ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ও কুতুবপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় দিলীপ কুমার

সবার ভালোবাসা ও দোয়ায় ঈগলের বিজয় নিয়ে ঘরে ফিরব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা সদরের কুতুবপুর ও মাখালডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল শুক্রবার দুপুরে পর থেকে প্রথমে চুয়াডাঙ্গা শহরের অদুরে জাফরপুর পথসভা অনুষ্ঠিত হয়। জামাল হোসেনের নেতৃত্বে এ পথসভায় নারী-পুরুষসহ প্রায় দেড় হাজার নেতা-কর্মী অংশ নেন। এসময় দিলীপ কুমার আগরওয়ালা সবার কাছে স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে তাকে জনপ্রতিনিধি করে সংসদে পাঠানোর অনুরোধ করে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

অন্যদিকে, সন্ধ্যার আগ থেকে কুতুবপুর ইউনিয়নজুড়ে গণসংযোগ ও পথসভা করেন দিলীপ কুমার আগরওয়ালা। এর মধ্যে ভুলটিয়া, জীবনা, বদরগঞ্জ বাজার, মর্তুজাপুর, সিন্দুরিয়া, কুতুবপুর গ্রাম, মহাম্মদজুমা, শম্ভুনগর ও সাহেবনগর গ্রামে নারী-পুরুষ নির্বিশেষে শত শত মানুষ দিলীপ কুমার আগরওয়ালার গণসংযোগ ও পথসভায় অংশ নেয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে দিলীপ কুমার আগরওয়ালা আবেগে আপ্লূত হয়ে পড়েন এবং কুতুবপুর ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঈগল প্রতীকে ভোট চান।

এসময় দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদের সততা দিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদীয় এলাকাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে আমি বদ্ধপরিকর। আমি ব্যবসা করি জীবিকার জন্য। আর রাজনীতি করি আপনাদের উন্নয়নের জন্য। আপনারা ঈগল মার্কায় ভোট দিন, দেখবেন ঈগলের মতো দ্রুতগতিতে আপনাদের এলাকার সব উন্নয়ন হয়ে যাবে। সবার ভালোবাসা ও দোয়ায় ঈগলের বিজয় নিয়ে ঘরে ফিরব। তাই আগামী ৭ জানুয়ারি সব ভেদাভেদ ভুলে আপনারা ঈগল মার্কায় ভোট দিন।’

গণসংযোগ ও পথসভাগুলোতে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, শংকরচন্দ্র ইউনিয়নের সাবেক সদস্য আসাদুল হক আশা, আওয়ামী লীগ নেতা জামাল হোসেন, ইসাহাক আলী, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু, মোস্তাফিজুর রহমান মোয়াজ, সাইদুল ইসলাম, মাহবুবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ঈগল প্রতীকের শত শত কর্মী এই গণসংযোগ ও পথসভায় অংশ নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ও কুতুবপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় দিলীপ কুমার

সবার ভালোবাসা ও দোয়ায় ঈগলের বিজয় নিয়ে ঘরে ফিরব

আপলোড টাইম : ০৪:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা সদরের কুতুবপুর ও মাখালডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল শুক্রবার দুপুরে পর থেকে প্রথমে চুয়াডাঙ্গা শহরের অদুরে জাফরপুর পথসভা অনুষ্ঠিত হয়। জামাল হোসেনের নেতৃত্বে এ পথসভায় নারী-পুরুষসহ প্রায় দেড় হাজার নেতা-কর্মী অংশ নেন। এসময় দিলীপ কুমার আগরওয়ালা সবার কাছে স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে তাকে জনপ্রতিনিধি করে সংসদে পাঠানোর অনুরোধ করে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

অন্যদিকে, সন্ধ্যার আগ থেকে কুতুবপুর ইউনিয়নজুড়ে গণসংযোগ ও পথসভা করেন দিলীপ কুমার আগরওয়ালা। এর মধ্যে ভুলটিয়া, জীবনা, বদরগঞ্জ বাজার, মর্তুজাপুর, সিন্দুরিয়া, কুতুবপুর গ্রাম, মহাম্মদজুমা, শম্ভুনগর ও সাহেবনগর গ্রামে নারী-পুরুষ নির্বিশেষে শত শত মানুষ দিলীপ কুমার আগরওয়ালার গণসংযোগ ও পথসভায় অংশ নেয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে দিলীপ কুমার আগরওয়ালা আবেগে আপ্লূত হয়ে পড়েন এবং কুতুবপুর ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঈগল প্রতীকে ভোট চান।

এসময় দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদের সততা দিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদীয় এলাকাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে আমি বদ্ধপরিকর। আমি ব্যবসা করি জীবিকার জন্য। আর রাজনীতি করি আপনাদের উন্নয়নের জন্য। আপনারা ঈগল মার্কায় ভোট দিন, দেখবেন ঈগলের মতো দ্রুতগতিতে আপনাদের এলাকার সব উন্নয়ন হয়ে যাবে। সবার ভালোবাসা ও দোয়ায় ঈগলের বিজয় নিয়ে ঘরে ফিরব। তাই আগামী ৭ জানুয়ারি সব ভেদাভেদ ভুলে আপনারা ঈগল মার্কায় ভোট দিন।’

গণসংযোগ ও পথসভাগুলোতে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, শংকরচন্দ্র ইউনিয়নের সাবেক সদস্য আসাদুল হক আশা, আওয়ামী লীগ নেতা জামাল হোসেন, ইসাহাক আলী, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু, মোস্তাফিজুর রহমান মোয়াজ, সাইদুল ইসলাম, মাহবুবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ঈগল প্রতীকের শত শত কর্মী এই গণসংযোগ ও পথসভায় অংশ নেয়।