ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশ অধিদপ্তর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের যৌথ অভিযান

পাঁচটি ইটভাটায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • / ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৫টি ইটভাটাকে ৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুল বাসার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, কাঠ পোড়ানোসহ বিভিন্ন অপরাধে ৫টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে ৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সুপার স্টার ব্রিকসকে দেড় লাখ টাকা, জেবিএম ব্রিকসকে দুই লাখ ২০ হাজার টাকা, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ভাই ভাই ব্রিকসকে ১ লাখ ৯০ হাজার টাকা, যমুনা ব্রিকসকে ১ লাখ ৪০ হাজার টাকা ও জেহেলা ইউনিয়নের এসএস  ব্রিকসকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুল বাসার বলেন, চুয়াডাঙ্গার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালিত হয়েছে। এসময় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি ইটভাটাকে ৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন বলেন, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় জেলা প্রশাসকের নির্দেশে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এসময় ৫টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে অর্থদণ্ড প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পরিবেশ অধিদপ্তর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের যৌথ অভিযান

পাঁচটি ইটভাটায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা

আপলোড টাইম : ০৯:৩৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৫টি ইটভাটাকে ৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুল বাসার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, কাঠ পোড়ানোসহ বিভিন্ন অপরাধে ৫টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে ৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সুপার স্টার ব্রিকসকে দেড় লাখ টাকা, জেবিএম ব্রিকসকে দুই লাখ ২০ হাজার টাকা, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ভাই ভাই ব্রিকসকে ১ লাখ ৯০ হাজার টাকা, যমুনা ব্রিকসকে ১ লাখ ৪০ হাজার টাকা ও জেহেলা ইউনিয়নের এসএস  ব্রিকসকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুল বাসার বলেন, চুয়াডাঙ্গার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালিত হয়েছে। এসময় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি ইটভাটাকে ৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন বলেন, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় জেলা প্রশাসকের নির্দেশে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এসময় ৫টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে অর্থদণ্ড প্রদান করা হয়।