ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভোটদানে বিরত থাকায় চুয়াডাঙ্গাবাসীকে স্বাগত জানালেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফ

সরকার পতনের আন্দোলনে সকলকে সাথে থাকার আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ৭৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ভোটারের থেকে হাঁস-মুরগীর উপস্থিতি বেশি ছিল বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। গতকাল সোমবার রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রিয় জেলাবাসী সকলকে সালাম। গত ৭ জানুয়ারি যে প্রহসনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে সকলকে আহ্বান করে লিফলেট বিতরণ করেছিলাম। জেলাবাসী স্বতস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকায় সকলকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমি ধিক্কার জানায় এই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রযন্ত্রকে।’

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও যারা এই ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য দুর্নীতি, অনিয়ম ও মিথ্যাচার করছে, আমি তাদেরকেও ধিক্কার জানিয়ে বলতে চাই, ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমরা অত্যান্ত সক্রিয় থেকেছি এবং চুয়াডাঙ্গা জেলার প্রতিটি কেন্দ্রে মনিটরিং করেছি। প্রতি আধা ঘণ্টা পরপর আমরা ছবি নিয়েছি এবং তা বিশ্লেষণ করেছি। আমরা দেখেছি প্রতিটি কেন্দ্রে হাঁস-মুরগী, কুকুর ঘোরাফেরা করেছে, কিন্তু মানুষের কোনো বিচরণ ছিল না। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে, চুয়াডাঙ্গা-১ আসনে ৪৯ শতাংশ এবং ২ আসনে ৪৬ শতাংশ ভোট পোল দেখানো হয়েছে।’

তিনি বলেন, ‘যে জাতি ভোট দেয়নি, যে সাধারণ মানুষেরা ভোট দেয়নি, আপনারা তাদের কাছে কী জবাব দেবেন? যে জাতি ও সাধারণ মানুষ ভোট দেয়নি, তারা জানে আপনারা প্রহসন করেন, মিথ্যাচার করছেন এবং অন্যায় করছেন। জাতির কাছে আপনারা কী জবাব দেবেন? রাষ্ট্রযন্ত্র যখন অন্যায় ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে, তখন আমরা সাধারণ মানুষ অসহায় হয়ে যায়। আমাদের বিচার চাওয়ার আর জায়গা থাকে না। আমি চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এখনও সময় আছে এই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা থেকে সড়ে দাঁড়ান। এই সরকারের পতনের জন্য যে আন্দোলন-সংগ্রাম জাতীয়তাবাদী দল করে যাচ্ছে, এই সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।’

এসময় শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলার সকল মানুষকে এই ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে সাথে থাকার আহ্বান জানানিয়ে বক্তব্য শেষ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভোটদানে বিরত থাকায় চুয়াডাঙ্গাবাসীকে স্বাগত জানালেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফ

সরকার পতনের আন্দোলনে সকলকে সাথে থাকার আহ্বান

আপলোড টাইম : ০১:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ভোটারের থেকে হাঁস-মুরগীর উপস্থিতি বেশি ছিল বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। গতকাল সোমবার রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রিয় জেলাবাসী সকলকে সালাম। গত ৭ জানুয়ারি যে প্রহসনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে সকলকে আহ্বান করে লিফলেট বিতরণ করেছিলাম। জেলাবাসী স্বতস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকায় সকলকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমি ধিক্কার জানায় এই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রযন্ত্রকে।’

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও যারা এই ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য দুর্নীতি, অনিয়ম ও মিথ্যাচার করছে, আমি তাদেরকেও ধিক্কার জানিয়ে বলতে চাই, ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমরা অত্যান্ত সক্রিয় থেকেছি এবং চুয়াডাঙ্গা জেলার প্রতিটি কেন্দ্রে মনিটরিং করেছি। প্রতি আধা ঘণ্টা পরপর আমরা ছবি নিয়েছি এবং তা বিশ্লেষণ করেছি। আমরা দেখেছি প্রতিটি কেন্দ্রে হাঁস-মুরগী, কুকুর ঘোরাফেরা করেছে, কিন্তু মানুষের কোনো বিচরণ ছিল না। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে, চুয়াডাঙ্গা-১ আসনে ৪৯ শতাংশ এবং ২ আসনে ৪৬ শতাংশ ভোট পোল দেখানো হয়েছে।’

তিনি বলেন, ‘যে জাতি ভোট দেয়নি, যে সাধারণ মানুষেরা ভোট দেয়নি, আপনারা তাদের কাছে কী জবাব দেবেন? যে জাতি ও সাধারণ মানুষ ভোট দেয়নি, তারা জানে আপনারা প্রহসন করেন, মিথ্যাচার করছেন এবং অন্যায় করছেন। জাতির কাছে আপনারা কী জবাব দেবেন? রাষ্ট্রযন্ত্র যখন অন্যায় ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে, তখন আমরা সাধারণ মানুষ অসহায় হয়ে যায়। আমাদের বিচার চাওয়ার আর জায়গা থাকে না। আমি চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এখনও সময় আছে এই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা থেকে সড়ে দাঁড়ান। এই সরকারের পতনের জন্য যে আন্দোলন-সংগ্রাম জাতীয়তাবাদী দল করে যাচ্ছে, এই সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।’

এসময় শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলার সকল মানুষকে এই ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে সাথে থাকার আহ্বান জানানিয়ে বক্তব্য শেষ করেন।