ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ছাত্র মুন্না নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ইশরাক নাইম মুন্না (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে দামুড়হুদার পূর্বাশা বাস কাউন্টারের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা ও চোখে গুরুতর জখম হয়। বেলা সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুন্না দামুড়হুদা স্টেডিয়ামপাড়ার আব্দুল মোমিনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী দামুড়হুদা বাজারের মুদি ব্যবসায়ী জীবন বলেন, বেলা ২টার দিকে মুন্না মোটরসাইকেলে একটি চালের বস্তা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। সে পূর্বাশা কাউন্টারের সামনে পৌঁছালে চালের বস্তার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। ঠিক তখনই সামনে থেকে আসা একটি পাখিভ্যানের অ্যাক্সেলে মুন্না মাথা ও চোখে গুরুতর আঘাত পায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্নাকে রাজশাহী রেফার্ড করেন।

মুন্নার বাবা মোমিন সময়ের সমীকরণকে বলেন, ‘সদর হাসপাতালের ডাক্তার রেফার্ড করলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার পথে ঈশ্বরদীতে মুন্না মারা যায়।’ মুন্নার বাবা মোমিন জানান, মুন্না দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি সে ব্যবসা করত। দামুড়হুদা বাজারের মালিক সুপার মার্কেটে স্মার্ট কালেকশন নামে তার একটি পোশাকের দোকান আছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ সময়ের সমীকরণকে বলেন, ‘বেলা আড়াইটার দিকে রক্তাক্ত জখম অবস্থায় মুন্নাকে জরুরি বিভাগে আনা হয়। তার মাথা ও চোখে গুরুতর জখম ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির সময়ের সমীকরণকে বলেন, দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কেউ কারো কোনো অভিযোগ করেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ছাত্র মুন্না নিহত

আপলোড টাইম : ০৯:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ইশরাক নাইম মুন্না (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে দামুড়হুদার পূর্বাশা বাস কাউন্টারের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা ও চোখে গুরুতর জখম হয়। বেলা সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুন্না দামুড়হুদা স্টেডিয়ামপাড়ার আব্দুল মোমিনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী দামুড়হুদা বাজারের মুদি ব্যবসায়ী জীবন বলেন, বেলা ২টার দিকে মুন্না মোটরসাইকেলে একটি চালের বস্তা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। সে পূর্বাশা কাউন্টারের সামনে পৌঁছালে চালের বস্তার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। ঠিক তখনই সামনে থেকে আসা একটি পাখিভ্যানের অ্যাক্সেলে মুন্না মাথা ও চোখে গুরুতর আঘাত পায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্নাকে রাজশাহী রেফার্ড করেন।

মুন্নার বাবা মোমিন সময়ের সমীকরণকে বলেন, ‘সদর হাসপাতালের ডাক্তার রেফার্ড করলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার পথে ঈশ্বরদীতে মুন্না মারা যায়।’ মুন্নার বাবা মোমিন জানান, মুন্না দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি সে ব্যবসা করত। দামুড়হুদা বাজারের মালিক সুপার মার্কেটে স্মার্ট কালেকশন নামে তার একটি পোশাকের দোকান আছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ সময়ের সমীকরণকে বলেন, ‘বেলা আড়াইটার দিকে রক্তাক্ত জখম অবস্থায় মুন্নাকে জরুরি বিভাগে আনা হয়। তার মাথা ও চোখে গুরুতর জখম ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির সময়ের সমীকরণকে বলেন, দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কেউ কারো কোনো অভিযোগ করেনি।