ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে আবুল কাশেম মিয়া (৬০), ঘুগরী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫) ও চারু ব্যাপারীর ছেলে আবুল কালাম (৩০)। আহতরা হলেন- তাসলিমা খাতুন, সেলিম মিয়া, আকিদুল ইসলাম ও কালু।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিতে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। সিএনজিটি মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর মারা যান। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এর মধ্যে কালামের অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। গতকাল রাত সাড়ে আটটার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, আবুল কাশেম ঝিনাইদহ আদালতে মামলার হাজিরা দিতে ও আলমগীর হোসেন পাসপোর্ট করার জন্য ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিবুল হাসান বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত তাসলিমা, সেলিম, আকিদুল, কালুকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহেশপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপলোড টাইম : ০৯:২৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে আবুল কাশেম মিয়া (৬০), ঘুগরী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫) ও চারু ব্যাপারীর ছেলে আবুল কালাম (৩০)। আহতরা হলেন- তাসলিমা খাতুন, সেলিম মিয়া, আকিদুল ইসলাম ও কালু।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিতে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। সিএনজিটি মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর মারা যান। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এর মধ্যে কালামের অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। গতকাল রাত সাড়ে আটটার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, আবুল কাশেম ঝিনাইদহ আদালতে মামলার হাজিরা দিতে ও আলমগীর হোসেন পাসপোর্ট করার জন্য ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিবুল হাসান বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত তাসলিমা, সেলিম, আকিদুল, কালুকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।