ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নৌকার কর্মীর আবেদন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / ৮৮ বার পড়া হয়েছে

গাংনী অফিস:
মেহরেপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগরের কর্মী আব্দুল হাকিম তার পরিবারের নিরাপত্তা চেয়ে সহকারী রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে তিনি এ আবেদন করেন। আব্দুল হাকিম মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা।

আ. হাকিম লিখিত বক্তব্যে বলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণা চালানোর জন্য তার বাড়ির সামনে নিজ উদ্যোগে একটি ছোট দোকানে নির্বাচনী আফিস খোলেন। গত সোমবার রাত ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের (ট্রাক) কর্মী সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু ও জুবায়ের হোসেন উজ্জলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল কালো মাইক্রোযোগে এসে বলে, তুমি নৌকায় ভোট করলে তোমার কপালে দুঃখ আছে। এসময় আমার পরিবারের লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসলে তারা পরিবারের লোকজনকেও হত্যার হুমকি দেন। পরে তারা নৌকা ভেঙে ফেলে ও পোস্টার ছিড়ে দেয়।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা প্রীতম সাহা লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, অভিযোগটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নৌকার কর্মীর আবেদন

আপলোড টাইম : ১২:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

গাংনী অফিস:
মেহরেপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগরের কর্মী আব্দুল হাকিম তার পরিবারের নিরাপত্তা চেয়ে সহকারী রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে তিনি এ আবেদন করেন। আব্দুল হাকিম মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা।

আ. হাকিম লিখিত বক্তব্যে বলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণা চালানোর জন্য তার বাড়ির সামনে নিজ উদ্যোগে একটি ছোট দোকানে নির্বাচনী আফিস খোলেন। গত সোমবার রাত ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের (ট্রাক) কর্মী সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু ও জুবায়ের হোসেন উজ্জলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল কালো মাইক্রোযোগে এসে বলে, তুমি নৌকায় ভোট করলে তোমার কপালে দুঃখ আছে। এসময় আমার পরিবারের লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসলে তারা পরিবারের লোকজনকেও হত্যার হুমকি দেন। পরে তারা নৌকা ভেঙে ফেলে ও পোস্টার ছিড়ে দেয়।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা প্রীতম সাহা লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, অভিযোগটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।