ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় দৃষ্টিনন্দন পাঠাগারের উদ্বোধন

‘দ্বীনি শিক্ষার সাথে পাঠাগারটি শিক্ষার্থীদের মেধাকে আরও সমৃদ্ধ করবে’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় মাদ্রাসাটির পরিচালক কৃতী ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও তাঁর পরিবারের সদস্যরা, বিশিষ্টজন, এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ পাঠাগারের উদ্বোধন করেন।

এর আগে পরিবার-পরিজন ও অতিথিদের নিয়ে মাদ্রাসা প্রাঙ্গনে পিতা মরহুম শামসুজ্জোহা বিশ্বাস ও মা সাহিদা বেগমের জন্য অশ্রুসিক্ত নয়নে দোয়া পরিচালনা করেন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। এরপর তিনি এতিম ও হাফেজ শিশু শিক্ষার্থী, এলাকাবাসী, বিশিষ্টজন ও পরিবারের সদস্যদের সাথে মধ্যহ্নভোজে অংশ নিয়ে নিজ হাতে খাবার পরিবেশন করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ও খুলনা বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনসহ পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসাটি দিন দিন আরও অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। প্রতি বছরই মেধাবী শিক্ষার্থীরা উপহার দিচ্ছে নানা স্বীকৃতি। কয়েকদিন আগেও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় জেলা পর্যায়ে সর্বোচ্চ মেধাস্থান অর্জন করেছে এই মাদ্রাসা। ১৪৪৪-হিজরি/২০২৩-ঈসাব্দ শিক্ষাবর্ষে সর্বোচ্চ মেধাস্থান অর্জন করায় খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা থেকে বিশেষ সম্মাননা সনদও দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। এর আগের বছরও কেন্দ্রীয় পরীক্ষায় সর্বোচ্চ মেধাস্থান অর্জন করে মাদ্রাসাটি। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় মাদ্রাসাটির সাফল্য বলার মতো। একের পর এক স্বীকৃতি ও শিক্ষার্থীদের উত্তম ফলাফল একটি সুন্দর দ্বীনি-শিক্ষার অভূতপূর্ব সাফল্যে ঘেরা প্রতিষ্ঠানে পরিণত করেছে মাদ্রাসাটিকে। মাদ্রাসাটির ইসলামি জ্ঞানচর্চার পরিবেশকে সুন্দর ও উন্নত করতে দারুণ ইন্টিরিয়র ও মনোরম পরিবেশে একটি পাঠাগার স্থাপন করা হয়।

পাঠাগারটির উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, পত্রিকার সম্পাদক-প্রকাশক শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জেষ্ঠ্য সাংবাদিক রাজীব হাসান কচি, জেষ্ঠ্য সাংবাদিক রফিক রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মোহাম্মদ আহসানুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ ইনারুল ইসলাম ইন্না, শিক্ষক মাওলানা বায়োজিদ হোসেন, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা মুফতি জাকারিয়া আব্দুল্লাহসহ পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিশিষ্টজন ও স্থানীয় বাসিন্দারা।

মাদ্রাসাটির পরিচালক কৃতী ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, ‘জাতির সুস্থ মেধার বিকাশ ঘটাতে পাঠাগার গড়ে তোলা সমাজ ও রাষ্ট্রের অপরিহার্য অংশ। বই মানুষকে আলোকিত করে, এটি জ্ঞানের প্রতীক, হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের পথপ্রদর্শক। নদীর দু’কূলে বসবাসরত জনগোষ্ঠীকে একটি ব্রিজ বা সেতু যেমন বন্ধন তৈরিতে ভূমিকা রাখে, ঠিক তেমনি বই মানুষকে ইতিহাস-ঐতিহ্য জানতে সেতুর ভূমিকা পালন করে।’

তিনি আরও বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি ছাত্ররা যাতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে জানতে ও চর্চা করতে পারে তার জন্যই মূলত পাঠাগারটি স্থাপন করা হয়েছে। এ পাঠাগারের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মেধাকে আরও সমৃদ্ধ করতে পারবে।’

