ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, থানায় অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ৪০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের মহেশপুরে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের কর্মীদের ওপর বিজয় প্রার্থীর নৌকার কর্মীরা বিভিন্ন স্থানে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানিয়েছেন, তারা ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনে কাজ করায় প্রতিপক্ষ নৌকা মার্কার কর্মীরা তাদের ওপর হামলা করে। এ ঘটনায় মহেশপুর পৌরসভার নওদা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আব্দুর রশিদ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, নওদা গ্রামের মান্দার বক্সের ছেলে মমসিন, লোকমান হোসেনের ছেলে মশিয়ার, গুড়চাঁদের ছেলে ওমেদুল, ফকির চাঁদের ছেলে রেজা, মান্দারের ছেলে আজিজুলসহ সাত-আটজন ব্যক্তি গত ৭ই জানুয়ারি রাত ৮টায় নৌকা প্রতীকের বিজয় সংবাদ শুনে আব্দুর রশিদের ব্যবসা প্রতিষ্ঠানের হামলা করে এবং তাকে মারধর করার চেষ্টা করে। এসময় তিনি পালিয়ে রক্ষা পান। একই বাজারে মনিরুলের ডেকোরেটর দোকানে ইট পাটকেল নিক্ষেপ ও গালিগালাজ করা হয়।

এ বিষয়ে মহেশপুর থানায় পৃথক অভিযোগ করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খাঁন চঞ্চল এমপির সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ করেন, নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত বজলু রহমানের ছেলে টুনু ও নেপা মোড়ে জিয়াউর রহমানের ওপর নৌকার সমর্থকরা হামলা করে। উপজেলার বিভিন্ন স্থানে এই হামলা চলছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান বলেন, থানায় একাধিক অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহেশপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, থানায় অভিযোগ

আপলোড টাইম : ০৯:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের মহেশপুরে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের কর্মীদের ওপর বিজয় প্রার্থীর নৌকার কর্মীরা বিভিন্ন স্থানে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানিয়েছেন, তারা ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনে কাজ করায় প্রতিপক্ষ নৌকা মার্কার কর্মীরা তাদের ওপর হামলা করে। এ ঘটনায় মহেশপুর পৌরসভার নওদা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আব্দুর রশিদ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, নওদা গ্রামের মান্দার বক্সের ছেলে মমসিন, লোকমান হোসেনের ছেলে মশিয়ার, গুড়চাঁদের ছেলে ওমেদুল, ফকির চাঁদের ছেলে রেজা, মান্দারের ছেলে আজিজুলসহ সাত-আটজন ব্যক্তি গত ৭ই জানুয়ারি রাত ৮টায় নৌকা প্রতীকের বিজয় সংবাদ শুনে আব্দুর রশিদের ব্যবসা প্রতিষ্ঠানের হামলা করে এবং তাকে মারধর করার চেষ্টা করে। এসময় তিনি পালিয়ে রক্ষা পান। একই বাজারে মনিরুলের ডেকোরেটর দোকানে ইট পাটকেল নিক্ষেপ ও গালিগালাজ করা হয়।

এ বিষয়ে মহেশপুর থানায় পৃথক অভিযোগ করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খাঁন চঞ্চল এমপির সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ করেন, নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত বজলু রহমানের ছেলে টুনু ও নেপা মোড়ে জিয়াউর রহমানের ওপর নৌকার সমর্থকরা হামলা করে। উপজেলার বিভিন্ন স্থানে এই হামলা চলছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান বলেন, থানায় একাধিক অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।