ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হাসাদাহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা

সন্তানদের প্রতি অভিভাবকদের যত্নবান ও সচেতন হতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার হাসাদাহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ, জাতি ও সমাজের সার্বিক উন্নয়নে এবং শিক্ষার গুণগতমান নিশ্চিত করা জরুরি। তবে শিক্ষার গুণগতমানের উন্নয়ন হঠাৎ করে নিশ্চিত করা যাবে না, মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা এগিয়ে যেতে পারব ও শতভাগ শিক্ষার মান নিশ্চিত হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘এখন থেকেই আপনার সন্তানকে উত্তম চর্চা সম্পর্কে শেখাবেন। তাদেরকে স্বাবলম্বী হওয়া শেখাবেন, আত্মবিশ্বাসী গড়ে তুলে তুলবেন। আপনার সন্তানকে পর্যাপ্ত সময় দিবেন। সন্ধ্যায় সন্তান ঠিকমতো ঘরে ফিরছে কি না, তা তদারকি করবেন। সন্তান কোথায় যায়, কার সাথে মেশে এ বিষয়গুলোর ওপর গুরত্ব দেয়া প্রয়োজন। মনে রাখবেন, বিদ্যালয়ে আপনার সন্তান সর্বোচ্চ ৪-৫ ঘণ্টা থাকে। বাকি সময়টা কিন্তু আপনাদের সাথেই কাটে। তাই শিশুর প্রথম শিক্ষক অভিভাবক। আপনাদের সন্তানদের প্রতি যত্নবান ও সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান ও হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লুৎফর রহমান, প্রধান শিক্ষক বিলকিস আক্তার, আজীবন দাতা সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য জুম্মাত আলী মন্ডল, আতিকুজ্জামান সণ্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হাসাদাহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা

সন্তানদের প্রতি অভিভাবকদের যত্নবান ও সচেতন হতে হবে

আপলোড টাইম : ০৯:৩০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার হাসাদাহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ, জাতি ও সমাজের সার্বিক উন্নয়নে এবং শিক্ষার গুণগতমান নিশ্চিত করা জরুরি। তবে শিক্ষার গুণগতমানের উন্নয়ন হঠাৎ করে নিশ্চিত করা যাবে না, মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা এগিয়ে যেতে পারব ও শতভাগ শিক্ষার মান নিশ্চিত হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘এখন থেকেই আপনার সন্তানকে উত্তম চর্চা সম্পর্কে শেখাবেন। তাদেরকে স্বাবলম্বী হওয়া শেখাবেন, আত্মবিশ্বাসী গড়ে তুলে তুলবেন। আপনার সন্তানকে পর্যাপ্ত সময় দিবেন। সন্ধ্যায় সন্তান ঠিকমতো ঘরে ফিরছে কি না, তা তদারকি করবেন। সন্তান কোথায় যায়, কার সাথে মেশে এ বিষয়গুলোর ওপর গুরত্ব দেয়া প্রয়োজন। মনে রাখবেন, বিদ্যালয়ে আপনার সন্তান সর্বোচ্চ ৪-৫ ঘণ্টা থাকে। বাকি সময়টা কিন্তু আপনাদের সাথেই কাটে। তাই শিশুর প্রথম শিক্ষক অভিভাবক। আপনাদের সন্তানদের প্রতি যত্নবান ও সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান ও হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লুৎফর রহমান, প্রধান শিক্ষক বিলকিস আক্তার, আজীবন দাতা সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য জুম্মাত আলী মন্ডল, আতিকুজ্জামান সণ্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।