ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রার্থীদের সাথে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক

নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পালনের নির্দেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সাথে আচরণবিধি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টি, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা নানা অভিযোগ তুলে তা সমাধানের দাবি করে রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোত্তাওয়াক্কিল রহমান ও চার উজেলার নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় চুয়াডাঙ্গা-১ আসনের নৌকা প্রতীকের নির্বাচনী এজেন্ট রিয়াজুল ইসলাম ইসলাম জোয়ার্দ্দার টোটন, এনপিপির প্রার্থী ইদ্রিস চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা, এম এ রাজ্জাক খান ও এম শহিদুর রহমান এবং চুয়াডাঙ্গা-২ আসনের নৌকার প্রার্থী আলী আজগার টগর, জাকের পার্টির প্রার্থী আব্দুল লতিফ খান, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. রবিউল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা বক্তব্য দেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা বলেন, নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য নির্দেশ দেবেন। আগামী ১০ দিন কোনো প্রকার সমস্যা যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এর ব্যতয় ঘটলে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আইন প্রয়োগ করবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় প্রার্থীদের সাথে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক

নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পালনের নির্দেশ

আপলোড টাইম : ১১:৫০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সাথে আচরণবিধি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টি, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা নানা অভিযোগ তুলে তা সমাধানের দাবি করে রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোত্তাওয়াক্কিল রহমান ও চার উজেলার নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় চুয়াডাঙ্গা-১ আসনের নৌকা প্রতীকের নির্বাচনী এজেন্ট রিয়াজুল ইসলাম ইসলাম জোয়ার্দ্দার টোটন, এনপিপির প্রার্থী ইদ্রিস চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা, এম এ রাজ্জাক খান ও এম শহিদুর রহমান এবং চুয়াডাঙ্গা-২ আসনের নৌকার প্রার্থী আলী আজগার টগর, জাকের পার্টির প্রার্থী আব্দুল লতিফ খান, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. রবিউল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা বক্তব্য দেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা বলেন, নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য নির্দেশ দেবেন। আগামী ১০ দিন কোনো প্রকার সমস্যা যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এর ব্যতয় ঘটলে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আইন প্রয়োগ করবেন।