ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ফলাফল প্রত্যাখান করে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ভোট সুষ্ঠু হয়নি, কেন্দ্র দখল, ভোট কেটে নেওয়া ও এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে ফলাফল প্রতাখ্যান করেছেন ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম দুলাল। গতকাল সোমবার সন্ধ্যায় জেলার শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে প্রার্থীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোটের ফলাফল প্রত্যাখান করেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম দুলাল বলেন, ঝিনাইদহ-১ আসনে ভোট সুষ্ঠু হয়নি। জোরপূর্বক ভোট কেটে নেওয়া হয়েছে। ভয়-ভীতি দেখিয়ে  কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েও এ ধরনের অনিয়ম বন্ধ করাতে পারেনি। তাই তিনি এই আসনের বিভিন্ন ইউনিয়নের ২১টি ভোট কেন্দ্রের ফলাফল প্রত্যাখান করে নির্বাচন কমিশনের কাছে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।

তিনি আরও বলেন, ভোট পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রতীকের সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এমন ঘটনায় পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এমপি ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সহসভাপতি ট্রাক প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট। এই আসনে নৌকার প্রার্থী ১৩ হাজার ৮২২ ভোটের ব্যবধানে পঞ্চমবারের জয়ী হন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ফলাফল প্রত্যাখান করে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০১:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

ঝিনাইদহ অফিস:

ভোট সুষ্ঠু হয়নি, কেন্দ্র দখল, ভোট কেটে নেওয়া ও এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে ফলাফল প্রতাখ্যান করেছেন ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম দুলাল। গতকাল সোমবার সন্ধ্যায় জেলার শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে প্রার্থীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোটের ফলাফল প্রত্যাখান করেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম দুলাল বলেন, ঝিনাইদহ-১ আসনে ভোট সুষ্ঠু হয়নি। জোরপূর্বক ভোট কেটে নেওয়া হয়েছে। ভয়-ভীতি দেখিয়ে  কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েও এ ধরনের অনিয়ম বন্ধ করাতে পারেনি। তাই তিনি এই আসনের বিভিন্ন ইউনিয়নের ২১টি ভোট কেন্দ্রের ফলাফল প্রত্যাখান করে নির্বাচন কমিশনের কাছে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।

তিনি আরও বলেন, ভোট পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রতীকের সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এমন ঘটনায় পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এমপি ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সহসভাপতি ট্রাক প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট। এই আসনে নৌকার প্রার্থী ১৩ হাজার ৮২২ ভোটের ব্যবধানে পঞ্চমবারের জয়ী হন।