ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরের নৌকা ও ট্রাক প্রতীকের কর্মীদের ধাক্কাধাক্কি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • / ৩৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
মুজিবনগর উপজেলার ভবরপাড়া বাজারে নৌকা ও ট্রাক প্রতীকের কর্মীদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভবরপাড়া বাজারের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

ভবরপাড়া গ্রামের নিলু মন্ডলের ছেলে বাবু বলেন, ‘আমি মাইক্রোবাস চালাই। আজকে আমার ঝিনাইদহে ট্রিপ ছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে আমার মেয়ের জন্য ফল কেনার উদ্দেশ্যে ফলের দোকানে গেলে ওখানে না পাওয়ায় আরেকটি দোকানে যাওয়ার পথে আমার চাচাতো ভাই তিন রাস্তার মোড়ে দাঁড়ানো দেখে তার সাথে আমি কথা বলছিলাম। এসময় ট্রাক মার্কা প্রতীকের সমর্থিত লোকজন আমাদের পিছন থেকে এসে কেউ জামার কলার ধরে কেউ চেপে ধরে ধস্তা ধস্তি করে। এসময় আমার কাছে ট্রিপের ভাড়া ১০ হাজার টাকাসহ গাড়ি সার্ভিসিংয়ের জন্য রাখা ৪০ হাজার টাকা ছিল। যা এ ঘটনার পর আর খুঁজে পাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘আমি নৌকার ভোট করছি বলে তারা আমাকে ট্রাকের অফিসে নিয়ে যায়। সেখানে আমাকে অল ফল্ডে ফেলার চেষ্টা করে। অফিস ভাঙচুর করার পাঁয়তারা করছে এমন হুমকি দেয়। আমি নৌকার ভোট করছি বলে আমার ওপর এই হামলা হয়েছে।’

এ বিষয়ে দিলিপ মল্লিক বলেন, ‘ভবরপাড়া গ্রামের মসি মন্ডলের ছেলে রিমন আমাদের ট্রাকের পক্ষে প্রচারণা করে বাবু রিমনকে ডেকে বলে এই আমরা সবাই নৌকার পক্ষে কাজ করছি তুই ট্রাকের হয়ে কাজ করবি তার মানে চলে আয়। এই বলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। সেই সাথে রিমনের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমাদের লোকজন আটকানোর চেষ্টা করে। এই হচ্ছে মূল ঘটনা।’

রিমন বলেন, ‘বাবু আমার চাচাতো ভাই। সে আমাকে বলে তুই ট্রাকের হয়ে ভোট করবিনে। এরা সবাই খারাপ। তুই নৌকার ভোট করবি। বাবুকে আমি বলি, না আমি নৌকার ভোট করবো না। এসব ধরনের কথা বলা বলি হচ্ছিল তাছাড়া কিছু না। ৫০ হাজার টাকার বিষয়ে দিলিপ মল্লিক জানান, তার পকেটে কি ছিল না ছিল সেটা আমাদের অজানা। আমরা বা আমাদের লোকজন তার পকেটে হাত দেয়নি। বরং আমি আমাদের লোকজনকে ঘটনার স্থান থেকে সরিয়ে নিয়ে আসি।

এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী জানান, শিবা বাবুকে জড়াই ধরছিল অর্থাৎ বল প্রয়োগ করে। এ জন্য শিবাকে দণ্ডবিধি ১৭১ এর চ ধারায় অভিযুক্ত করে ৫০০ টাকা জরিমানা করা হয়। টাকার বিষয়ে তিনি বলেন, নগদ টাকার বিষয় আমাদের কিছুই করার নেই। সে জন্য তাকে মুজিবনগর থানায় অভিযোগ করতে বলা হয়েছে। পুলিশ তদন্ত করে বিষয়টি দেখবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরের নৌকা ও ট্রাক প্রতীকের কর্মীদের ধাক্কাধাক্কি

আপলোড টাইম : ০৪:৩৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
মুজিবনগর উপজেলার ভবরপাড়া বাজারে নৌকা ও ট্রাক প্রতীকের কর্মীদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভবরপাড়া বাজারের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

ভবরপাড়া গ্রামের নিলু মন্ডলের ছেলে বাবু বলেন, ‘আমি মাইক্রোবাস চালাই। আজকে আমার ঝিনাইদহে ট্রিপ ছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে আমার মেয়ের জন্য ফল কেনার উদ্দেশ্যে ফলের দোকানে গেলে ওখানে না পাওয়ায় আরেকটি দোকানে যাওয়ার পথে আমার চাচাতো ভাই তিন রাস্তার মোড়ে দাঁড়ানো দেখে তার সাথে আমি কথা বলছিলাম। এসময় ট্রাক মার্কা প্রতীকের সমর্থিত লোকজন আমাদের পিছন থেকে এসে কেউ জামার কলার ধরে কেউ চেপে ধরে ধস্তা ধস্তি করে। এসময় আমার কাছে ট্রিপের ভাড়া ১০ হাজার টাকাসহ গাড়ি সার্ভিসিংয়ের জন্য রাখা ৪০ হাজার টাকা ছিল। যা এ ঘটনার পর আর খুঁজে পাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘আমি নৌকার ভোট করছি বলে তারা আমাকে ট্রাকের অফিসে নিয়ে যায়। সেখানে আমাকে অল ফল্ডে ফেলার চেষ্টা করে। অফিস ভাঙচুর করার পাঁয়তারা করছে এমন হুমকি দেয়। আমি নৌকার ভোট করছি বলে আমার ওপর এই হামলা হয়েছে।’

এ বিষয়ে দিলিপ মল্লিক বলেন, ‘ভবরপাড়া গ্রামের মসি মন্ডলের ছেলে রিমন আমাদের ট্রাকের পক্ষে প্রচারণা করে বাবু রিমনকে ডেকে বলে এই আমরা সবাই নৌকার পক্ষে কাজ করছি তুই ট্রাকের হয়ে কাজ করবি তার মানে চলে আয়। এই বলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। সেই সাথে রিমনের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমাদের লোকজন আটকানোর চেষ্টা করে। এই হচ্ছে মূল ঘটনা।’

রিমন বলেন, ‘বাবু আমার চাচাতো ভাই। সে আমাকে বলে তুই ট্রাকের হয়ে ভোট করবিনে। এরা সবাই খারাপ। তুই নৌকার ভোট করবি। বাবুকে আমি বলি, না আমি নৌকার ভোট করবো না। এসব ধরনের কথা বলা বলি হচ্ছিল তাছাড়া কিছু না। ৫০ হাজার টাকার বিষয়ে দিলিপ মল্লিক জানান, তার পকেটে কি ছিল না ছিল সেটা আমাদের অজানা। আমরা বা আমাদের লোকজন তার পকেটে হাত দেয়নি। বরং আমি আমাদের লোকজনকে ঘটনার স্থান থেকে সরিয়ে নিয়ে আসি।

এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী জানান, শিবা বাবুকে জড়াই ধরছিল অর্থাৎ বল প্রয়োগ করে। এ জন্য শিবাকে দণ্ডবিধি ১৭১ এর চ ধারায় অভিযুক্ত করে ৫০০ টাকা জরিমানা করা হয়। টাকার বিষয়ে তিনি বলেন, নগদ টাকার বিষয় আমাদের কিছুই করার নেই। সে জন্য তাকে মুজিবনগর থানায় অভিযোগ করতে বলা হয়েছে। পুলিশ তদন্ত করে বিষয়টি দেখবে।