ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে ডিসি কিসিঞ্জার চাকমা

জয়-পরাজয় নয়, খেলাধুলায় অংশগ্রহণই বড় কথা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • / ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের ৫২তম জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৯টায় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনের মধ্যদিয়ে সমাপনী দিনের খেলাধুলা শুরু হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেল চারটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও অ্যাকাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেন, ‘জয়-পরাজয় বড় কথা নয়, খেলাধুলায় অংশগ্রহণই বড় কথা। সেখানে বিজয় যদি হওয়া যায়, সেটি ভালো, তবে বিজয়ী না হতে পারলে তাদের জন্য আরও ভালো কিছু করার হাতছানি অপেক্ষা করছে। তাই নিরাশ না হয়ে আরো ভালো কিছু করার জন্য মনস্থির করতে হবে।’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন ও ইসলাম রকিব।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় একক ও দলীয় ইভেন্টসহ মোট ৪২টি ইভেন্টে প্রতিযোগিতা সম্পন্ন হয়। এর মধ্যে দলীয় প্রতিযোগিতার বালক ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, বালিকা ক্রিকেটে চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, বালিকা ভলিবলে আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বালক ভলিবলে আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন দলীয় ইভেন্টের প্রতিযোগিতা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সহকারী শিক্ষক ফিরোজ উদ্দিন, ইসলাম রকিব, হাফিজুর রহমান, আব্দুল হাই, শামসুন্নাহার শিলা, বিলকিস নাহার, শাহ আলম, খাইরুল ইসলাম, মুক্তাদির আহমেদ, আশরাফুল ইসলাম, আব্দুল মোমিন, শহিদুল ইসলাম, কেরামত আলী, আরিফুল ইসলাম, নাসির উদ্দিন, হাসান আলী, মহসিন কামাল, মিজানুর রহমান রনি, খাজের আলী, মমিনুল হক, ইব্রাহিম হোসেন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে ডিসি কিসিঞ্জার চাকমা

জয়-পরাজয় নয়, খেলাধুলায় অংশগ্রহণই বড় কথা

আপলোড টাইম : ০৯:৪৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের ৫২তম জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৯টায় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনের মধ্যদিয়ে সমাপনী দিনের খেলাধুলা শুরু হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেল চারটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও অ্যাকাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেন, ‘জয়-পরাজয় বড় কথা নয়, খেলাধুলায় অংশগ্রহণই বড় কথা। সেখানে বিজয় যদি হওয়া যায়, সেটি ভালো, তবে বিজয়ী না হতে পারলে তাদের জন্য আরও ভালো কিছু করার হাতছানি অপেক্ষা করছে। তাই নিরাশ না হয়ে আরো ভালো কিছু করার জন্য মনস্থির করতে হবে।’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন ও ইসলাম রকিব।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় একক ও দলীয় ইভেন্টসহ মোট ৪২টি ইভেন্টে প্রতিযোগিতা সম্পন্ন হয়। এর মধ্যে দলীয় প্রতিযোগিতার বালক ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, বালিকা ক্রিকেটে চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, বালিকা ভলিবলে আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বালক ভলিবলে আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন দলীয় ইভেন্টের প্রতিযোগিতা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সহকারী শিক্ষক ফিরোজ উদ্দিন, ইসলাম রকিব, হাফিজুর রহমান, আব্দুল হাই, শামসুন্নাহার শিলা, বিলকিস নাহার, শাহ আলম, খাইরুল ইসলাম, মুক্তাদির আহমেদ, আশরাফুল ইসলাম, আব্দুল মোমিন, শহিদুল ইসলাম, কেরামত আলী, আরিফুল ইসলাম, নাসির উদ্দিন, হাসান আলী, মহসিন কামাল, মিজানুর রহমান রনি, খাজের আলী, মমিনুল হক, ইব্রাহিম হোসেন প্রমুখ।