ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় ডিবি পুলিশ দেখে পালালো চোরাকারবারি

মোটরসাইকেলে মিলল ৭ কেজি রুপার গহনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ৩৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় অবৈধভাবে পাচারকালে ৭ কেজি রুপার গহনা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে এই রুপার গহনা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে যান। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন অবৈধভাবে চোরাই পথে রুপার গহনা পাচারের উদ্দেশ্যে একজন ব্যক্তি মোটরসাইকেলে চুয়াডাঙ্গা অভিমুখে যাবে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল চালককে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যান তিনি।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকির মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮টি প্যাকেটে রক্ষিত ৭ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এসময় চোরাচালান পণ্য পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক আসামিকে শনাক্ত ও তাকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় ডিবি পুলিশ দেখে পালালো চোরাকারবারি

মোটরসাইকেলে মিলল ৭ কেজি রুপার গহনা

আপলোড টাইম : ০৯:০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় অবৈধভাবে পাচারকালে ৭ কেজি রুপার গহনা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে এই রুপার গহনা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে যান। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন অবৈধভাবে চোরাই পথে রুপার গহনা পাচারের উদ্দেশ্যে একজন ব্যক্তি মোটরসাইকেলে চুয়াডাঙ্গা অভিমুখে যাবে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল চালককে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যান তিনি।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকির মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮টি প্যাকেটে রক্ষিত ৭ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এসময় চোরাচালান পণ্য পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক আসামিকে শনাক্ত ও তাকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে।