ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বছরের প্রথম দিনে ‘বই বিতরণ উৎসব’ উদ্যাপন

নতুন বই পেয়ে শিক্ষাথীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ৬২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
করোনাকাল ছাড়া ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। সে অনুযায়ী গতকাল সোমবারও বছরের প্রথম দিনে দেশের বিদ্যালয়গুলোর ন্যায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা:
বছরের প্রথম দিনেই চুয়াডাঙ্গার স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকে চুয়াডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব দিবসের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। তবে চুয়াডাঙ্গায় এখনো নবম শ্রেণির বই এসে পৌঁছায়নি। চুয়াডাঙ্গা জেলা প্রাথমকি শিক্ষা অফিসের আয়োজনে গতকাল দুপুর ১২টায় চুয়াডাঙ্গা কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, পিপিএম- সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ জোহরা।

এদিকে, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোবাইলে অনেকেই আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইলে সময় না কাটিয়ে বইয়ে সময় কাটাতে হবে। বই পড়লে প্রাইভেট টিচার বা কোচিং লাগে না। বর্তমানে খুবই কম্পিটিশনের যুগ। ভালো ফলাফল করতে হলে প্রচুর পড়তে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আজকের যারা ছাত্র তারাই আগামী দিনের ভবিষ্যত। তোমাদের যোগ্য হয়ে উঠতে হবে। জীবনে উন্নতি করতে হলে সব কাজ শিখতে হবে। বইয়ের প্রতি যার ভালোবাসা আছে, সে ভালো ফলাফল করবে। শিক্ষার মান দিনে দিনে কমে যাচ্ছে। শিক্ষকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সকল শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিতে হবে। দুর্বলদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বড় হয়ে দেশের কল্যাণে কাজ করো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) নাঈমা জাহান সুমাইয়া। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে। নবম শ্রেণির বই এখনো এসে পৌছায়নি। তবে দ্রুতই বইগুলো চলে আসবে।


অন্যদিকে, চুয়াডাঙ্গায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম- সেবা।
পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী।
অপর দিকে, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানে গতকাল দুপুরে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান এ বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোনয়ার হোসেনের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শহরের চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ উচ্চবিদ্যািলয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রাহেলা খাতুন গার্লস একাডেমি ও একাডেমি বিদ্যালয়সহ সকল বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার জানান, চলতি শিক্ষাবর্ষ-২০২৪ জেলায় প্রথম শ্রেণি এবতেদায়ী থেকে ৯ম-১০ শ্রেণি, দাখিল ও ভোকেশনাল পর্যন্ত ১৬ লাখ ৬৮ হাজার ২২৪ টি বইয়ের চাহিদা রয়েছে। এ পর্যন্ত বই পাওয়া গেছে, ৮৯ লাখ ৫ হাজার ৯১৬টি।

দর্শনা:
দর্শনা শ্যামপুরে মোয়াজ্জেম হোসেন কিন্ডার গার্ডেন স্কুলে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল বছরের প্রথম দিন সকাল সাড়ে ৯টায় শ্যামপুর মোয়াজ্জেম হোসেন হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর আঙ্গিনায় কিন্ডার গার্ডেন স্কুলের উদ্বোধন ও নতুন বই বিতরণ করা হয়। মাহবুব উল ইসলাম খোকন উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাদ্রার ছাত্র জুনায়েত হোসেন। মাদ্রাসায় কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরাজি, অংক ও সমাজ বিজ্ঞানসহ সকল বিষয়ে শিক্ষা প্রদান করা হবে জানান কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, মো. হাবিবুল্লা, হালসা কিন্ডার গার্ডেনের শিক্ষক সাইদুর রহমান, কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামপুর জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা জুনায়েত হোসেন।

আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের-২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্যদিয়ে বই উৎসব পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, আন্দুলবাড়ীয়া কলেজের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, শরিফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শেখ ফিরোজ আহমেদ, শেখ সামাদুল ইসলাম ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন।

উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের প্রথম দিন শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা আনন্দ করছে। শিক্ষার্থীদের কেউ পৃষ্ঠা উল্টিয়ে দেখছে, কেউবা নতুন বইয়ের গন্ধ শুঁকছে। আবার অনেকে বই পাওয়ার আনন্দ ভাগাভাগি করছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর। সভাপতি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে বলেন, এই বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০২৪ সালে শতভাগ বই প্রতিষ্ঠানে চলে আসার জন্য প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদ্রাসার সুপার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
ঝিনাইদহ:
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খানের সভাপতিত্বে এ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী। বক্তব্য দেন ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার মো. আব্দুর রশিদ ও মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন। জেলার ৬ উপজেলায় ইফার পক্ষ থেকে বই উৎসব করা হয়।

ডাকবাংলা:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বছরের প্রথম দিন ‘বই বিতরণ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার বেলা ১১টায় বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ওসমান গনীর সভাপতিত্বে এ বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসা পরিষদের সাধারণ সম্পাদক ও সাগান্না ইউনিয়ন যুবদল নেতা আফছার উদ্দীন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঝিনাইদহের আলোচিত সংগঠন স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের সাবেক সভাপতি রাতুল হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি মামুন মন্ডল, ছাত্রদল নেতা ইফাদ মিয়া এবং বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকমণ্ডলীসহ শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, ঝিনাইদহের আলোচিত সংগঠন স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের সাবেক সভাপতি রাতুল হোসেন ও ভারপ্রাপ্ত সভাপতি মামুন মন্ডল বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসার বই উৎসব অনুষ্ঠানে এসে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ১০ হাজার টাকা দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বছরের প্রথম দিনে ‘বই বিতরণ উৎসব’ উদ্যাপন

