ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় মামলা, আটক ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ৩৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জয়পুর গ্রামের মেম্বার সাকার উদ্দিনের ছেলে রমজান আলী (৫৫), আনন্দবাস গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (৪০) ও রুহুল আমিনের ছেলে মামুন (৪০)। আটকের পর দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মেহেরপুর-১ আসনের নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের কর্মী-সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিলটি স্বতন্ত্র প্রার্থীর সর্মথক জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ^াসের বাড়ির সামনে পৌঁছালে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে দু-পক্ষকে ছত্রভঙ্গ করে।

সংঘর্ষের ঘটনায় ঘটনায় গতকাল স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও নৌকার সমর্থক আলতাব হোসেন বাদী হয়ে মুজিবনগর থানায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসসহ মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রমজান আলী, রানা বিশ্বাস ও মামুন নামের ৩জনকে আটক করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায়, একটি মামলার ভিত্তিতে আমরা এ পর্যন্ত তিনজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা চলছে। তাছাড়া ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় মামলা, আটক ৩

আপলোড টাইম : ০৯:৩৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জয়পুর গ্রামের মেম্বার সাকার উদ্দিনের ছেলে রমজান আলী (৫৫), আনন্দবাস গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (৪০) ও রুহুল আমিনের ছেলে মামুন (৪০)। আটকের পর দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মেহেরপুর-১ আসনের নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের কর্মী-সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিলটি স্বতন্ত্র প্রার্থীর সর্মথক জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ^াসের বাড়ির সামনে পৌঁছালে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে দু-পক্ষকে ছত্রভঙ্গ করে।

সংঘর্ষের ঘটনায় ঘটনায় গতকাল স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও নৌকার সমর্থক আলতাব হোসেন বাদী হয়ে মুজিবনগর থানায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসসহ মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রমজান আলী, রানা বিশ্বাস ও মামুন নামের ৩জনকে আটক করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায়, একটি মামলার ভিত্তিতে আমরা এ পর্যন্ত তিনজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা চলছে। তাছাড়া ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’