ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে অসংখ্য ফেনসিডিলের খালি বোতল

এলাকায় মিশ্র প্রক্রিয়া, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ২৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভেতরে ভবনের পিছনে ময়লার স্তুপে ফেনসিডিলের অসংখ্য খালি বোতল পড়ে রয়েছে। গতকাল রোববার বিকেলে ইউনিয়ন পরিষদের ভেতরে ভবনের পিছনে ময়লার স্তুপে নিষিদ্ধ এসব ফেনসিডিলের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা সংরক্ষিত এলাকায় ফেনসিডিল খেয়ে বোতলগুলো ফেলে রেখেছে, তা জানা যায়নি। ভেতরে কীভাবে এই ফেনসিডিলের বোতলগুলো পড়ে আছে, তা নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রক্রিয়া দেখা গেছে।

পরিষদের কোনো সিসি ক্যামেরা না থাকায় ভবনের পেছনে প্রস্রাব করার সুযোগ নিয়ে মাদকসেবীরা এই ধরনের কাজ করতে পারে বলে অনেকেই মনে করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, পরিষদের মতো একটি সুরক্ষিত স্থানে কীভাবে ফেনসিডিলের বোতল পড়ে থাকে। এটা চেয়ারম্যানসহ কর্মচারীদের দায়িত্বে অবহেলার শামিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি নিয়ে তদন্ত করা এবং আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

পরিষদের দফাদার জামাত আলী বলেন, ‘আমরা আগে ঝুড়ি ঝুড়ি ফেনসিডিলের খালি বোতল পড়ে থাকতো। আমরা কত ফেলে দিয়েছি। প্রস্রাব করার জন্য গিয়ে মাদকসেবীরা খেয়ে ফেলে যায়। এখন একটু কম বোতল দেখা যায়।’ সচেতন মহলের ব্যক্তিরা বলছেন, সংরক্ষিত এলাকায় কীভাবে এত নিষিদ্ধ ফেনসিডিলের খোলা বোতল পড়ে থাকে, বিষয়টি প্রশাসনের গুরুত্বসহকারে দেখা উচিত।

কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইমরান বলেন, ‘আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পারলাম। কারা এগুলো করছে, তদন্ত করে দেখা হবে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, ‘কে বা কারা এটা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড যাতে না করতে পারে, তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে অসংখ্য ফেনসিডিলের খালি বোতল

এলাকায় মিশ্র প্রক্রিয়া, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

আপলোড টাইম : ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভেতরে ভবনের পিছনে ময়লার স্তুপে ফেনসিডিলের অসংখ্য খালি বোতল পড়ে রয়েছে। গতকাল রোববার বিকেলে ইউনিয়ন পরিষদের ভেতরে ভবনের পিছনে ময়লার স্তুপে নিষিদ্ধ এসব ফেনসিডিলের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা সংরক্ষিত এলাকায় ফেনসিডিল খেয়ে বোতলগুলো ফেলে রেখেছে, তা জানা যায়নি। ভেতরে কীভাবে এই ফেনসিডিলের বোতলগুলো পড়ে আছে, তা নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রক্রিয়া দেখা গেছে।

পরিষদের কোনো সিসি ক্যামেরা না থাকায় ভবনের পেছনে প্রস্রাব করার সুযোগ নিয়ে মাদকসেবীরা এই ধরনের কাজ করতে পারে বলে অনেকেই মনে করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, পরিষদের মতো একটি সুরক্ষিত স্থানে কীভাবে ফেনসিডিলের বোতল পড়ে থাকে। এটা চেয়ারম্যানসহ কর্মচারীদের দায়িত্বে অবহেলার শামিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি নিয়ে তদন্ত করা এবং আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

পরিষদের দফাদার জামাত আলী বলেন, ‘আমরা আগে ঝুড়ি ঝুড়ি ফেনসিডিলের খালি বোতল পড়ে থাকতো। আমরা কত ফেলে দিয়েছি। প্রস্রাব করার জন্য গিয়ে মাদকসেবীরা খেয়ে ফেলে যায়। এখন একটু কম বোতল দেখা যায়।’ সচেতন মহলের ব্যক্তিরা বলছেন, সংরক্ষিত এলাকায় কীভাবে এত নিষিদ্ধ ফেনসিডিলের খোলা বোতল পড়ে থাকে, বিষয়টি প্রশাসনের গুরুত্বসহকারে দেখা উচিত।

কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইমরান বলেন, ‘আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পারলাম। কারা এগুলো করছে, তদন্ত করে দেখা হবে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, ‘কে বা কারা এটা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড যাতে না করতে পারে, তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’