নতুন বই পেয়ে শিক্ষাথীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

আপলোড টাইম : ০৪:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
করোনাকাল ছাড়া ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। সে অনুযায়ী গতকাল সোমবারও বছরের প্রথম দিনে দেশের বিদ্যালয়গুলোর ন্যায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা:
বছরের প্রথম দিনেই চুয়াডাঙ্গার স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকে চুয়াডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব দিবসের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। তবে চুয়াডাঙ্গায় এখনো নবম শ্রেণির বই এসে পৌঁছায়নি। চুয়াডাঙ্গা জেলা প্রাথমকি শিক্ষা অফিসের আয়োজনে গতকাল দুপুর ১২টায় চুয়াডাঙ্গা কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, পিপিএম- সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ জোহরা।

এদিকে, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোবাইলে অনেকেই আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইলে সময় না কাটিয়ে বইয়ে সময় কাটাতে হবে। বই পড়লে প্রাইভেট টিচার বা কোচিং লাগে না। বর্তমানে খুবই কম্পিটিশনের যুগ। ভালো ফলাফল করতে হলে প্রচুর পড়তে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আজকের যারা ছাত্র তারাই আগামী দিনের ভবিষ্যত। তোমাদের যোগ্য হয়ে উঠতে হবে। জীবনে উন্নতি করতে হলে সব কাজ শিখতে হবে। বইয়ের প্রতি যার ভালোবাসা আছে, সে ভালো ফলাফল করবে। শিক্ষার মান দিনে দিনে কমে যাচ্ছে। শিক্ষকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সকল শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিতে হবে। দুর্বলদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বড় হয়ে দেশের কল্যাণে কাজ করো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) নাঈমা জাহান সুমাইয়া। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে। নবম শ্রেণির বই এখনো এসে পৌছায়নি। তবে দ্রুতই বইগুলো চলে আসবে।


অন্যদিকে, চুয়াডাঙ্গায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম- সেবা।
পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী।
অপর দিকে, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানে গতকাল দুপুরে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান এ বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোনয়ার হোসেনের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শহরের চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ উচ্চবিদ্যািলয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রাহেলা খাতুন গার্লস একাডেমি ও একাডেমি বিদ্যালয়সহ সকল বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার জানান, চলতি শিক্ষাবর্ষ-২০২৪ জেলায় প্রথম শ্রেণি এবতেদায়ী থেকে ৯ম-১০ শ্রেণি, দাখিল ও ভোকেশনাল পর্যন্ত ১৬ লাখ ৬৮ হাজার ২২৪ টি বইয়ের চাহিদা রয়েছে। এ পর্যন্ত বই পাওয়া গেছে, ৮৯ লাখ ৫ হাজার ৯১৬টি।

দর্শনা:
দর্শনা শ্যামপুরে মোয়াজ্জেম হোসেন কিন্ডার গার্ডেন স্কুলে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল বছরের প্রথম দিন সকাল সাড়ে ৯টায় শ্যামপুর মোয়াজ্জেম হোসেন হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর আঙ্গিনায় কিন্ডার গার্ডেন স্কুলের উদ্বোধন ও নতুন বই বিতরণ করা হয়। মাহবুব উল ইসলাম খোকন উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাদ্রার ছাত্র জুনায়েত হোসেন। মাদ্রাসায় কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরাজি, অংক ও সমাজ বিজ্ঞানসহ সকল বিষয়ে শিক্ষা প্রদান করা হবে জানান কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, মো. হাবিবুল্লা, হালসা কিন্ডার গার্ডেনের শিক্ষক সাইদুর রহমান, কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামপুর জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা জুনায়েত হোসেন।

আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের-২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্যদিয়ে বই উৎসব পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, আন্দুলবাড়ীয়া কলেজের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, শরিফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শেখ ফিরোজ আহমেদ, শেখ সামাদুল ইসলাম ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন।

উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের প্রথম দিন শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা আনন্দ করছে। শিক্ষার্থীদের কেউ পৃষ্ঠা উল্টিয়ে দেখছে, কেউবা নতুন বইয়ের গন্ধ শুঁকছে। আবার অনেকে বই পাওয়ার আনন্দ ভাগাভাগি করছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর। সভাপতি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে বলেন, এই বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০২৪ সালে শতভাগ বই প্রতিষ্ঠানে চলে আসার জন্য প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদ্রাসার সুপার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
ঝিনাইদহ:
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খানের সভাপতিত্বে এ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী। বক্তব্য দেন ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার মো. আব্দুর রশিদ ও মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন। জেলার ৬ উপজেলায় ইফার পক্ষ থেকে বই উৎসব করা হয়।

ডাকবাংলা:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বছরের প্রথম দিন ‘বই বিতরণ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার বেলা ১১টায় বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ওসমান গনীর সভাপতিত্বে এ বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসা পরিষদের সাধারণ সম্পাদক ও সাগান্না ইউনিয়ন যুবদল নেতা আফছার উদ্দীন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঝিনাইদহের আলোচিত সংগঠন স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের সাবেক সভাপতি রাতুল হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি মামুন মন্ডল, ছাত্রদল নেতা ইফাদ মিয়া এবং বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকমণ্ডলীসহ শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, ঝিনাইদহের আলোচিত সংগঠন স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের সাবেক সভাপতি রাতুল হোসেন ও ভারপ্রাপ্ত সভাপতি মামুন মন্ডল বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসার বই উৎসব অনুষ্ঠানে এসে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ১০ হাজার টাকা দেন।