ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা ও জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চার ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিএসটিআই-এর লাইসেন্স না থাকায় আলমডাঙ্গার তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা এবং জীবননগরে গমের আটার মধ্যে পোকা থাকায় এক মুদি দোকানীকে ১০ হাজার টাকা জরিমারা করা হয়। গতকাল বুধবার পৃথক সময়ে এ অভিযান পরিচালিত হয়।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই লাইসেন্স না থাকায় দুটি বেকারি ও একটি তেল মিলের মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা শহরের আনন্দধাম সড়কে জনতা তেল মিলে, হাউসপুরের আরজু ফুড ও ক্যানেলপাড়ায় মনি ফুডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

জানা গেছে, বিএসটিআই লাইসেন্স ছাড়া আলমডাঙ্গা শহরের দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি তেল মিল ও বিস্কুট ফ্যাক্টরি (বেকারি) ব্যবসা করে আসছে। তারা মিলে তেল মাড়াইয়ের নিজেরাই সংরক্ষণ করে বাজারজাত করে। আর বেকারি দুটি বিস্কুটের লাইসেন্স নিয়ে কেক, পাউরুটি, ক্রিম রোলসহ নানা প্রকার খাদ্যসামগ্রী তৈরি করে আসছে। এমন সংবাদ পেয়ে গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ও খুলনার বিএসটিআই ইন্সপেক্টর আবু সিয়াম অভিযান পরিচালনা করেন। তারা শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এসময় বিএসটিআই লাইসেন্স না থাকায় জনকল্যাণ অয়েল মিলের মালিক রাশেদুজ্জামানকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও অভিযানে কেক, পাউরুটি ও ক্রিমরোলে মোড়ক ও প্যাকেটজাত করণে বিএসটিআই লাইসেন্স না থাকায় হাউসপুর এলাকায় আরজু ফুডের ম্যানেজার সোহানকে ৩ হাজার টাকা জরিমানা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে মনি ফুডের মালিক মনিরুজ্জামানকে একই আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আলমডাঙ্গা থানার এসআই রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

জীবননগর:

জীবননগরে মুদি দোকানে গমের আটার মধ্যে পোকা থাকায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গতকাল জীবননগর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। এসময় বাজারের তরিকুল স্টোরে বিক্রির জন্য রাখা গমের আটার মধ্যে পোকা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তরিকুল স্টোরের স্বত্ত্বাধিকারী তরিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। এসময় বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ বলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অজয় কুমারের সহযোগিতায় জীবননগরে নিয়মিত বাজার তদারকির জন্য অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মুদি দোকানে আটার মধ্যে পোকা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা ও জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চার ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ১০:২৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদন:

আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিএসটিআই-এর লাইসেন্স না থাকায় আলমডাঙ্গার তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা এবং জীবননগরে গমের আটার মধ্যে পোকা থাকায় এক মুদি দোকানীকে ১০ হাজার টাকা জরিমারা করা হয়। গতকাল বুধবার পৃথক সময়ে এ অভিযান পরিচালিত হয়।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই লাইসেন্স না থাকায় দুটি বেকারি ও একটি তেল মিলের মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা শহরের আনন্দধাম সড়কে জনতা তেল মিলে, হাউসপুরের আরজু ফুড ও ক্যানেলপাড়ায় মনি ফুডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

জানা গেছে, বিএসটিআই লাইসেন্স ছাড়া আলমডাঙ্গা শহরের দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি তেল মিল ও বিস্কুট ফ্যাক্টরি (বেকারি) ব্যবসা করে আসছে। তারা মিলে তেল মাড়াইয়ের নিজেরাই সংরক্ষণ করে বাজারজাত করে। আর বেকারি দুটি বিস্কুটের লাইসেন্স নিয়ে কেক, পাউরুটি, ক্রিম রোলসহ নানা প্রকার খাদ্যসামগ্রী তৈরি করে আসছে। এমন সংবাদ পেয়ে গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ও খুলনার বিএসটিআই ইন্সপেক্টর আবু সিয়াম অভিযান পরিচালনা করেন। তারা শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এসময় বিএসটিআই লাইসেন্স না থাকায় জনকল্যাণ অয়েল মিলের মালিক রাশেদুজ্জামানকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও অভিযানে কেক, পাউরুটি ও ক্রিমরোলে মোড়ক ও প্যাকেটজাত করণে বিএসটিআই লাইসেন্স না থাকায় হাউসপুর এলাকায় আরজু ফুডের ম্যানেজার সোহানকে ৩ হাজার টাকা জরিমানা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে মনি ফুডের মালিক মনিরুজ্জামানকে একই আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আলমডাঙ্গা থানার এসআই রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

জীবননগর:

জীবননগরে মুদি দোকানে গমের আটার মধ্যে পোকা থাকায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গতকাল জীবননগর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। এসময় বাজারের তরিকুল স্টোরে বিক্রির জন্য রাখা গমের আটার মধ্যে পোকা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তরিকুল স্টোরের স্বত্ত্বাধিকারী তরিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। এসময় বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ বলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অজয় কুমারের সহযোগিতায় জীবননগরে নিয়মিত বাজার তদারকির জন্য অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মুদি দোকানে আটার মধ্যে পোকা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।