ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরের মাটিলা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

সাড়ে ৪ কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে সাড়ে চার কেজিরও বেশি ওজনের সোনার বার জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার বারের মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। গতকাল বুধবার সকালে মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে এই সোনার বার উদ্ধার করে। এসময় মহেশপুর উপজেলার মাটিলা বাগান পাড়ার হযরত আলীর ছেলে রিমন হোসেনকে (২০) আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, বিজিবি গোপন সংবাদ পেয়ে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তিনি ও তাঁর উপ-অধিনায়ক মাহমুদুল হাসান সীমান্ত পিলার ৫২/১৮-আর থেকে ২০০ গজ বাংলাদেশের মধ্যে শহিদুল মন্ডলের বাঁশবাগানে ওঁৎ পেতে অবস্থান গ্রহণ করেন। এসময় দুইজন চোরাকারবারি সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি সাদা কাপড়ের বেল্ট সদৃশ প্যাকেট ভুট্টার খেতে ছুড়ে পালিয়ে যান।

মাসুদ পারভেজ রানা আরও জানান, বিজিবি টহল দল তাদের পিছু ধাওয়া করলে অজ্ঞাত একজন ভারতে পালিয়ে যেতে সক্ষম হলেও রিমন হোসেনকে আটক করা হয়। পরে চোরাকারবারিদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভেতর থেকে ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি সোনার বার জব্দ করা হয়। সোনার বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার গতকাল ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহেশপুরের মাটিলা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

সাড়ে ৪ কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

আপলোড টাইম : ১০:২০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে সাড়ে চার কেজিরও বেশি ওজনের সোনার বার জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার বারের মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। গতকাল বুধবার সকালে মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে এই সোনার বার উদ্ধার করে। এসময় মহেশপুর উপজেলার মাটিলা বাগান পাড়ার হযরত আলীর ছেলে রিমন হোসেনকে (২০) আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, বিজিবি গোপন সংবাদ পেয়ে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তিনি ও তাঁর উপ-অধিনায়ক মাহমুদুল হাসান সীমান্ত পিলার ৫২/১৮-আর থেকে ২০০ গজ বাংলাদেশের মধ্যে শহিদুল মন্ডলের বাঁশবাগানে ওঁৎ পেতে অবস্থান গ্রহণ করেন। এসময় দুইজন চোরাকারবারি সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি সাদা কাপড়ের বেল্ট সদৃশ প্যাকেট ভুট্টার খেতে ছুড়ে পালিয়ে যান।

মাসুদ পারভেজ রানা আরও জানান, বিজিবি টহল দল তাদের পিছু ধাওয়া করলে অজ্ঞাত একজন ভারতে পালিয়ে যেতে সক্ষম হলেও রিমন হোসেনকে আটক করা হয়। পরে চোরাকারবারিদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভেতর থেকে ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি সোনার বার জব্দ করা হয়। সোনার বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার গতকাল ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।