ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের আজান গ্রামে জনতার হাতে ভ্যানচোর আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ৩৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামে ব্যাটারিচালিত অটোভ্যান চুরির সময় খোরশেদ আলম (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। গতকাল সোমবার আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। খোরশেদ আলম মেহেরপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত মতিয়ার রহমানের ছেলে।

ভ্যানটির মালিক মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের লেবু ব্যবসায়ী মনিরুল হোসেন জানান, সকালে তিনি ভ্যানটি নিয়ে গাংনী উপজেলার আজান গ্রামে লেবু কিনতে আসেন। আজান প্রাথমিক বিদ্যালয়ের নিকট ভ্যানটি রেখে তিনি লেবু বাগানে যান। কিছু সময় পরে বাগানের বাইরে এসে দেখেন তার ভ্যানটি খোরশেদ চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি স্থানীয়দের নিয়ে ধাওয়া করে খোরশেদকে আটক করে এবং ভ্যানটি উদ্ধার করে। পরে স্থানীয়রা খোরশেদকে আটকে রেখে গাংনী থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে খোরশেদকে হেফাজতে নেয়।

এ ঘটনায় আজান গ্রামের সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। গেল কয়েক মাসে গ্রাম থেকে তিনটি অটোভ্যান চুরি হয়েছে। এছাড়াও কিছুদিন আগে একটি মুদি দোকানে চুরিসহ বাইসাইকেল ও মাঠের সেচ মেশিন চুরির মতো ঘটনা ঘটেছে। চুরি রোধে গ্রামবাসীর পক্ষে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এ বিষয়ে পদক্ষেপ নেয়।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ভ্যান চুরির সময় স্থানীয়রা একজনকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় আটককৃত চোরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরের আজান গ্রামে জনতার হাতে ভ্যানচোর আটক

আপলোড টাইম : ১১:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামে ব্যাটারিচালিত অটোভ্যান চুরির সময় খোরশেদ আলম (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। গতকাল সোমবার আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। খোরশেদ আলম মেহেরপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত মতিয়ার রহমানের ছেলে।

ভ্যানটির মালিক মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের লেবু ব্যবসায়ী মনিরুল হোসেন জানান, সকালে তিনি ভ্যানটি নিয়ে গাংনী উপজেলার আজান গ্রামে লেবু কিনতে আসেন। আজান প্রাথমিক বিদ্যালয়ের নিকট ভ্যানটি রেখে তিনি লেবু বাগানে যান। কিছু সময় পরে বাগানের বাইরে এসে দেখেন তার ভ্যানটি খোরশেদ চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি স্থানীয়দের নিয়ে ধাওয়া করে খোরশেদকে আটক করে এবং ভ্যানটি উদ্ধার করে। পরে স্থানীয়রা খোরশেদকে আটকে রেখে গাংনী থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে খোরশেদকে হেফাজতে নেয়।

এ ঘটনায় আজান গ্রামের সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। গেল কয়েক মাসে গ্রাম থেকে তিনটি অটোভ্যান চুরি হয়েছে। এছাড়াও কিছুদিন আগে একটি মুদি দোকানে চুরিসহ বাইসাইকেল ও মাঠের সেচ মেশিন চুরির মতো ঘটনা ঘটেছে। চুরি রোধে গ্রামবাসীর পক্ষে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এ বিষয়ে পদক্ষেপ নেয়।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ভ্যান চুরির সময় স্থানীয়রা একজনকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় আটককৃত চোরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।