প্রসঙ্গত, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, এক সময়ের সাংবাদিক ও বর্তমান বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ ও দৈনিক সময়ের সমীকরণের প্রকাশক-সম্পাদক শরীফুজ্জামান শরীফের পিতা মরহুম শামসুজ্জোহা বিশ্বাস একটি সুন্দর দ্বীনি-শিক্ষার ভাবনা নিয়ে মরহুম হাজি শামসুজ্জোহা বিশ্বাস ২০০১ সালে মাত্র ১৩ জন ছাত্র ও একজন শিক্ষক নিয়ে একটি চালা-ঘরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামে ‘পাঁচকমলাপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা’ নামে দ্বীনি-শিক্ষার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে হাজি শামসুজ্জোহা বিশ্বাসের মৃত্যুর পর এই মাদ্রাসাটির পরিচালকের দায়িত্ব নেন তাঁর পুত্র চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও দানবীর হিসেবে খ্যাত আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। একজন সুযোগ্য উত্তরসূরী হিসেবে পিতার সুস্বপ্নকে আন্তরিকতা, ভালোবাসা, মেধা ও শ্রম দিয়ে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। মাদ্রাসাটি পরিচালনার জন্য সাহিদুজ্জামান টরিক চুয়াডাঙ্গায় তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেস অ্যান্ড কনভেনশন সেন্টার নির্মাণ করেছেন। সেখানে থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ এ মাদ্রাসা কার্যক্রমে ব্যয় করা হয়। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে মাদ্রাসাটিতে ছাত্রদের জন্য লিল্লাহ বোর্ডিং-এর ব্যবস্থা করা হয়। যেখানে তিন বেলা মাদ্রাসার সকল ছাত্র-শিক্ষকের মধ্যে বিনামূল্যে খাবার সরবরাহ নিশ্চিত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় দৃষ্টিনন্দন পাঠাগারের উদ্বোধন

‘দ্বীনি শিক্ষার সাথে পাঠাগারটি শিক্ষার্থীদের মেধাকে আরও সমৃদ্ধ করবে’

আপলোড টাইম : ০৯:২৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় মাদ্রাসাটির পরিচালক কৃতী ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও তাঁর পরিবারের সদস্যরা, বিশিষ্টজন, এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ পাঠাগারের উদ্বোধন করেন।

এর আগে পরিবার-পরিজন ও অতিথিদের নিয়ে মাদ্রাসা প্রাঙ্গনে পিতা মরহুম শামসুজ্জোহা বিশ্বাস ও মা সাহিদা বেগমের জন্য অশ্রুসিক্ত নয়নে দোয়া পরিচালনা করেন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। এরপর তিনি এতিম ও হাফেজ শিশু শিক্ষার্থী, এলাকাবাসী, বিশিষ্টজন ও পরিবারের সদস্যদের সাথে মধ্যহ্নভোজে অংশ নিয়ে নিজ হাতে খাবার পরিবেশন করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ও খুলনা বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনসহ পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসাটি দিন দিন আরও অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। প্রতি বছরই মেধাবী শিক্ষার্থীরা উপহার দিচ্ছে নানা স্বীকৃতি। কয়েকদিন আগেও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় জেলা পর্যায়ে সর্বোচ্চ মেধাস্থান অর্জন করেছে এই মাদ্রাসা। ১৪৪৪-হিজরি/২০২৩-ঈসাব্দ শিক্ষাবর্ষে সর্বোচ্চ মেধাস্থান অর্জন করায় খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা থেকে বিশেষ সম্মাননা সনদও দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। এর আগের বছরও কেন্দ্রীয় পরীক্ষায় সর্বোচ্চ মেধাস্থান অর্জন করে মাদ্রাসাটি। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় মাদ্রাসাটির সাফল্য বলার মতো। একের পর এক স্বীকৃতি ও শিক্ষার্থীদের উত্তম ফলাফল একটি সুন্দর দ্বীনি-শিক্ষার অভূতপূর্ব সাফল্যে ঘেরা প্রতিষ্ঠানে পরিণত করেছে মাদ্রাসাটিকে। মাদ্রাসাটির ইসলামি জ্ঞানচর্চার পরিবেশকে সুন্দর ও উন্নত করতে দারুণ ইন্টিরিয়র ও মনোরম পরিবেশে একটি পাঠাগার স্থাপন করা হয়।

