দার

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে পুনরায় প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম সংগ্রহত্তোর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম সংগ্রহের কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত হন। পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হুমায়ুন কবির বনফুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

প্রধান অতিথির বক্তব্য নঈম জোয়ার্দ্দার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলার মানুষকে কীভাবে ভালো রাখতে হয়। কীভাবে মহামারি করোনা মোকাবিলা করতে হয়, সেটা বঙ্গবন্ধুকন্যা শিখিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। তার নেতৃত্বেই উন্নত বাংলাদেশ গড়ে তুলবে, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।
তিনি আরও বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের দূরদর্শী সাংগঠনিক নেতৃত্বে যুবলীগের আমুল পরিবর্তন ঘটেছে। আর এ কারণেই আজ সারাদেশে আওয়ামী যুবলীগ স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ক্লিনি ইমেজের সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। আশা করছি, ভবিষ্যতে সংগঠনটি আরও শক্তিশালী হবে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশকে আরও গতিশীল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সরকার বিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আমাদের প্রত্যেকটি ইউনিটের নেতা-কর্মীদের আরও পরিশ্রমী এবং দায়িত্বশীলতার সাথে সংগঠনকে গতিশীল করতে মাঠে কাজ করতে হবে।

নঈম জোয়ার্দ্দার বলেন, জামায়াত-বিএনপি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বিশ্বাসী নয়। তারা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, অগ্নি সংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে উন্নয়ন ব্যাহত করতে পারবে না। ইউনিয়নে যুবলীগের সকল নেতা-কর্মীকে ভেদাভেদ ও দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন।

ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক জাণ্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ আলী ও হাফিজুর রহমান হাপু। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরু মিয়া, শেখ শাহী, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিপ্লব, হোসেন, হান্নান, সলক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বার ওমর ফারুক সুমন, সাংগঠনিক সম্পাদক হারুন, প্রচার সম্পাদক আমান, সাবেক মহিলা মেম্বার চায়না, রবগুল, জামাল, আরিফুল, স্বপন, মানুয়ার শাহীন, মামুন, জিয়া, ফাহাদ, সিলন, আশরাফুল, চান মিয়া, রসূল, মগবুল প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমত্তোর কর্মীসভায় নঈম জোয়ার্দ্দার

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে

আপলোড টাইম : ০৭:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে পুনরায় প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম সংগ্রহত্তোর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম সংগ্রহের কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত হন। পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হুমায়ুন কবির বনফুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

প্রধান অতিথির বক্তব্য নঈম জোয়ার্দ্দার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলার মানুষকে কীভাবে ভালো রাখতে হয়। কীভাবে মহামারি করোনা মোকাবিলা করতে হয়, সেটা বঙ্গবন্ধুকন্যা শিখিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। তার নেতৃত্বেই উন্নত বাংলাদেশ গড়ে তুলবে, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।
তিনি আরও বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের দূরদর্শী সাংগঠনিক নেতৃত্বে যুবলীগের আমুল পরিবর্তন ঘটেছে। আর এ কারণেই আজ সারাদেশে আওয়ামী যুবলীগ স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ক্লিনি ইমেজের সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। আশা করছি, ভবিষ্যতে সংগঠনটি আরও শক্তিশালী হবে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশকে আরও গতিশীল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সরকার বিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আমাদের প্রত্যেকটি ইউনিটের নেতা-কর্মীদের আরও পরিশ্রমী এবং দায়িত্বশীলতার সাথে সংগঠনকে গতিশীল করতে মাঠে কাজ করতে হবে।

নঈম জোয়ার্দ্দার বলেন, জামায়াত-বিএনপি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বিশ্বাসী নয়। তারা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, অগ্নি সংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে উন্নয়ন ব্যাহত করতে পারবে না। ইউনিয়নে যুবলীগের সকল নেতা-কর্মীকে ভেদাভেদ ও দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন।

ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক জাণ্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ আলী ও হাফিজুর রহমান হাপু। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরু মিয়া, শেখ শাহী, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিপ্লব, হোসেন, হান্নান, সলক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বার ওমর ফারুক সুমন, সাংগঠনিক সম্পাদক হারুন, প্রচার সম্পাদক আমান, সাবেক মহিলা মেম্বার চায়না, রবগুল, জামাল, আরিফুল, স্বপন, মানুয়ার শাহীন, মামুন, জিয়া, ফাহাদ, সিলন, আশরাফুল, চান মিয়া, রসূল, মগবুল প্রমুখ।