ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিক মুকুলের দাফনকার্য সম্পন্ন

স্মৃতিচারণ করে মরহুমের জন্য দোয়া চাইলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৫৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে


সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, জীবন বীমা কর্পোরেশন চুয়াডাঙ্গা শাখার সাবেক ম্যানেজার ও সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিক মুকুলের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর চুয়াডাঙ্গা রেলবাজারের আলিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চুয়াডাঙ্গা জান্নাতুল বাকী মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে পিতা মনোয়ার হোসেন মালিক ও মাতা রাসিয়া খাতুনের কবরের পাশে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানাজার আগে দুপুর সাড়ে ১২টায় আলিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলীর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) কবির হোসেন। এসময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক, স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন জোয়ার্দ্দার, আইস উদ্দিন, ফজলুল হক, জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, অ্যাড. সেলিম উদ্দিন খান, রতন নাণ্টু, হাফিজুর রহমান, খোকনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

এরপর জুম্মার নামাজের পর বেলা দুইটায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বড় বাজার নিউ মার্কেট মসজিদের পেশ ইমাম জুনায়েদ। জানাজার নামাজের পূর্বে মরহুম রেজাউল হক মালিক মুকুলের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে কথা বলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, মরহুমের ভাই ফজলুল হক লোটন, মরহুমের বড় ছেলে রেজা তৈমুর মালিক ডলার ও রেজা তাবিবুর মালিক স্বাধীন।
এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘মুকুলের কথা বলতে গেলে তাঁর অনেক স্মৃতি আমার সঙ্গে রয়েছে। শুধু এতটুকুই বলব, সকলে তাঁর জন্য প্রাণভরে দোয়া করবেন। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। একটি বিষয় বলতেই হয়, স্কুল-কলেজ থেকে আরম্ভ করে কখনও আমার পাছ ছাড়েনি এই মানুষটি। কোনো দিনের জন্যও না। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আমি ওনার পরিবারের সকলের যে শোক, সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে তার সন্তানদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পিতার জন্য দোয়া করতে বলব।’

মরহুমের জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খুস্তার জামিল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এমদাদুল হক মালিক ডডি, হাবিবুর রহমান লাভলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জমান লিটু, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান, বর্তমান সভাপতি অ্যাড. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের পিপি অ্যাড. বেলাল হোসেন, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, জাসদ নেতা এম তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, হুমায়ুন কবির মালিক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, বর্তমান যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, পেট্রোল পাম্প মালিক সমিতির নেতা তসলিম আরিফ বাবু, স্বর্ণকার দোকান মালিক সমিতির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, চেম্বার অব কর্মাসের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রসিদ, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রাসেদুজ্জামান বাকি, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, পৌর কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, মাফিজুর রহমান মাফি, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিক গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ভাই, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিক মুকুলের দাফনকার্য সম্পন্ন

স্মৃতিচারণ করে মরহুমের জন্য দোয়া চাইলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ০৩:৫৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪


সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, জীবন বীমা কর্পোরেশন চুয়াডাঙ্গা শাখার সাবেক ম্যানেজার ও সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিক মুকুলের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর চুয়াডাঙ্গা রেলবাজারের আলিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চুয়াডাঙ্গা জান্নাতুল বাকী মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে পিতা মনোয়ার হোসেন মালিক ও মাতা রাসিয়া খাতুনের কবরের পাশে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানাজার আগে দুপুর সাড়ে ১২টায় আলিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলীর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) কবির হোসেন। এসময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক, স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন জোয়ার্দ্দার, আইস উদ্দিন, ফজলুল হক, জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, অ্যাড. সেলিম উদ্দিন খান, রতন নাণ্টু, হাফিজুর রহমান, খোকনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

এরপর জুম্মার নামাজের পর বেলা দুইটায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বড় বাজার নিউ মার্কেট মসজিদের পেশ ইমাম জুনায়েদ। জানাজার নামাজের পূর্বে মরহুম রেজাউল হক মালিক মুকুলের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে কথা বলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, মরহুমের ভাই ফজলুল হক লোটন, মরহুমের বড় ছেলে রেজা তৈমুর মালিক ডলার ও রেজা তাবিবুর মালিক স্বাধীন।
এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘মুকুলের কথা বলতে গেলে তাঁর অনেক স্মৃতি আমার সঙ্গে রয়েছে। শুধু এতটুকুই বলব, সকলে তাঁর জন্য প্রাণভরে দোয়া করবেন। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। একটি বিষয় বলতেই হয়, স্কুল-কলেজ থেকে আরম্ভ করে কখনও আমার পাছ ছাড়েনি এই মানুষটি। কোনো দিনের জন্যও না। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আমি ওনার পরিবারের সকলের যে শোক, সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে তার সন্তানদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পিতার জন্য দোয়া করতে বলব।’

মরহুমের জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খুস্তার জামিল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এমদাদুল হক মালিক ডডি, হাবিবুর রহমান লাভলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জমান লিটু, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান, বর্তমান সভাপতি অ্যাড. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের পিপি অ্যাড. বেলাল হোসেন, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, জাসদ নেতা এম তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, হুমায়ুন কবির মালিক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, বর্তমান যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, পেট্রোল পাম্প মালিক সমিতির নেতা তসলিম আরিফ বাবু, স্বর্ণকার দোকান মালিক সমিতির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, চেম্বার অব কর্মাসের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রসিদ, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রাসেদুজ্জামান বাকি, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, পৌর কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, মাফিজুর রহমান মাফি, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিক গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ভাই, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।