ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত, দুই সাংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শোক

দৈনিক আকাশ খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউকের ইন্তেকাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মৃত্যুকে বরণ করে চুয়াডাঙ্গার সুপরিচিত মুখ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক আকাশ খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক হয়েছেন দূর আকাশের নক্ষত্র। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন বরেণ্য এ ব্যক্তিত্ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরিবারের স্বজনেরা জানিয়েছেন, এর আগে আরও দুবার স্ট্রোক করে বাড়িতেই বিশ্রামে থাকতেন অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক। অসুস্থতার মধ্যেও খানিকটা সুস্থ থাকার চেষ্টা ছিল তাঁর। কিন্তু হঠাৎ আবারও স্ট্রোক করেই প্রাণ হারালেন তিনি।

প্রতিবাদী কণ্ঠস্বর অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক ছিলেন বিশিষ্ট সমাজসেবক। সমাজসেবা ও মানবতার প্রতি তাঁর ছিল ব্যাপক অবদান। শহরের সিভিল সোসাইটির অন্যতম পুরোধা এ ব্যক্তি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন গুণী মানুষ। নিজের বর্ণাঢ্য কর্মজীবনে মানুষের জন্য শুধু কাজই করে গেছেন। সততার জন্য তার খ্যাতি ছিল প্রবাদসম। তিনি হয়েছিলেন প্রতিবাদী ও ন্যায়ের পক্ষের মানুষ। চুয়াডাঙ্গার সকল ক্ষেত্রেই রয়েছে তাঁর সরব উপস্থিতি-পদচারণা। রাজনীতি থেকে সাংবাদিকতা কিংবা আইন পেশা থেকে মানব সেবা, সামাজিক সকল অবস্থানে তাঁর ভূমিকা সক্রিয় এবং বলিষ্ঠ। গতকাল সকালে তাঁর মৃত্যুর খবর পেয়ে বাসভবনে তাকে শেষ বারের মতো দেখতে জড়ো হন বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, সাহিত্যিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ। গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন প্রবীণ সাংবাদিক, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক।

গতকালই বাদ মাগরিব জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এ সময়ের ব্যবধানে শত শত মানুষ একনজর শেষ দেখা দেখতে ভিড় জমান তাঁর নিজ বাসভবনে। আজীবন সংগ্রামী ও প্রতিবাদী এই ব্যক্তিত্বকে শোক জানাতে যেন মানুষের ঢল নামে।

মৃত্যুর খবর শুনেই অ্যাড. ডিউকের বাড়িতে ছুটে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাদ মাগরিব রেলবাজারস্থ আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুম ডিউকের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধুমহল, সুধীজনসহ প্রায় অর্ধহাজার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়েছে।

জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মুহা. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক তালিম হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. সেলিম উদ্দিন খাঁন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, রাজিব হানান কচি, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জোবায়ের আহম্মেদ সাব্বির, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকরামুল হক মুক্তা, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শাহরিন হক মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সিনিয়র আইনজীবী আকসিজুল ইসলাম রতন, শরিফ উদ্দিন হাসু, তসলিম উদ্দীন ফিরোজ, সামাজিক ও সাংস্কৃতি ব্যক্তিত্ব মোহাম্মদ তৌহিদ হোসেন, দৈনিক পশ্চিমাঞ্চলের নির্বাহী সম্পাদক রুবাইত বিন আজাদ সুস্থির, সিনিয়র সাংবাদিক এম এ মামুন, বিপুল আশরাফ, কামরুজ্জামান সেলিম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার বাদল, জামান, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী ও ডা. মোহাম্মদ ফকির মোহাম্মদ। জানাজা পরিচালনা করেন অ্যাড. ডিউকের ভাতিজা লার্জ মালিকের ছেলে হাফেজ শাহিদুল মুরছালিন মালিক।

এরপর একে একে অ্যাড. তছিরুল আলম মালিক ডিউকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধাণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মুহা. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী সেলিম উদ্দীন খাঁন, আকসিজুল ইসলাম রতন, শাহজাহান মুকুল, কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, জিপি আশরাফুল আলম খোকন, অ্যাড. আবুল বাশার, তসলিম উদ্দীন ফিরোজ, মকলেসুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক রাজীব হাসান কচি, শেখ সেলিম, রফিক রহমান, এম এম আলাউদ্দীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউকের মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। অপরদিকে, আজ বুধবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে মরহুম আইনজীবীর স্মরণে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। এরপর জেলা আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত, দুই সাংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শোক

