ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগর-দর্শনা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান

রশি ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ২৫ বার পড়া হয়েছে

জীবননগর অফিস/ প্রতিবেদক, উথলী:
চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদরের গাইদঘাট গ্রামের মো. মিরাজ হোসেন ওরফে রাফেজ (২২) ও মো. ইউনুছ আলী (৩২)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান।

পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে জীবননগর উপজেলার দর্শনা-জীবননগর সড়কের উথলী জামতলায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। এর পরিপ্রেক্ষিতে সেখানে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মল্লিক শরীফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আড়াইটার দিকে অভিযানে যান। এসময় ডাকাতির প্রস্তুতিকালে মো. মিরাজ হোসেন ওরফে রাফেজ ও মো. ইউনুছ আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ধারালো হাসুয়া, একটি শাবল, একটি বোল্ট (তালা কাটার যন্ত্র), দুটি কাঠের লাঠি, দুটি হ্যাক্স ব্লেড ও রশি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, মো. মিরাজ হোসেন ওরফে রাফেজ ও মো. ইউনুছ আলীর বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর-দর্শনা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান

রশি ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

আপলোড টাইম : ০১:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

জীবননগর অফিস/ প্রতিবেদক, উথলী:
চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদরের গাইদঘাট গ্রামের মো. মিরাজ হোসেন ওরফে রাফেজ (২২) ও মো. ইউনুছ আলী (৩২)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান।

পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে জীবননগর উপজেলার দর্শনা-জীবননগর সড়কের উথলী জামতলায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। এর পরিপ্রেক্ষিতে সেখানে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মল্লিক শরীফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আড়াইটার দিকে অভিযানে যান। এসময় ডাকাতির প্রস্তুতিকালে মো. মিরাজ হোসেন ওরফে রাফেজ ও মো. ইউনুছ আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ধারালো হাসুয়া, একটি শাবল, একটি বোল্ট (তালা কাটার যন্ত্র), দুটি কাঠের লাঠি, দুটি হ্যাক্স ব্লেড ও রশি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, মো. মিরাজ হোসেন ওরফে রাফেজ ও মো. ইউনুছ আলীর বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।