ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আবারও পুলিশের সিসিটিভি ক্যামেরার আওতায় এলো চুয়াডাঙ্গা জেলা শহর

জনগণের জানমালের নিরাপত্তায় প্রহরী হিসেবে কাজ করবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহর আবারও সিসিটিভি ক্যামেরার আওতায় আসলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ। এবার প্রথম ধাপে ৫০টি সিসিটিভি ক্যামেরা পুনঃস্থাপন করা হয়। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।
এর আগে তিনি সাংবাদিকদের বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেকোনো নাশকতা এড়াতে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে পুলিশি কার্যক্রম আরও সহজ হবে। পুলিশ সুপার আরও বলেন, শহরে পুলিশের সিসিটিভি ক্যামেরা স্থাপিত হয়েছিল। কিন্তু সেগুলোর অধিকাংশ অকেজো হয়ে পড়েছিল। তাই সেসব ক্যামেরা মেরামত এবং পুনঃস্থাপন করা হয়। পর্যায়ক্রমে পুরো জেলা তথা উপজেলার শহরের গুরুত্বপূর্ণ স্থানেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।’
পুলিশ সুপার বলেন, ‘২০১৬ সালে ১২টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিসি ক্যামেরা দ্বারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হাতেখড়ি শুরু হয়। কিন্তু নানাবিধ প্রতিকূলতার কারণে ২০১৮ সালে এগুলো অকেজো হয়ে যায়। নতুন উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে এবং যুক্ত হয়েছে রেল ও বাস স্টেশন, রেললাইন এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটা হাইওয়ে রোড। শহরের চুরি ডাকাতি নিয়ন্ত্রণসহ জনগণের জানমালের নিরাপত্তায় সিসি ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা সপ্তাহে সাত দিন প্রহরী হিসেবে কাজ করবে। জেলা শহরের সরকারি স্থাপনাসমূহ ও কেপিআইগুলোর নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
জেলা পুলিশ জানায়, চুয়াডাঙ্গা শহরের পুলিশ অফিস মেইনগেট, সিভিল সার্জন বাংলো, জেলা জজ সাহেবের বাংলো, হাসান চত্বর, নিউ মার্কেটের সামনে, পৌরসভার মোড়, টাউন ফুটবল মাঠ এলাকা, একাডেমি মোড় ও আশপাশে এলাকা, রেলগেট রেলবাজার, রেলস্টেশন, মাছ বাজার আড়ৎ এলাকা, টিঅ্যান্ডটি মোড়, সরকারি কলেজ মোড়, হসপিটাল রোড, ইমারজেন্সি রোড, প্রেসক্লাব মোড়, ডিসি অফিসের সামনে, জীবননগর বাসস্ট্যান্ড, কেদারগঞ্জ বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সর্বমোট ৫০ (পঞ্চাশ) টি হাই রেজুলেশন সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসি ক্যামেরাগুলি পুলিশ সুপারের কার্যালয় থেকে সর্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, নাজিম উদ্দিন আল আজাদ, আনিসুজ্জামান লালন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও ডিআই-১ আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আবারও পুলিশের সিসিটিভি ক্যামেরার আওতায় এলো চুয়াডাঙ্গা জেলা শহর

জনগণের জানমালের নিরাপত্তায় প্রহরী হিসেবে কাজ করবে

আপলোড টাইম : ০৯:১৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহর আবারও সিসিটিভি ক্যামেরার আওতায় আসলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ। এবার প্রথম ধাপে ৫০টি সিসিটিভি ক্যামেরা পুনঃস্থাপন করা হয়। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।
এর আগে তিনি সাংবাদিকদের বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেকোনো নাশকতা এড়াতে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে পুলিশি কার্যক্রম আরও সহজ হবে। পুলিশ সুপার আরও বলেন, শহরে পুলিশের সিসিটিভি ক্যামেরা স্থাপিত হয়েছিল। কিন্তু সেগুলোর অধিকাংশ অকেজো হয়ে পড়েছিল। তাই সেসব ক্যামেরা মেরামত এবং পুনঃস্থাপন করা হয়। পর্যায়ক্রমে পুরো জেলা তথা উপজেলার শহরের গুরুত্বপূর্ণ স্থানেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।’
পুলিশ সুপার বলেন, ‘২০১৬ সালে ১২টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিসি ক্যামেরা দ্বারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হাতেখড়ি শুরু হয়। কিন্তু নানাবিধ প্রতিকূলতার কারণে ২০১৮ সালে এগুলো অকেজো হয়ে যায়। নতুন উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে এবং যুক্ত হয়েছে রেল ও বাস স্টেশন, রেললাইন এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটা হাইওয়ে রোড। শহরের চুরি ডাকাতি নিয়ন্ত্রণসহ জনগণের জানমালের নিরাপত্তায় সিসি ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা সপ্তাহে সাত দিন প্রহরী হিসেবে কাজ করবে। জেলা শহরের সরকারি স্থাপনাসমূহ ও কেপিআইগুলোর নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
জেলা পুলিশ জানায়, চুয়াডাঙ্গা শহরের পুলিশ অফিস মেইনগেট, সিভিল সার্জন বাংলো, জেলা জজ সাহেবের বাংলো, হাসান চত্বর, নিউ মার্কেটের সামনে, পৌরসভার মোড়, টাউন ফুটবল মাঠ এলাকা, একাডেমি মোড় ও আশপাশে এলাকা, রেলগেট রেলবাজার, রেলস্টেশন, মাছ বাজার আড়ৎ এলাকা, টিঅ্যান্ডটি মোড়, সরকারি কলেজ মোড়, হসপিটাল রোড, ইমারজেন্সি রোড, প্রেসক্লাব মোড়, ডিসি অফিসের সামনে, জীবননগর বাসস্ট্যান্ড, কেদারগঞ্জ বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সর্বমোট ৫০ (পঞ্চাশ) টি হাই রেজুলেশন সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসি ক্যামেরাগুলি পুলিশ সুপারের কার্যালয় থেকে সর্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, নাজিম উদ্দিন আল আজাদ, আনিসুজ্জামান লালন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও ডিআই-১ আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।