দৈনিক আকাশ খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউকের ইন্তেকাল

আপলোড টাইম : ০৯:২৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

মৃত্যুকে বরণ করে চুয়াডাঙ্গার সুপরিচিত মুখ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক আকাশ খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক হয়েছেন দূর আকাশের নক্ষত্র। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন বরেণ্য এ ব্যক্তিত্ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরিবারের স্বজনেরা জানিয়েছেন, এর আগে আরও দুবার স্ট্রোক করে বাড়িতেই বিশ্রামে থাকতেন অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক। অসুস্থতার মধ্যেও খানিকটা সুস্থ থাকার চেষ্টা ছিল তাঁর। কিন্তু হঠাৎ আবারও স্ট্রোক করেই প্রাণ হারালেন তিনি।

প্রতিবাদী কণ্ঠস্বর অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক ছিলেন বিশিষ্ট সমাজসেবক। সমাজসেবা ও মানবতার প্রতি তাঁর ছিল ব্যাপক অবদান। শহরের সিভিল সোসাইটির অন্যতম পুরোধা এ ব্যক্তি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন গুণী মানুষ। নিজের বর্ণাঢ্য কর্মজীবনে মানুষের জন্য শুধু কাজই করে গেছেন। সততার জন্য তার খ্যাতি ছিল প্রবাদসম। তিনি হয়েছিলেন প্রতিবাদী ও ন্যায়ের পক্ষের মানুষ। চুয়াডাঙ্গার সকল ক্ষেত্রেই রয়েছে তাঁর সরব উপস্থিতি-পদচারণা। রাজনীতি থেকে সাংবাদিকতা কিংবা আইন পেশা থেকে মানব সেবা, সামাজিক সকল অবস্থানে তাঁর ভূমিকা সক্রিয় এবং বলিষ্ঠ। গতকাল সকালে তাঁর মৃত্যুর খবর পেয়ে বাসভবনে তাকে শেষ বারের মতো দেখতে জড়ো হন বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, সাহিত্যিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ। গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন প্রবীণ সাংবাদিক, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক।

গতকালই বাদ মাগরিব জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এ সময়ের ব্যবধানে শত শত মানুষ একনজর শেষ দেখা দেখতে ভিড় জমান তাঁর নিজ বাসভবনে। আজীবন সংগ্রামী ও প্রতিবাদী এই ব্যক্তিত্বকে শোক জানাতে যেন মানুষের ঢল নামে।

মৃত্যুর খবর শুনেই অ্যাড. ডিউকের বাড়িতে ছুটে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাদ মাগরিব রেলবাজারস্থ আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুম ডিউকের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধুমহল, সুধীজনসহ প্রায় অর্ধহাজার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়েছে।

জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মুহা. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক তালিম হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. সেলিম উদ্দিন খাঁন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, রাজিব হানান কচি, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জোবায়ের আহম্মেদ সাব্বির, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকরামুল হক মুক্তা, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শাহরিন হক মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সিনিয়র আইনজীবী আকসিজুল ইসলাম রতন, শরিফ উদ্দিন হাসু, তসলিম উদ্দীন ফিরোজ, সামাজিক ও সাংস্কৃতি ব্যক্তিত্ব মোহাম্মদ তৌহিদ হোসেন, দৈনিক পশ্চিমাঞ্চলের নির্বাহী সম্পাদক রুবাইত বিন আজাদ সুস্থির, সিনিয়র সাংবাদিক এম এ মামুন, বিপুল আশরাফ, কামরুজ্জামান সেলিম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার বাদল, জামান, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী ও ডা. মোহাম্মদ ফকির মোহাম্মদ। জানাজা পরিচালনা করেন অ্যাড. ডিউকের ভাতিজা লার্জ মালিকের ছেলে হাফেজ শাহিদুল মুরছালিন মালিক।

এরপর একে একে অ্যাড. তছিরুল আলম মালিক ডিউকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধাণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মুহা. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী সেলিম উদ্দীন খাঁন, আকসিজুল ইসলাম রতন, শাহজাহান মুকুল, কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, জিপি আশরাফুল আলম খোকন, অ্যাড. আবুল বাশার, তসলিম উদ্দীন ফিরোজ, মকলেসুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক রাজীব হাসান কচি, শেখ সেলিম, রফিক রহমান, এম এম আলাউদ্দীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউকের মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। অপরদিকে, আজ বুধবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে মরহুম আইনজীবীর স্মরণে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। এরপর জেলা আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হবে।