ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর মিষ্টি উৎসবে জনতার ঢল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয় লাভ করায় মিষ্টি উৎসব করেছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল। গতকাল সোমবার বিকেলে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। বিকেলে এ উপলক্ষে সেখানে শুভেচ্ছা বক্তব্য দেন বিজয়ী প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের আমন্ত্রণ জানানো হয়।

শুভেচ্ছা বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদি মহুল তাঁর ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী ৫ বছর সকলের পাশে থেকে সেবা করার আশ্বাসও দেন। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মিষ্টি বিতরণ করা হয়। নানা শ্রেণি-পেশার মানুষ মিষ্টিমুখ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে ১১ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঈগল পাখি প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর মিষ্টি উৎসবে জনতার ঢল

আপলোড টাইম : ০১:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

ঝিনাইদহ অফিস:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয় লাভ করায় মিষ্টি উৎসব করেছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল। গতকাল সোমবার বিকেলে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। বিকেলে এ উপলক্ষে সেখানে শুভেচ্ছা বক্তব্য দেন বিজয়ী প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের আমন্ত্রণ জানানো হয়।

শুভেচ্ছা বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদি মহুল তাঁর ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী ৫ বছর সকলের পাশে থেকে সেবা করার আশ্বাসও দেন। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মিষ্টি বিতরণ করা হয়। নানা শ্রেণি-পেশার মানুষ মিষ্টিমুখ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে ১১ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঈগল পাখি প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।