পাঠাগারটির উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, পত্রিকার সম্পাদক-প্রকাশক শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জেষ্ঠ্য সাংবাদিক রাজীব হাসান কচি, জেষ্ঠ্য সাংবাদিক রফিক রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মোহাম্মদ আহসানুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ ইনারুল ইসলাম ইন্না, শিক্ষক মাওলানা বায়োজিদ হোসেন, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা মুফতি জাকারিয়া আব্দুল্লাহসহ পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিশিষ্টজন ও স্থানীয় বাসিন্দারা।

মাদ্রাসাটির পরিচালক কৃতী ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, ‘জাতির সুস্থ মেধার বিকাশ ঘটাতে পাঠাগার গড়ে তোলা সমাজ ও রাষ্ট্রের অপরিহার্য অংশ। বই মানুষকে আলোকিত করে, এটি জ্ঞানের প্রতীক, হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের পথপ্রদর্শক। নদীর দু’কূলে বসবাসরত জনগোষ্ঠীকে একটি ব্রিজ বা সেতু যেমন বন্ধন তৈরিতে ভূমিকা রাখে, ঠিক তেমনি বই মানুষকে ইতিহাস-ঐতিহ্য জানতে সেতুর ভূমিকা পালন করে।’

তিনি আরও বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি ছাত্ররা যাতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে জানতে ও চর্চা করতে পারে তার জন্যই মূলত পাঠাগারটি স্থাপন করা হয়েছে। এ পাঠাগারের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মেধাকে আরও সমৃদ্ধ করতে পারবে।’

প্রসঙ্গত, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, এক সময়ের সাংবাদিক ও বর্তমান বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ ও দৈনিক সময়ের সমীকরণের প্রকাশক-সম্পাদক শরীফুজ্জামান শরীফের পিতা মরহুম শামসুজ্জোহা বিশ্বাস একটি সুন্দর দ্বীনি-শিক্ষার ভাবনা নিয়ে মরহুম হাজি শামসুজ্জোহা বিশ্বাস ২০০১ সালে মাত্র ১৩ জন ছাত্র ও একজন শিক্ষক নিয়ে একটি চালা-ঘরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামে ‘পাঁচকমলাপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা’ নামে দ্বীনি-শিক্ষার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে হাজি শামসুজ্জোহা বিশ্বাসের মৃত্যুর পর এই মাদ্রাসাটির পরিচালকের দায়িত্ব নেন তাঁর পুত্র চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও দানবীর হিসেবে খ্যাত আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। একজন সুযোগ্য উত্তরসূরী হিসেবে পিতার সুস্বপ্নকে আন্তরিকতা, ভালোবাসা, মেধা ও শ্রম দিয়ে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। মাদ্রাসাটি পরিচালনার জন্য সাহিদুজ্জামান টরিক চুয়াডাঙ্গায় তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেস অ্যান্ড কনভেনশন সেন্টার নির্মাণ করেছেন। সেখানে থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ এ মাদ্রাসা কার্যক্রমে ব্যয় করা হয়। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে মাদ্রাসাটিতে ছাত্রদের জন্য লিল্লাহ বোর্ডিং-এর ব্যবস্থা করা হয়। যেখানে তিন বেলা মাদ্রাসার সকল ছাত্র-শিক্ষকের মধ্যে বিনামূল্যে খাবার সরবরাহ নিশ্চিত করা হয়।