ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহুলের সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ৪৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

‘ঝিনাইদহ জেলার মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছিলাম। ঝিনাইদহ-২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমি ভোটারদের সেই প্রত্যাশা ও মর্যাদা অক্ষুণ্ন রাখার চেষ্টা করব।’ ঝিনাইদহ-২ আসন থেকে নির্বাচিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল গত সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন। এমপি নির্বাচিত হওয়ার পর ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু  উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে ঝিনাইদহ-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দীন মিয়াজী, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম জাহেদী হিজল, আবু শাহরিয়ার জাহেদী পিপুল, আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী জোয়ার্দ্দার, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও জাহেদী ফাউন্ডেশনের তবিবুর রহমান লাবুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, নির্বাচনের পর ঝিনাইদহ-২ আসনে তার ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। তাছাড়া মিডিয়ায় ঈগল সমর্থকরা নৌকার সমর্থকদের ওপর হামলা করছে বলে যে খবর প্রকাশিত ও প্রচারিত হচ্ছে, এর সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই। তিনি এসব খবরকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিযে বলেন, এসব হচ্ছে পূর্বের সামাজিক দলাদলি ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তিনি বলেন, ‘আমি শান্তিতে বিশ্বাসী, আমি উন্নয়নে বিশ্বাসী। ভোটের আগে আমি ঝিনাইদহ-২ আসনের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করতে আমি চেষ্টা করব। জেলায় রেলপথ, মেডিকেল কলেজ স্থাপন, শিক্ষার উন্নয়ন ও যৌবন হারানো নবগঙ্গা নদী সংস্কার করে আবারো পুরোনো অবস্থায় ফিরিয়ে আনা হবে।’

তিনি বলেন, ‘আমার সমর্থকদের বলেছি কোনো হামলা বা কারো বাড়ি-ঘরে হামলা চালানো যাবে না। সবাই ভাই ভাই হিসেবে সমাজে বসবাস করতে হবে। ভোট শেষ হয়ে গেছে এখন এক জায়গায় বসে সবাই চা পান করবেন, সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ বজায় রাখবেন। আমি হানাহানিতে মোটেও বিশ্বাসী নয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহুলের সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৯:৪৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

ঝিনাইদহ অফিস:

‘ঝিনাইদহ জেলার মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছিলাম। ঝিনাইদহ-২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমি ভোটারদের সেই প্রত্যাশা ও মর্যাদা অক্ষুণ্ন রাখার চেষ্টা করব।’ ঝিনাইদহ-২ আসন থেকে নির্বাচিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল গত সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন। এমপি নির্বাচিত হওয়ার পর ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু  উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে ঝিনাইদহ-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দীন মিয়াজী, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম জাহেদী হিজল, আবু শাহরিয়ার জাহেদী পিপুল, আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী জোয়ার্দ্দার, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও জাহেদী ফাউন্ডেশনের তবিবুর রহমান লাবুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, নির্বাচনের পর ঝিনাইদহ-২ আসনে তার ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। তাছাড়া মিডিয়ায় ঈগল সমর্থকরা নৌকার সমর্থকদের ওপর হামলা করছে বলে যে খবর প্রকাশিত ও প্রচারিত হচ্ছে, এর সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই। তিনি এসব খবরকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিযে বলেন, এসব হচ্ছে পূর্বের সামাজিক দলাদলি ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তিনি বলেন, ‘আমি শান্তিতে বিশ্বাসী, আমি উন্নয়নে বিশ্বাসী। ভোটের আগে আমি ঝিনাইদহ-২ আসনের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করতে আমি চেষ্টা করব। জেলায় রেলপথ, মেডিকেল কলেজ স্থাপন, শিক্ষার উন্নয়ন ও যৌবন হারানো নবগঙ্গা নদী সংস্কার করে আবারো পুরোনো অবস্থায় ফিরিয়ে আনা হবে।’

তিনি বলেন, ‘আমার সমর্থকদের বলেছি কোনো হামলা বা কারো বাড়ি-ঘরে হামলা চালানো যাবে না। সবাই ভাই ভাই হিসেবে সমাজে বসবাস করতে হবে। ভোট শেষ হয়ে গেছে এখন এক জায়গায় বসে সবাই চা পান করবেন, সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ বজায় রাখবেন। আমি হানাহানিতে মোটেও বিশ্বাসী নয়।’